ATKMB vs HFC LIVE: সুবিধা করল বেঙ্গালুরু! কাজে লাগাতে পারবে মোহনবাগান?
ATK Mohun Bagan vs Hyderabad FC Live Score: আজ যুবভারতীতে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নামছে এটিকে মোহনবাগান। গত ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ৩-০ গোলে হারার পর ঘরের মাঠে জয়ের সরণিতে ফিরতে মরিয়া জুয়ান ফেরান্দোর ছেলেরা। অন্যদিকে, হায়দরাবাদের সামনে আইএসএলের লিগ তালিকার শীর্ষে ওঠার সুযোগ আছে। সেই এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসির লাইভ ম্যাচ দেখুন হিন্দুস্তান টাইমস বাংলার লাইভ ব্লগে।
সুবিধা করল বেঙ্গালুরু! কাজে লাগাতে পারবে মোহনবাগান?
হায়দরাবাদের বিরুদ্ধে নামার আগেই এটিকে মোহনবাগানের সুবিধা করে দিল বেঙ্গালুরু এফসি। জেভিয়ার হার্নান্দেজের জোড়া গোলে হারাল এফসি গোয়াকে। তার ফলে হায়দরাবাদের বিরুদ্ধে জিতলেই লিগ তালিকায় চার নম্বরে উঠে আসবে মোহনবাগান।
পেনাল্টি বাঁচালেন সেজনিক, বিরতিতে ১-০ গোলে এগিয়ে পোল্যান্ড
ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২২: বিরতিতে ১-০ গোলে এগিয়ে পোল্যান্ড। ৩৯ মিনিটে গোল করেন জিয়েলিনস্কি। সৌদি আরবও ভালো সুযোগ পেয়েছিল। তবে পোল্যান্ডের গোলকিপার সেজনিক দুর্ভেদ্য হয়ে দাঁড়ান। সৌদির পেনাল্টি রুখে দেন।
দ্বৈরথে এগিয়ে এটিকে মোহনবাগান, তবে আসল কাজ করেছিল হায়দরাবাদ
এটিকে মোহনবাগান বনাম হায়দরাবাদ এফসি’র মুখোমুখি রেকর্ড: আইএসএসে মোট ছ’বার মুখোমুখি হয়েছে দুটি দল। দুটি ম্যাচে জিতেছে মোহনবাগান। একটি ম্যাচে জিতেছে হায়দরাবাদ। তবে ওই একটা জয়ই মোহনবাগানকে আইএসএল থেকে ছিটকে দিয়েছিল। গতবার সেমিফাইনালের প্রথম লেগে ৩-১ গোলে জিতেছিল নিজামের শহর। দ্বিতীয় লেগে মোহনবাগান জিতলেও ছিটকে গিয়েছিল।
হায়দরাবাদ এফসির প্রথম একাদশ
হায়দরাবাদ এফসির প্রথম একাদশ: গুরমিত সিং (গোলকিপার), রেগান সিং, চিঙ্গলেনসানা সিং, ওডেই ওনাইন্ডিয়া, নিখিল পূজারি, আকাশ মিশ্র, জোয়াও ভিক্টর (অধিনায়ক), মহম্মদ ইয়াসির, হিতেশ শর্মা, বোরহা হেরেরা এবং বার্থেলোমিউ ওগবেচে।
মোহনবাগানের হাতে বড় সুযোগ দিচ্ছে বেঙ্গালুরু
আপাতত আইএসএলের এফসি গোয়া বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচ চলছে। ৭৫ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে আছে বেঙ্গালুরু। ২৭ মিনিট এবং ৫৭ মিনিটে গোল করেছেন জেভিয়ার হার্নান্দেজ। গোয়া হারলে এটিকে মোহনবাগানের সুবিধা। তাহলে চারে উঠে যেতে পারবে বাগান (আজ যদি জেতে)।
লিগ তালিকায় কত নম্বরে আছে মোহনবাগান এবং হায়দরাবাদ?
আপাতত (এফসি গোয়া বনাম বেঙ্গালুরু এফসি ম্যাচের আগে পর্যন্ত) লিগ তালিকায় ছয় নম্বরে আছে এটিকে মোহনবাগান। ছয় ম্যাচে তিনটি জয়, একটি ড্র এবং দুটি হারের ফলে পয়েন্ট ১০। হায়দরাবাদ এফসি আছে দুই নম্বরে। সাত ম্যাচে পয়েন্ট ১৬। আজ জিতলে মুম্বই সিটিকে ছাপিয়ে এক নম্বরে উঠে যাবে। আট ম্যাচে মুম্বইয়ের পয়েন্ট ১৮।
এটিকে মোহনবাগানের প্রথম একাদশ
এটিকে মোহনবাগানের প্রথম একাদশ: আজ জোড়া পরিবর্তন করেছেন ফেরান্দো। জনি কাউকো এবং দিমিত্রিয়স নেই। কাউকো চোটের জন্য নেই। প্রথম একাদশে আছেন – বিশাল কাইথ, হামিল, কার্ল ম্যাকহিউ, হুগো বৌমাস, মনবীর সিং, শুভাশিস বোস, লিস্টন কোলাসো, আশিক কুরিয়ান, প্রীতম কোটাল (অধিনায়ক), দীপক টাংরি এবং আশিস রাই।
আজ হায়দরাবাদের বিরুদ্ধে নামছে মোহনবাগান
ATK Mohun Bagan vs Hyderabad FC Live Score: আজ যুবভারতীতে হায়দরাবাদ এফসির বিরুদ্ধে নামছে এটিকে মোহনবাগান। গত ম্যাচে এফসি গোয়ার বিরুদ্ধে ৩-০ গোলে হারার পর ঘরের মাঠে জয়ের সরণিতে ফিরতে মরিয়া জুয়ান ফেরান্দোর ছেলেরা। অন্যদিকে, হায়দরাবাদের সামনে আইএসএলের লিগ তালিকার শীর্ষে ওঠার সুযোগ আছে।
For all the latest Sports News Click Here