ATK MB-কে চ্যালেঞ্জ জানিয়ে বেঙ্গালুরুতে এফসি-তে যোগ দিতে চলেছেন রয় কৃষ্ণ
এই মরশুমে কোথায় সই করবেন রয় কৃষ্ণ, তা নিয়ে তীব্র জল্পনা চলছিল। জানা গিয়েছে, অন্য কোথাও নয়, বেঙ্গালুরু এফসি-তে সই করতে চলেছেন রয়। তাঁর খুব প্রিয় সতীর্থ প্রবীর দাস, জাভি হার্নান্ডেজদের দেখানো পথেই হাঁটছেন রয়।
গত কয়েক মরশুম ধরে খুব একটা ভালো ছন্দে নেই বেঙ্গালুরু এফসি। এ বার ট্রফি জয়ের লক্ষ্যে অভিজ্ঞ প্লেয়ারদের দলে নিয়ে বাজিমাত করতে চাইছে তারা। সেই লক্ষ্যেই টিম গড়ছে বেঙ্গালুরু। রয় কৃষ্ণকে সই করিয়ে নিঃসন্দেহে নিজেদের শক্তি বাড়াল সুনীল ছেত্রীদের টিম। যদি রয় তাঁর পুরনো ছন্দে থাকে, সে ক্ষেত্রে বড় প্লাস পয়েন্ট হবে বেঙ্গালুরুর।
আরও পড়ুন: গত বার ইস্টবেঙ্গলে সে ভাবে নজর কাড়েননি, ভাগ্য ফেরাতে নর্থ-ইস্টে পাড়ি অরিন্দমের
সবুজ-মেরুন ছাড়ার পর প্রথমে শোনা গিয়েছিল ফের নিজের পুরনো ক্লাব ওয়েলিংটন ফোনেক্সে ফিরতে পারেন রয় কৃষ্ণ। পাশাপাশি ইস্টবেঙ্গল, হায়দরাবাদ এফসি, মুম্বই সিটি এফসি, নর্থ-ইস্ট ইউনাইটেডের নামও উঠে এসেছিল। তবে এখন জানা গিয়েছে, তিনি এটিকে মোহনবাগানকে চ্যালেঞ্জ জানিয়ে বেঙ্গালুরুতেই যাচ্ছেন।
আরও পড়ুন: রয়ের পরিবর্ত হিসেবে ব্রাজিলের ফুটবলারকে নিতে চলেছে ATK MB? ময়দানে জোর জল্পনা
গত মরশুমে রয় কৃষ্ণর পারফরম্যান্স আহামরি কিছু ছিল না। তবে এই স্ট্রাইকারের গোল করার দক্ষতা সব সময়ই সকলকে মুগ্ধ করেছে। এটিকে মোহনবাগান দলের কোচ পরিবর্তন হয়েছে। ফলে স্ট্র্যাটেজিও বদলে গিয়েছে। আন্তোনিও লোপেজ হাবাসের জায়গায় এসেছেন জুয়ান ফেরান্দো। তাঁর স্ট্র্যাটেজির সঙ্গে রয় খাপ খাচ্ছেন না, সেই যুক্তিতে ছেড়ে দেওয়া হয়েছে। তবে আসল খবর, গত মরশুমে হতাশাজনক পারফরম্যান্স করায় এমনিতেই রয়কে ছেড় দিত সবুজ-মেরুন কর্তৃপক্ষ।
For all the latest Sports News Click Here