ATK MB vs Emami EB Live: দুই প্রধানের সম্মান রক্ষার লড়াই,ডার্বিতে এগিয়ে কোন দল?
লাইভ আপডেটস
Updated: 28 Aug 2022, 04:41 PM IST
- ডুরান্ড কাপে এটিকে মোহনবাগান এবং ইমামি ইস্টবেঙ্গল- দুই দলই জয়হীন। দুই দলেই একাধিক সমস্যা রয়েছে। ভালো ভাবে দলের প্রস্তুতিও হয়নি। অনেক প্রতিবন্ধকতা রয়েছে। তবে ডার্বির লড়াই যে সম্পূর্ণ আলাদা। প্রায় আড়াই বছর পর কলকাতায় ডার্বি ফিরছে। স্বাভাবিক ভাবেই উন্মাদনা তুঙ্গে।
এশিয়া কাপে ভারত-পাক মহারণকে ছাপিয়ে ডার্বি জ্বরে কাবু গোটা তিলোত্মা। তবে আফশোস শুধু একটাই, এই টুর্নামেন্টে শুরুটা ভালো হয়নি দুই প্রধানের। ডুরান্ড কাপের প্রথম দুই ম্যাচের মধ্যে এটিকে মোহনবাগান একটিতে হেরেছে এবং অন্য ম্যাচটি ড্র করেছে। আর ইমামি ইস্টবেঙ্গল দু’টি ম্য়াচই গোলশূন্য ড্র করেছে। ফলে মেগা ডার্বিতে জয় পেতে মরিয়া জুয়ান ফেরান্দো ও স্টিভেন কনস্টানটাইনের দল।
শেষ মুহূর্তের প্রস্তুতি
শেষ মুহূর্তে স্টিফেনের টিপস
টিকিটের জন্য হাহাকার
যুবভারতীয় বাইরে টিকিটের জন্য হাহাকার করছে মানুষ। একটা টিকিট পাওয়ার জন্য কান্নাকাটি জুড়েছে দুই প্রধানের সমর্থকেরা। স্টেডিয়াম বিকেল ৪টে থেকে খুলেছে। ধীরে ধীরে দর্শকেরা স্টেডিয়ামের ভিতর প্রবেশ করছে। এমন কী জানা গিয়েছে রাজ্যের বিভিন্ন জায়গা থেকে আসা সমর্থকদের কোন কোন ক্ষেত্রে বাধ্য হয়েই ৫০ টাকার টিকিট কিনতে হয়েছে ৫০০ টাকায়।
ডুরান্ড ডার্বিতে এগিয়ে কারা?
ডার্বিতে কোনও দলকেই সে ভাবে এগিয়ে রাখা যায় না। তবে আগের পারফরম্যান্সের বিচারে খাতায়-কলমে বা ধারে-ভারে কোনও না কোনও দল ঠিকই এগিয়ে থাকে। এ বারও রয়েছে। ডার্বির আগে দুই দলই জয়হীন। এটিকে মোহনবাগান প্রথম ম্যাচে হারার পর দ্বিতীয় ম্যাচে ড্র করেছে। ইমামি ইস্টবেঙ্গল দু’টি ম্যাচেই ড্র করেছে। এ তো গেল পরিসংখ্যান। ধারে-ভারে এগিয়ে থাকার কথা বললে নিঃসন্দেহে সবুজ-মেরুনকেই ধরতে হবে। তবে পাল্টা টক্কর দেবে লাল-হলুদও।
ডার্বির পরিসংখ্যানে এগিয়ে লাল-হলুদ, তবে শেষ পাঁচ ডার্বি সবুজ-মেরুনের
ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে পরস্পরের মুখোমুখি হয়েছে ৩৮২টি ম্যাচে। তার মধ্যে লাল হলুদের জয় ১৩৪টিতে, মোহনবাগানের জয় ১২১টিতে। ১২৫টি ড্র। এর মধ্যে ডুরান্ড কাপে ইস্টবেঙ্গল ও মোহনবাগান পরস্পরের মুখোমুখি হয়েছে ১৯টি ম্যাচে। তার মধ্যে আটটিতে জয় ইস্টবেঙ্গলের। ৬টিতে জিতেছে মোহনবাগান। ড্র হয়েছে ৫টি ম্যাচ।
এ ছাড়া আইএসএলে চার বারই এসসি ইস্টবেঙ্গলকে হারিয়েছে এটিকে মোহনবাগান। জাতীয় লিগ ও আই লিগে সামগ্রিক দ্বৈরথের নিরিখে ৪৫টি সাক্ষাতে লাল হলুদের জয় ১৭টিতে, ১৫টিতে জিতেছে মোহনবাগান, ১৩টি ড্র। ফেডারেশন কাপে ২২টি ম্যাচে ৮টিতে জিতেছে ইস্টবেঙ্গল, ৬টিতে মোহনবাগান, ড্র হয়েছে ৮টি ম্যাচ। কলকাতা ফুটবল লিগে ১৬০টি ম্যাচের মধ্যে ৫৩টিতে লাল হলুদের জয় এসেছে, ৪৭টিতে জিতেছে মোহনবাগান, ড্র হয়েছে ৬০টি বড় ম্যাচ। আইএফএ শিল্ডে ৪১টি দ্বৈরথে ইস্টবেঙ্গল জিতেছে ২১টিতে, মোহনবাগানের জয় এসেছে ৭টি ম্যাচে, ১৩টি ম্যাচ ড্র।
সবুজ-মেরুনের প্রস্তুতিতে গোলের মুখ খোলার উপর জোর
শেষ পাঁচটি ডার্বিতে জিতেছে সবুজ মেরুন। ডার্বি জয়ের ধারাবাহিকতা বজায় থাকলেও, এ বার ডুরান্ড কাপের শুরুটা মোটেও ভালো করেনি এটিকে মোহনবাগান। যা চিন্তায় রেখেছে সবুজ-মেরুনের কোচ জুয়ান ফেরান্দোকে। প্রচুর গোল নষ্টের খেসারত দিতে হচ্ছে মেরিনার্সদের। শনিবার ক্লোজ ডোর অনুশীলন করে ফেরান্দো ব্রিগেড। আর এ দিনের অনুশীলনে আগের ম্যাচের ভুলগুলো শোধরানোর দিকে নজর দিয়েছিলেন স্প্যানিশ কোচ। ছোট ছোট চারটি গোলপোস্ট নিয়ে গোলের মুখ খোলার কৌশল প্র্যাক্টিসে জোর দিয়েছিলেন ফেরান্দো। হাতে কলমেও জনি কাউকো, লিস্টন কোলাসো, মনবীর সিংদের বুঝিয়ে দেন ফেরান্দো। পাশাপাশি সেট পিসের অনুশীলনও করান।
অনুশীলন ছাড়াই ডার্বি খেলতে নামছে ইস্টবেঙ্গল
ডার্বির আগের দিনই লাল-হলুদের প্র্যাক্টিস পণ্ড করল বৃষ্টি। শনিবার দুপুর আড়াইটে থেকে ক্লোজডোর অনুশীলন ছিল লাল-হলুদেরও। সমর্থকরা ক্লাব-তাঁবু এবং টিকিট কাউন্টারের সামনে ভিড় জমালেও, মাঠমুখো হওয়ার সুযোগ পাননি। তবে বৃষ্টিতে সবটাই গেল ভেস্তে। বৃষ্টি থামার জন্য স্টিফেন অবশ্য প্রায় ঘণ্টা খানেক অপেক্ষা করেছিলেন। কিন্তু বৃষ্টি থামার কোনও লক্ষণ না দেখে প্র্যাক্টিস বাতিলের সিদ্ধান্ত নেন তিনি। স্বভাবতই অনুশীলন ছাড়াই এটিকে মোহনবাগানের বিরুদ্ধে হাইভোল্টেজ ডার্বি খেলতে নামছে ইস্টবেঙ্গল।
For all the latest Sports News Click Here