ATKMB vs HFC Live: বড় সিদ্ধান্ত ফেরান্দোর, কৃষ্ণকে বেঞ্চে রেখেই হায়দরাবাদের মুখোমুখি সবুজ-মেরুন
ময়দান >
ফুটবল >
ATKMB vs HFC Live: বড় সিদ্ধান্ত ফেরান্দোর, কৃষ্ণকে বেঞ্চে রেখেই হায়দরাবাদের মুখোমুখি সবুজ-মেরুন
লাইভ আপডেটস
Updated: 05 Jan 2022, 06:33 PM IST
- সবুজ-মেরুন শিবির নিজেদের গত দুই ম্যাচ জিতলেও, বর্তমানে সাত ম্যাচ অপরাজিত রয়েছে হায়দরাবাদ।
আইএসএলের লিগ তালিকায় দুই বনাম চারের লড়াইয়ের তিন পয়েন্টের হাতছানি তো রয়েইছে, রয়েছে লিগ তালিকার শীর্ষে পৌঁছনোর সুযোগও। দুইয়ে থাকা হায়দরাবাদ এফসি ম্যাচ ড্র করলেই লিগ তালিকার শীর্ষে পৌঁছে যাবেন। অপরদিকে, এটিকে মোহনবাগান ম্যাচ জিততে পারলে হায়দরাবাদ এবং মুম্বই সিটিকে টপকে শীর্ষস্থান আসবে তাদের দখলে।
দল ঘোষণা
এটিক মোহনবাগান দলে দুইটি পরিবর্তন। রয় কৃষ্ণকে ছাড়াই মাঠে নামছে সবুজ-মেরুণ। শুভাশিস বসুর জায়গায় দলে এলেন প্রবীর দাস। হায়দরাবাদ দলে মাত্র একটি পরিবর্তন। নিম দর্জে তামাংয়ের বদলে রাইট ব্যাকে প্রথম এগারোয় সুযোগ পেলেন আশিস রাই।
পৌঁছে গিয়েছেন কৃষ্ণরাও
মাঠে উপস্থিত হায়দরাবাদ দল
হায়দরাবাদের সাম্প্রতিক ফর্ম
গত সাত ম্যাচে অপরাজিত নিজামের শহরের দল। গোয়া এবং ইস্টবেঙ্গলের সঙ্গে ড্রয়ের পর ওড়িশাকে হাফ ডজন গোল হারিয়েছে হায়দরাবাদ এফসি। লিগের কৃপণতম ডিফেন্স এখনও অবধি মাত্র সাতটি গোল খেয়েছে। কোনো ম্যাচেই একাধিক গোল খেতে হয়নি তাদের। উপরন্তু, শেষ চার ম্যাচে পাঁচ গোল এসেছে দলের ট্যালিসমান বার্থোলোমিউ ওগবেচের পা থেকে। বর্তমানে আট ম্যাচে চার জয় ও তিনটি ড্রয়ের জেরে ১৫ পয়েন্ট নিয়ে লিগ তালিকার দুই নম্বরে রয়েছে হায়দরাবাদ।
মোহনবাগানের সাম্প্রতিক ফর্ম
দলের রিমোট কন্ট্রোল হাতে নিয়েই কামাল দেখাচ্ছেন নতুন সবুজ-মেরুন কোচ জুয়ান ফেরান্দো। নর্থ ইস্ট ইউনাইটেড এবং এফসি গোয়াকে পর পর দুই ম্যাচে হারিয়ে আত্মবিশ্বাসের তুঙ্গে রয় কৃষ্ণরা। বর্তমানে আট ম্যাচে চার জয় ও দুই ড্র এবং সমসংখ্যাক হারের সুবাদে ১৪ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় চার নম্বরে রয়েছে এটিকে মোহনবাগান।
For all the latest Sports News Click Here