ATKMB vs NEU Live: কাউকো, লিস্টন যুগলবন্দিতে প্রথমার্ধ শেষে ২-১ এগিয়ে মোহনবাগান
আজ ফতোরদায় এটিকে মোহনবাগান বনাম নর্থইস্ট ইউনাইটেডের দ্বৈরথের আগে একদিকে টানা ন’ম্যাচে অপরাজিত সবুজ-মেরুন ব্রিগেড, অন্যদিকে টানা ন’ম্যাচে জয় পায়নি খালিদ জামিলের টিম। এর মধ্যে ছ’টি ম্যাচেই নর্থইস্ট হেরেছে। আর বাকি তিনটি ম্যাচ ড্র হয়েছে। এমন পরিস্থিতিতে লিগ টেবলের লাস্টবয় নর্থইস্ট ইউনাইটেডের বিরুদ্ধে ম্যাচ জিতলেই দুই নম্বরে উঠে আসবে এটিকে মোহনবাগান।
৪৫ মিনিট- কোলাসোর গোলাসো
দুর্দান্ত পাসিং ফুটবলে হাফ টাইমের ঠিক আগেই এটিকে মোহনবাগানকে এগিয়ে দিলেন লিস্টন কোলাসো। রক্ষণ থেকে তিরির দারুণ পাস বাঁ-দিকের উইংয়ে কাউকোর পায়ে পৌঁছায়। প্রথম গোলে কাউকোকে পাস বাড়িয়েছিলেন লিস্টন, এবার কাউকোর ঠিকানা লেখা পাস খেরে দারুণ ফুটওয়ার্ক দেখিয়ে নিজের জন্য প্রথমে জায়গা তৈরি করেন লিস্টন এবং তারপর শটে বল জালে জড়িয়ে দেন। হাফ টাইমের আগই ২-১ এগিয়ে গেল এটিকে মোহনবাগান।
৪৪ মিনিট- গুরজিন্দরের হলুদ কার্ড
মনবীর সিংকে কনুই দিয়ে গুঁতো মেরে হলুদ কার্ড দেখলেন নর্থইস্টের গুরজিন্দর।
৪১ মিনিট- পরপর দু’টি বড় সুযোগ মোহনবাগানের
ম্যাচের রাশ এটিকে মোহনবাগানেরই হাতে। একের পর এক ভাল সুযোগ তৈরি করছে ফেরান্দোর দল। মনবীর এক থ্রু বল পায়ে পেয়ে জোরালো শট মারলেও নর্থইস্ট গোলরক্ষক শুভাশিস প্রথমে ভাল সেভ দেন। ঠিক তার পরের মুহূর্তেই প্রবীরের ক্রস থেকে আরেক ফুলব্যাক শুভাশিস বসু শট নিলেও তাঁর নর্থইস্টের গোলপোস্টের বাইরের দিকে লেগে মাঠের বাইরে চলে যায়।
৩৪ মিনিট- খারাপ গোলকিপিং অমরিন্দরের
পেনাল্টি বক্সের বাঁ-দিক থেকে মার্সেলিনহোর দুর্বল শট দস্তানাবদ্ধ করার বদলে অমরিন্দর ডেঞ্জার জোনে ঠেলে দেন। সেখানে নর্থইস্টের ফরোয়ার্ড উপস্থিত থাকলেও, তিরি বল ক্লিয়ার করে দেন।
২৬ মিনিট- এন্ড টু এন্ড ফুটবল
দুই দলই প্রতিআক্রমণে দারুণ ফুটবল খেলছে। নর্থ ইস্টের পর এবার বড় সুযোগ তৈরি করল সবুজ মেরুন। ডান দিক থেকে প্রবীরের ক্রস আরেকটু হলেই মোহনবাগান ফরোয়ার্ডদের জন্য ট্যাপ ইন করার সুযোগ তৈরি করে দিত। তবে নর্থইস্ট ডিফেন্ডাররা তা ক্লিয়ার করে দেন। ফিরতি বল থেকে পেনাল্টি বক্সের মধ্যেই উপস্থিত কাউকো ফের একবার গোল করার সুযোগ পেলেও, তাঁর শট নর্থইস্ট ডিফেন্ডারদের গায়ে লেগে বাইরে চলে যায়।
২৪ মিনিট- মার্সেলিনহোর শট
