ATKMB vs EB Live: প্রথমার্ধের খেলা শেষ, টানটান উত্তেজনার ডার্বি এখনও গোল শূন্য
লাইভ আপডেটস
Updated: 29 Oct 2022, 08:45 PM IST
- পরিসংখ্যান বলছে আইএসএলে এখনও পর্যন্ত চারটি ডার্বি হয়েছে। সবক’টিই গোয়ায়। কলকাতার মাঠে খেলা হবে এই প্রথম। আগের চারটি ডার্বিতেই ইস্টবেঙ্গল হেরেছে। সব মিলিয়ে টানা ছ’টি ডার্বিতে হেরে শনিবার খেলতে নামছে লাল-হলুদ।
গত ছ’বার মাথা নীচু করে ইস্টবেঙ্গলের কোচ-ফুটবলারদের মাঠ থেকে ফিরেছেন। এ বার কি ছবিটা বদলাবে?
29 Oct 2022, 08:45:46 PM IST
প্রথমার্থের খেলা শেষ
২ মিনিট অ্যাডেট টাইম
ম্যাচের গতি অনেকটাই বেশ। এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলের রক্ষণ সকলের ন
ফের প্রতিপক্ষের বক্সে ঢুকে গিয়েছিল বুমৌস
বুমৌস-লিস্টনরা কি স্বার্থপর ফুটবল খেলছে। বারবার একা গোলের কাছে পৌঁছে গেলেও গোল করতে ব্যর্থ হন বুমৌস-লিস্ট
৪০ মিনিটের খেলা শেষ
৪০ মিনিটের খেলা শেষ, ম্যাচের ফল এখনও গোল শূন্য। দুই দলই গোলের খোঁজ চালাচ্ছে, তবে কেউই গোলের দরজা খুলতে পারেন
মাঠের উত্তেজনা বাড়ছে
বারবার ফুটবলাররা একে অপরের সঙ্গে গণ্ডগোলে জড়িয়ে পড়ছেন।
আবার মিস…
ফের লাল হলুদের রক্ষণকে বাঁচালেন সার্থক। ম্যাচের ৩৪ মিনিটে প্রতিআক্রমণে এটিকে মোহনবাগান এগিয়ে গিয়েছিল ইস্টবেঙ্গলের বক্সের দিকে। কিন্তু সার্থকের জন্য লিস্টন সুযোগ কাজে
নিশ্চিত গোল মিস!!!!!!
তিন জনকে ডজ করে বক্সের মধ্যে ঢুকে গিয়েছিলেন হুগো বুমৌস। তবে সার্থকের কারণে নিশ্চিত গোল করতে পারল না এটিকে মো
৩০ মিনিট খেলার ফল গোল শূন্য
খেলার গতি রয়েছে। দুই দলই আক্রমণ চালাচ্ছে। তবে কোনও দলই এখনও গোল পায়
হাড্ডাহাড্ডি লড়াই চলছে
জনি কাউকো চোট পয়েছেন। খেলা কিছুক্ষণ বন্ধ রয়েছে। সকলেই আশা করছেন জনির চোট যেন বড় না হয়।
ইস্টবেঙ্গল বাঁ দিক থেকে আক্রমণ করছে
নিজেদের বাঁ-দিক থেকে আক্রমণ চালাচ্ছে ইস্টবেঙ্গল। ম্যাচের ১৫ মিনিট পরেই যেন খোলস ছেড়ে বেরিয়ে এসেছে লাল হলুদ ব্রিগেড। ইস্টবেঙ্গলের মহেশ সিং নাওরেম সকলের নজর কাড়ছেন।
ফের আক্রমণে লিস্টন
ম্যাচের ২০ মিনিটে ইস্টবেঙ্গলের বক্সে ঢুকে গিয়েছিলেন লিস্টন। কিন্তু আক্রমণ আটকে দিল লাল হলুদ ডিফেন্স। খেলার ফল এটিকে মোহনবাগান-০, ইস্টবেঙ্গল-০।
আক্রমণে ফিরছে ইস্টবেঙ্গল
ম্যাচের ১৫ ও১৬ মিনিটে মোহনবাগানের রক্ষণকে চাপে ফেলেছিল ইস্টবেঙ্গল।
দুরন্ত সেভ…..
