ATKMB vs NEUFC Live: পয়েন্টের খোঁজে নর্থইস্ট, বাগানের সামনে আজ দুইয়ে ওঠার সমীকরণ
ইন্ডিয়ান সুপার লিগে গত দুই মরশুমে দুই দল মুখোমুখি হয়েছে মোট ছ’বার। চার বারই জিতেছে এটিকে মোহনবাগান, একবার নর্থইস্ট জিতেছে। এবং একবার ড্র হয়েছে। আইএসএলে প্রথম মুখোমুখিতে এটিকে মোহনবাগান জেতে ২-০। ফিরতি লিগে নর্থইস্ট জেতে ২-০। সেই মরশুমে সেমিফাইনালে প্রথম লেগ ১-১ ড্র হয় এবং দ্বিতীয় লেগে ২-১-এ জেতে কলকাতার দল। গত মরশুমে প্রথম লেগে ৩-২ জেতে এটিকে মোহনবাগান এবং দ্বিতীয় লেগেও তারা জয়ী হয় ৩-১ গোলে।
খুব বেশি আক্রমণাত্মক দেখাচ্ছে না এটিকে মোহনবাগানকে
এটিকে মোহনবাগানকে ঘরের মাঠে লাস্টবয়দের বিরুদ্ধে খুব বেশি আক্রমণাত্মক মনে হয়নি এখনও পর্যন্ত। নর্থইস্ট বরং অনেক বেশি চাপ তৈরি করছে। বাগান কিন্তু তাড়াতাড়ি গোল করতে না পারে, তবে কিন্তু নিজেদের উপর পাল্টা চাপ নিয়ে ফেলবে ফেরান্দো ব্রিগেড।
ম্যাচ শুরু
ঘরের মাঠে জয়ে ফিরতে মরিয়া হয়ে রয়েছে এটিকে মোহনবাগান। এ দিন জিতলে তাদের সামনে লিগ টেবলের দুইয়ে উঠে আসার হাতছানি রয়েছে। অন্য় দিকে পয়েন্ট পেতে মরিয়া নর্থইস্টও। তারা ৫ ম্যাচ খেলে ৫টিতেই হেরে বসে রয়েছে।
নর্থইস্টের এই মরশুমে আইএসএলের ফল
নর্থইস্ট ইউনাইটেড এফসি গতবার লিগ তালিকার একেবারে নীচে থেকে শেষ করার পরে এ বার দলে বেশ কিছু বদল এনেও তাদের তেমন কিছু উন্নতি হয়েছে বলে মনে হচ্ছে না। হিরো আইএসএলে তারাই প্রথম দল, যারা শুরুতেই টানা পাঁচটি ম্যাচে হেরেছে। এখনও পর্যন্ত একটি গোল করেছে তারা। কিন্তু খেয়েছে ১১টি গোল। পাঁচ ম্যাচে শূন্য পয়েন্ট তাদের। তারা লিগ তালিকার এখন লাস্টবয়।
বাগানের এই মরশুমে আইএসএলের ফল
ঘরের মাঠে চেন্নাইয়িন এফসি-র কাছে ১-২ হার দিয়ে এ বারের লিগ অভিযান শুরু করে সবুজ-মেরুন বাহিনী। তবে এই হারের ধাক্কা কাটিয়ে কোচিতে গিয়ে কেরালা ব্লাস্টার্সকে ৫-২-এ হারিয়ে আসে এটিকে মোহনবাগান। অস্ট্রেলিয়া থেকে আসা অ্যাটাকিং মিডফিল্ডার দিমিত্রি পেত্রাতোস হ্যাটট্রিক করে ব্লাস্টার্সের বিরুদ্ধে জয় এনে দেন দলকে। সে দিন এটিকে মোহনবাগানের খেলায় দেখা যায় আসল টিমওয়ার্ক। যা কলকাতা ডার্বি এবং মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধেও বজায় ছিল।
চিরপ্রতিদ্বন্দী ইস্টবেঙ্গল এফসি-র বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই করে শেষে দু’গোলে জেতে তারা। ৫৬ মিনিটের মাথায় হুগো বৌমাস এবং ৬৬ মিনিটের মাথায় মনবীর সিং গোল করেন। কিন্তু ডার্বি জয়ের ধারাবাহিকতা তারা বজায় রাখতে পারেনি এই লিগে তাদের সবচেয়ে কঠিন হার্ডল মুম্বই সিটি এফসি-র বিরুদ্ধে। মুম্বইয়ের মাঠে তুমুল লড়াই করার পরে ২-২-এ ড্র করে তারা।
দুই জয় এবং একটি ড্রয়ের সুবাদে চার ম্যাচে সাত পয়েন্ট নিয়ে আপাতত লিগ তালিকার পাঁচ নম্বরে রয়েছে জুয়ান ফেরান্দোর দল।
For all the latest Sports News Click Here