ATK MB-তে ফের ফিরলেন সঞ্জয় সেন, কোন পদে জানেন?
আরও এক বার এটিকে মোহনবাগানের সঙ্গে যুক্ত হলেন সঞ্জয় সেন। এর আগেও হেড কোচ অ্যান্টোনিও লোপেজ হাবাসের সময় সহকারী কোচের দায়িত্ব পালন করেছেন তিনি। তবে এবার এলেন অন্য দায়িত্বে। হেড অফ ইউথ ডেভেলপমেন্ট হিসাবে এবার থেকে যুব ফুটবল দলের দায়িত্ব সামলাবেন সঞ্জয় সেন। শনিবার এমনটাই জানিয়ে দেওয়া হল এটিকে মোহনবাগানের পক্ষ থেকে।
আইএসএলের অন্যতম শক্তিশালী ক্লাব এটিকে মোহনবাগান। সিনিয়র দলকে শক্তিশালী করার পাশাপাশি এবার নিজেদের ইয়ুথ সিস্টেমকে সমান শক্তিশালী করতে চলেছে সবুজ মেরুণ ব্রিগেড। সেই প্রক্রিয়াকেই আরও ভাল ভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এবার সবুজ-মেরুন শিবিরে ফেরানো হল সঞ্জয় সেনকে। এটিকে মোহনবাগানের হেড অফ ইউথ ডেভেলপমেন্ট হিসাবে নিযুক্ত হলেন তিনি।
এই দায়িত্ব নিয়ে সঞ্জয় সেন এটিকে মোহনবাগানের মিডিয়া টিমকে বলেন, “যুব দল তৈরির উদ্দেশ্যে এটিকে মোহনবাগানের এই ভাবনার সঙ্গে যুক্ত হতে পেরে ভাল লাগছে। বাংলার ফুটবলের উন্নতির জন্য এটা দারুণ পদক্ষেপ। আমি চাই প্রীতম, শুভাশিস বসু, প্রণয় হালদারদের মত আরও ফুটবলার তুলে আনতে। যারা পরবর্তীকালে সিনিয়র টিমকে সাহায্য করবে। বাংলার ফুটবলের মুখ উজ্জ্বল করবে।”
এটিকে মোহনবাগান যুব দলের জন্য ইতিমধ্যে তিনটি বয়স ভিত্তিক দলের ট্রায়াল নেওয়া হয়েছে। ট্রায়াল থেকে ভাল মানের যুব ফুটবলার বাছাই পর্বের কাজও শুরু হয়ে গিয়েছে। এই গুরুত্বপূর্ণ কাজের জন্য ক্লাবের তরফে স্প্যানিশ কোচ যোশেফ মারিয়া রোমা গিলবার্টকে দায়িত্ব দেওয়া হয়েছে। খবর অনুযায়ী, তিনি ইতিমধ্যেই কলকাতায় এসে তাঁর কাজ শুরু করে দিয়েছেন। যুব দল তৈরি করার বিষয় যোশেফকে সাহায্য করবেন সঞ্জয় সেন।
For all the latest Sports News Click Here