ম্যাচের ১৬ মিনিটে দারুণ আক্রমণ চালালো ইস্টবেঙ্গল। বিশাল কাইথের জন্য নিশ্চিত গোল হজম করা থেকে বাঁচল এটিকে মোহনবাগান।
১০ মিনিট
লিস্টন বাঁদিক থেকে গোলে শুট করলেন, কিন্তু বল সাইড-নেটে লাগল।
৮ মিনিট শেষ, আক্রমণ চালাচ্ছে এটিকে মোহনবাগান
ATKMB দ্বারা বক্সের ভিতরে আরেকটি বিপজ্জনক বল কিন্তু ইস্টবেঙ্গলের ডিফেন্স যথেষ্ট সজাগ। বাগানের আক্রমণকে দূরে সরিয়ে দেয়।
৫ মিনিট শেষ খেলার ফল গোল শূন্য
এটিকে মোহনবাগান বাঁশি বাজার পর শুরুর থেকে আক্রমণে রয়েছে। প্রাথমিক ATKMB চাপ সামলাতে ইস্টবেঙ্গল তাদের রক্ষণকে সামলে রেখেছেন। শুভাশিস বোসকে ভালো কাটব্যাক দিয়েছিলেন পেট্রাটোস। শুভাশিসের লক্ষ্য একটুর জন্য ব্যর্থ হয়েছেন। কিন্তু শুভাশিসের চেষ্টা
শুরু হয়ে গেল কলকাতার ডার্বি….
কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে হ্যাটট্রিক করে যিনি সবুজ-মেরুন সমর্থকদের মন জয় করে নিয়েছেন, সেই অস্ট্রেলিয়া থেকে আসা পেট্রাটসের ওপর নজর থাকবে।
আপনারা তৈরি তো!!!!
আর কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে খেলা। দুই দলের ফুটবলাররাই মাঠে উপস্থিত হয়েছেন। নির্ধারিত সময়ের ২০ মিনিট পরেই খেলা শুরু হবে।
পিছিয়ে গেল ডার্বির সময়
৭.৩০ মিনিটের পরিবর্তে ৭.৫০ মিনিটে শুরু হবে খেলা। মোট ২০ মিনিট পিছিয়ে গেল এবারের আইএসএল-এর প্রথম ডার্বির সময়। উদ্যোক্তারা নিজেদের সোশ্যাল মিডিয়াতে সেই খবর জানিয়েছেন। সূত্রের খবর হায়দরাবাদ বনাম গোয়া আইএসএল ম্যাচে ফ্লাড লাইট সমস্যার কারণে সেই খেলা কিছুক্ষণ বন্ধ থাকে, তাই টেলিকাস্টে যাতে সমস্যা না হয় সেই কারণে ডার্বিকে ২০ মিনিট পিছিয়ে দেওয়া হয়েছে।
দেখে নিন ইস্টবেঙ্গলের প্রথম একাদশ
কমলজিৎ সিং, সার্থক গলুই, লালচুঙনুঙ্গা, ইভান গঞ্জালেজ, জেরি লালরিনজুয়ালা, চারালাম্বোস কিরিয়াকু, জর্ডান ও’ডোহার্টি, মহেশ সিং নাওরেম, সেম্বয় হাওকিপ, ভিপি সুহের, ক্লেটন সিলভা
দেখে নিন এটিকে মোহনবাগানের একাদশ
বিশাল কয়েথ, প্রীতম কোটাল, ব্রেন্ডান হ্যামিল, দীপক টাঙরি, হুগো বুমৌস, জনি কাউকো, দিমিত্রিয়স পেট্রাটস, লিস্টন কোলাসো, মনবীর সিং, আশিস রাই, শুভাশিস বোস
দেখুন ইস্টবেঙ্গল স্কোয়াড-
গোলকিপার- পওয়ান কুমার, কমলজিৎ সিং, নভিন কুমার; ডিফেন্ডার- সার্থক গলুই, মহম্মদ রফিক, ইভান গঞ্জালেজ, চারালাম্বোস কিরিয়াকু, অঙ্কিত মুখার্জি, লালচুঙনুঙ্গা, জেরি লালরিনজুয়ালা, প্রীতম কুমার সিং, নবি হুসেন খান; মিডফিল্ডার- অমরজিৎ সিং কিয়াম, তুহীন দাস, আঙ্গুসানা ওয়াহেংবাম, অ্যালেক্স লিমা, শৌভিক চক্রবর্তী, জর্ডান ও’ডোহার্টি, মহেশ সিং নাওরেম, মোবাশির রহমান, অনিকেত যাদব, সুমিত পাসি, হিমাংশু জাঙরা; ফরোয়ার্ড- এলিয়ান্দ্রো, ক্লেটন সিলভা, সেম্বয় হাওকিপ, ভিপি সুহের।
দেখুন এটিকে মোহনবাগান স্কোয়াড-
গোলকিপার- বিশাল কয়েথ, অর্শ শেখ, দেবনাথ মন্ডল; ডিফেন্ডার- আশিস রাই, ব্রেন্ডান হ্যামিল, দীপক টাঙরি, ফ্লোরেন্তিন পোগবা, প্রীতম কোটাল, রবি রাণা, শুভাশিস বোস, সুমিত রাঠি; মিডফিল্ডার- অভিষেক সূর্যবংশী, কার্ল ম্যাকহিউ, ইঙ্গসন সিং, হুগো বুমৌস, জনি কাউকো, লালরিনলিয়ানা হ্নামতে, লেনি রড্রিগেজ, আশিক কুরুনিয়ান, রিকি সাবং; ফরোয়ার্ড- দিমিত্রিয়স পেট্রাটস, কিয়ান নাসিরি, লিস্টন কোলাসো, মনবীর সিং, মহম্মদ ফারদিন আলি মোল্লা।
ডার্বির সব টিকিট শেষ!
