ATKMB vs MCFC, ISL 2022-23 Live: মুম্বইয়ের বিরুদ্ধে প্রথম জয়ের খোঁজে নামছে বাগান
এখন মুম্বই সিটি এফসি-র মুখোমুখি হওয়া মানে, যে কোনও দলের কাছেই থরহরিকম্প। যারা টানা আটটি ম্যাচ জিতে আইএসএলের নতুন নজির গড়ে ফেলেছে। ৪০ গোল করে যারা নিজেদের রেকর্ডই ভেঙে চুরমার করে দিয়েছে। এক-একটি ম্যাচে যারা অনায়াসে তিন-চার এমন কী ছ’গোলও করে দিচ্ছে। তারা যে এ বার আইএসএলে কঠিনতম পরীক্ষা, এই নিয়ে কোনও দ্বিমত নেই। তবে এটিকে মোহনবাগানও আত্মবিশ্বাসী। ঘরের মাঠে মুম্বইকে হারানোর বিষয়ে।
খেলা শুরু
এটিকে মোহনবাগান এবং মুম্বই সিটি এফসি-র খেলা শুরু। বছরের নিজেদের প্রথম ম্যাচ মোহনবাগান খেলছে ঘরের মাঠে। তারা পারবে যুবভারতীতে মুম্বইকে হারাতে?
মুম্বইয়ের হাল
গোল করা এবং প্রতিপক্ষকে গোল না করতে দেওয়া- দু’দিক দিয়েই মুম্বই সিটি এফসি দুর্দান্ত জায়গায় রয়েছে। আক্রমণে যেমন গ্রেগ স্টুয়ার্ট, জর্জ পেরেইরা দিয়াজ, আহমেদ জাহু, বিপিন সিং, লালিয়ানজুয়ালা ছাংতেরা প্রতিপক্ষকে নাকানি-চোবানি খাওয়াচ্ছেন, তেমনই রাহুল ভেকে, মেহতাব সিং, রস্টিন গ্রিফিথ, মুর্তাদা ফল-রা নিজেদের রক্ষণে প্রাচীর তুলে দিচ্ছেন। এখনও পর্যন্ত ১৩টি ম্যাচ খেলে একটিতেও হারেনি মুম্বই। তারা ১০টিতে জিতেছে। বাকি তিনটি ম্যাচ ড্র করেছে।
সবুজ-মেরুনের হাল
গত বছর শেষ দিকে চোট আঘাতে জর্জরিত এটিকে মোহনবাগান শিবিরে যে হাহাকার পড়ে গিয়েছিল, সেই দুরাবস্থা কাটিয়ে এই কয়েক দিনে নিজেদের পুরনো জায়গায় ফিরে এসেছে বলে দাবি করেছেন স্প্যানিশ কোচ জুয়ান ফেরান্দো। তবে খারাপ খবরও আছে। মরশুম থেকে ছিটকে গিয়েছেন মিডফিল্ডার দীপক টাংরি। এ দিকে তারকা ফরোয়ার্ড মনবীর সিং এখনও মাঠে নামার অবস্থায় আসেননি। অর্থাৎ, নতুন বছরেও একশো শতাংশ পূর্ণশক্তির দল নিয়ে নামার সুযোগ পাচ্ছেন না দিমিত্রি পেত্রাতোস হুগো বৌমাসরা। এখন দেখার, এই কয়েক দিনের অনুশীলনে নতুন বিদেশিদের সঙ্গে কতটা বোঝাপড়া গড়ে তুলতে পেরেছে মোহনবাগান।
১২ ম্যাচে ২৩ পয়েন্ট বাগানের। ৭টিতে তারা জিতেছে। ২টি ড্র করেছে। তিনটিতে হেরেছে। রয়েছে লিগ টেবলের চার নম্বরে।
দুই দলের পরিসংখ্যান
আইএসএলে মোহনবাগান এবং মুম্বই দুই দল মুখোমুখি হয়েছে মোট ছ’বার। তার মধ্যে চার বার জিতেছে মুম্বই সিটি এফসি। দু’বার ড্র হয়েছে। এর বাইরে গত অগস্টে ডুরান্ড কাপে দুই দল মুখোমুখি হলে, সেই ফলও ১-১ হয়। মোদ্দা কথা, মোহনবাগানের বিরুদ্ধে মুম্বই এখনও পর্যন্ত অপ্রতিরোধ্য।
For all the latest Sports News Click Here