গোল খেয়েও দমে যেতে রাজি নয় নর্থইস্ট। প্রায় কাউকোর মতো একইরকম জায়গা থেকে শট নেন মার্সেলিনহো। তবে তাঁর শট মোহনবাগান ডিফেন্সের গায়ে লেগে মাঠের বাইরে চলে যায়। ফিরতি কর্ণার থেকে কোনো বড় সুযোগ তৈরি হয়নি।
২২ মিনিট- গোওওওললল! সমতায় ফিরল সবুজ মেরুন
পাঁচ মিনিটও টিকল না নর্থ ইস্টের লিড। পেনাল্টি বক্সের বাইরে থেকে লিস্টন কোলাসোর পাসে জোরালো শটে গোল করে এটিকে মোহনবাগানকে ম্যাচে ফেরালেন জনি কাউকো। শুভাশিস নর্থ ইস্টের গোলে নড়ারও সুযোগ পাননি।
১৭ মিনিট- দুর্দান্ত গোল সুহেরের
খেলার গতির বিপরীতেই ভিপি সুহেরের গোলে এগিয়ে গেল নর্থ ইস্ট। মাঝমাঠে মার্সেলিনহো বল জিতে তা বাড়িয়ে দেয় সুহেরকে। পেনাল্টি বক্সের ডান দিক থেকে সুহেরের জোরালো শটের কোনো জবাব ছিল অমরিন্দরের কাছে। ১-০ এগিয়ে গেল নর্থইস্ট।
১৫ মিনিট- বড় সুযোগ নষ্ট
নর্থ ইস্টের কর্ণার থেকে প্রতিআক্রমণে দুর্ধর্ষ সুযোগ পেয়ে গিয়েছিল সবুজ মেরুন। এক সময় তো একজন নর্থ ইস্ট ডিফেন্ডারের বদলে তিনজন এটিকে মোহনাগান ফুটবলার ছিলেন আক্রমণে। তবে ঠিকঠাক পাস না দেওয়ায় সুযোগ হাতছাড়া করল সবুজ মেরুন। শেষমেশ প্রবীর দাসের শট গোলের অনেক বাইরে দিয়ে চলে যায়।
১০ মিনিট: ম্যাচ এখনও গোলশূন্য
এটিকে মোহনবাগান আক্রমণাত্মক মেজাজেই রয়েছে ম্যাচের শুরু থেকে। বেশ কয়েকটি ভালো সুযোগও তৈরি করেছিল। মনবীর তো একটি সহজ সুযোগ নষ্ট করে বসে। তা না হলে স্কোরলাইনটা গোলশূন্যের বদলে ১-০ এটিকে মোহনবাগানের পক্ষে হয়ে যেতে পারত।
নর্থ ইস্টের সাম্প্রতিক ফর্ম
লিগ তালিকার লাস্ট বয়, নয় ম্যাচে জয়ের মুখ না দেখা নর্থ ইস্টের পক্ষে সময়টা একেবারেই সুখকর যাচ্ছে না। খালিদ জামিলের দল আপাতত ১৬ ম্যাচ খেলে মাত্র দুই জয়, চার ড্র এবং লিগ সর্বোচ্চ ১০টি ম্যাচ হেরেছে। তাদের দখলে রয়েছে ১০ পয়েন্ট। লিগ তালিকায় ওপরের দিকে থাকা এটিকে মোহনবাগানকে হারানো কঠিন হলেও, ম্যাচ ড্র করতে পারলেই তারা লিগের লাস্ট পজিশন থেকে উঠে আসতে পারবে।
মোহনবাগানের সাম্প্রতিক ফর্ম
গত ম্যাচে লিগ লিডার হায়দরাবাদকে পরাজিত করার পর নতুন উদ্যমে মাঠে নামবে এটিকে মোহনবাগান। বর্তমানে ১৩ ম্যাচে ছয়টি জয়, পাঁচটি ড্র এবং দুই হারের সুবাদে ২৩ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চারে রয়েছে সবুজ মেরুন। লিগের লাস্টবয়দের হারালে একদিকে যেমন এক ধাক্কায় দুই উঠে আসবে জুয়ান ফেরান্দোর দল, তেমনই আইএসএল শিল্ড জয়ের ক্ষেত্রেও সুবিধাজনক জায়গায় পৌঁছানোর হাতছানি রয়েছে তাদের সামনে।
For all the latest Sports News Click Here