শনিবাসরীয় সন্ধ্যায় বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের গ্যালারিতে ৬০ হাজার ফুটবলপ্রেমীর ঢল নামবে এবং তাদের গগনচুম্বী শব্দব্রহ্মে মুখর হয়ে উঠবে শহরের আনাচ-কানাচ। দু’বছর ঘরের গ্যালারিতে বসে হিরো আইএসএলের ডার্বি দেখতে পাননি দুই দলের সমর্থকেরা। অভুক্ত ফুটবলপ্রেমীদের ভীড় যে শনিবার গ্যালারিতে উপছে পড়বেই, এই নিয়ে কোনও সন্দেহই নেই। দু’দিন আগেই ঘোষণা হয়ে গিয়েছে, বিক্রির জন্য আর একটিও টিকিট পড়ে নেই।
কলকাতা ডার্বি নিয়ে লাল-হলুদ কোচের চিন্তা-ভাবনা কী?
আমার কাছে সব ম্যাচই গুরুত্বপূর্ণ। তবে কলকাতা ডার্বি ভারতীয় ফুটবলের সবচেয়ে বড় ম্যাচ এবং বিশেষ ম্যাচ। এটিকে মোহনবাগানের বিরুদ্ধে ম্যাচ নিয়ে আমরা খুবই উত্তেজিত। ওরা ভাল দল। আমাদের পক্ষে ম্যাচটা কঠিন হবে। তবে আমরা পুরো তিন পয়েন্ট পাওয়ারই চেষ্টা করব। আমরা এখানে জিততেই এসেছি। ডার্বিতে ফর্মই শেষ কথা নয়। সারা সপ্তাহ ভাল প্রস্তুতি নিয়েছি আমরা। শনিবারের ম্যাচে তার প্রতিফলন নিশ্চয়ই দেখা যাবে।
ডার্বিতে নামার আগে কী বললেন ATK মোহনবাগানের কোচ?
আমি আমার দল নিয়েই বেশি ভাবি। কারণ, প্রতিপক্ষ কেমন, তা তো আর আমার হাতে নয়। প্রতিপক্ষ ভাল দল। ওদের ভাল ভাল খেলোয়াড় আছে। কিন্তু আমি নিজের দলের উন্নতি নিয়ে বেশি ভাবি। সামনে অনেক ম্যাচ আছে। এটাই এখন আমাদের লক্ষ্য। ছোটখাটো ব্যাপারগুলোতে আরও উন্নতি করতে হবে আমাদের। তবে প্রতিপক্ষদের নিয়ে বেশি চিন্তা করছি না।
এটিকে মোহনবাগানের আক্রমণ বনাম ইস্টবেঙ্গলের রক্ষণ!
এদিনের ম্যাচে এটিকে মোহনবাগানের আক্রমণের বিরুদ্ধে ইস্টবেঙ্গলের রক্ষণের লড়াই দেখা যেতে চলেছে বাংলার ফুটবল প্রেমীরা। মোহনবাগানের রক্ষণকে সাম্প্রতিক কালে দুর্বল মনে হয়েছে। একটানা আক্রমণ করেই রক্ষণের দুর্বলতা ঢেকে দিতে চাইছে তারা। অন্য দিকে, স্টিভন আবার রক্ষণ শক্তিশালী করে আক্রমণে উঠতে চাইবে। সমস্যা হল, রক্ষণ যে সব সময় তাঁকে ভরসা দিতে পারছে এমনটা নয়।
For all the latest Sports News Click Here