ATKMB ISL schedule: ২৯ অক্টোবর ডার্বি, রইল বাগানের আইএসএল সূচি
শুভব্রত মুখার্জি: আইএসএলের ইতিহাসে অন্যতম সেরা ফ্রাঞ্চাইজি এটিকে মোহনবাগান। আইএসএলের মঞ্চে তাদের ইতিহাসে রয়েছে বেশ কিছু সাফল্য। ফলে স্বাভাবিকভাবেই জুয়ান ফেরান্দোর ছেলেরা চাইবেন সেই ইতিহাসের পাতাতে নয়া এক অধ্যায় যোগ করতে। এমন আবহেই ঘোষণা করা হয়েছে আসন্ন মরশুমের আইএসএলের সূচি। যেখানে ২৯ অক্টোবর এটিকে মোহনবাগান আইএসএলে তাদের এই মরশুয়ের প্রথম ডার্বি খেলবে।
শিরোপা জয়কে লক্ষ্য করে সেই উদ্দেশ্যে ইতিমধ্যেই বেশ শক্তিশালী দল গড়েছে তারা। তারকা ফুটবলার পল পোগবার ভাই ফ্লোরেন্টিন পগবাকেও দলে নিয়েছে তারা। রয়েছে হুগো বুমোসের মতন অভিজ্ঞ তারকা ও। চলতি ডুরান্ডের প্রথম ম্যাচে হার এবং দ্বিতীয় ম্যাচে ড্রয়ের পরে তারা নিজেদেরকে গুছিয়ে নিয়েছে। পরপর দুই ম্যাচে পেয়েছে জয়। ডিফেন্সের ফাঁকফোকরগুলো ও মেরামতির কাজ চলছে। করোনার কারণে আইএসএলের গত ২টো মরসুম তাই হয়েছিল শুধুমাত্র গোয়াতেই। এ বার দেশের সব মাঠে অনুষ্ঠিত হতে চলেছে আইএসএল। আর নতুন মরশুমের শুরুটা যুবভারতীতেই হচ্ছে এটিকে মোহনবাগানের। গত মরশুমে সেমিফাইনালে হায়দরাবাদ এফসির কাছে হেরেছিল মোহনবাগান।
∆ আসুন একনজরে দেখে নেওয়া যাক আইএসএল ২০২২-২৩ এ এটিকে মোহনবাগানের সূচি
১) ১০ অক্টোবর, ২০২২:
বনাম চেন্নাইয়ান এফসি
(সন্ধ্যা ৭:৩০, কলকাতা,যুবভারতী ক্রীড়াঙ্গন)।
২) ১৬ অক্টোবর, ২০২২:
বনাম কেরালা ব্লাস্টার্স
(সন্ধ্যা ৭.৩০, কোচি, জওহরলাল নেহরু স্টেডিয়াম)।
৩) ২৯ অক্টোবর, ২০২২:
বনাম ইস্টবেঙ্গল
(সন্ধ্যা ৭:৩০, কলকাতা,যুবভারতী ক্রীড়াঙ্গন)।
৪) ৬ নভেম্বর, ২০২২:
বনাম মুম্বই সিটি এফসি
(সন্ধ্যা ৭.৩০, মুম্বই ফুটবল অ্যারেনা)।
৫) ১০ নভেম্বর, ২০২২:
বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি (সন্ধ্যা ৭.৩০, কলকাতা, যুবভারতী ক্রীড়াঙ্গন)।
৬) ২০ নভেম্বর, ২০২২:
বনাম এফসি গোয়া
(সন্ধ্যা ৭.৩০, গোয়া, জওহরলাল নেহরু স্টেডিয়াম)।
৭) ২৬ নভেম্বর, ২০২২:
বনাম হায়দরাবাদ এফসি (সন্ধ্যা ৭.৩০, কলকাতা, যুবভারতী ক্রীড়াঙ্গন)।
৮) ৩ ডিসেম্বর, ২০২২:
বনাম বেঙ্গালুরু এফসি (সন্ধ্যা ৭.৩০, বেঙ্গালুরু, কান্তিরাভা স্টেডিয়াম)।
৯) ৮ ডিসেম্বর, ২০২২:
বনাম জামশেদপুর এফসি
(সন্ধ্যা ৭.৩০, কলকাতা,যুবভারতী ক্রীড়াঙ্গন)।
১০) ১৫ ডিসেম্বর, ২০২২:
বনাম ওড়িশা এফসি বনাম (সন্ধ্যা ৭.৩০, ভুবনেশ্বর, কলিঙ্গ স্টেডিয়াম)।
১১) ২৪ ডিসেম্বর, ২০২২:
বনাম নর্থ ইস্ট ইউনাইটেড এফসি (সন্ধ্যা ৭.৩০, গুয়াহাটি, ইন্দিরা গান্ধী অ্যাথলেটিক স্টেডিয়াম)।
১২) ২৮ ডিসেম্বর, ২০২২:
বনাম এফসি গোয়া
(সন্ধ্যা ৭.৩০, কলকাতা, যুবভারতী ক্রীড়াঙ্গন)।
১৩) ১৪ জানুয়ারি, ২০২৩:
বনাম মুম্বই সিটি এফসি (সন্ধ্যা ৭.৩০, কলকাতা, যুবভারতী ক্রীড়াঙ্গন)।
১৪) ২১ জানুয়ারি, ২০২৩:
বনাম চেন্নাইয়ান এফসি
(সন্ধ্যা ৭.৩০, চেন্নাই, জওহরলাল নেহরু স্টেডিয়াম)।
১৫) ২৮ জানুয়ারি, ২০২৩:
বনাম ওড়িশা এফসি (সন্ধ্যা ৭.৩০, কলকাতা, যুবভারতী ক্রীড়াঙ্গন)।
১৬) ৫ ফেব্রুয়ারি, ২০২৩:
বনাম বেঙ্গালুরু এফসি
(সন্ধ্যা ৭.৩০, কলকাতা, যুবভারতী ক্রীড়াঙ্গন)।
১৭) ৯ ফেব্রুয়ারি, ২০২৩:
বনাম জামশেদপুর এফসি
(সন্ধ্যা ৭.৩০, জামশেদপুর, জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স)।
১৮) ১৪ ফেব্রুয়ারি, ২০২৩:
বনাম হায়দরাবাদ এফসি
(সন্ধ্যা ৭.৩০, হায়দরাবাদ, জিএমসি বালাযোগী অ্যাথলেটিক স্টেডিয়াম)।
১৯) ১৮ ফেব্রুয়ারি, ২০২৩:
বনাম কেরালা ব্লাস্টার্স এফসি (সন্ধ্যা ৭.৩০, কলকাতা,যুবভারতী ক্রীড়াঙ্গন)।
For all the latest Sports News Click Here