Asur 2: একের পর এক খুন, সূত্র একটা মুখোশ! আসছে আরশাদ-বরুণের অসুরের নয়া সিজন
পুরাণ আর সাইকোলজিক্যাল থ্রিলারের মিশেলে তৈরি ‘অসুর’-এর সিকুয়েল নিয়ে হাজির আরশাদ ওয়ারসি-বরুণ সোবতিরা। হ্য়াঁ, ফের একবার ধনঞ্জয় রাজপুত হয়ে ফিরছেন আরশাদ। জিও সিনেমা অরিজিন্যালসের এই সিরিজের টিজার মুক্তি পেল বুধবার।
টিজারের প্রতিটা ফ্রেমেই টানটান উত্তেজনা। শুরুতেই একটি ভয়েস ওভার শোনা যায়, ‘এই দুনিয়ার প্রয়োজন একটা নতুন অর্ডার’। পর মুহূর্তেই একজনের মাথায় বন্দুক দেগে আরশাদের ঘোষণা, ‘তোমাকে তোমার ভগবানের কাছে জবাবদিহি করতে হবে, তবে আমি কারুর কাছে জবাব দিতে বাধ্য নই’। এই ক্রাইম থ্রিলারে আরও এক সিরিয়াল কিলারের গল্প উঠে আসবে, সেই ঝলকই ১ মিনিটের টিজারে ধরা পড়ল। কেমনভাবে পরিস্থিতির দায়ে এক বালক ‘অসুর’ হয়ে উঠবে সেই নিয়েই এগোবে গল্প। মুখোশের আড়ালে থাকা সেই অসুরের স্বরূপ উদ্ঘাটনের কাহিনি এইবার কতটা রোমাঞ্চকর হবে? তা দেখতে মুখিয়ে দর্শক। পাশাপাশি নিখিল নায়ার (বরুণ সোবতি) আর ধনঞ্জয়ের রসায়নও ফের নজর কাড়ল। ভুল বোঝাবুঝি ভুলে অসুরকে রুখতে একজোট হবেন তাঁরা? সিরিয়াল কিলারের হাত থেকে দুনিয়াকে বাঁচাতে সফল হবে তাঁরা? সেই রহস্য ঘিরেই এই সিরিজ। তবে ধনঞ্জয়ের অতীতেও রয়েছে রহস্যজট, সেই ইঙ্গিত ফের একবার মিলল ‘অসুর ২’-এর টিজারে। শেষলগ্নে বরুণ সোবতির মুখে শোনা গেল সংলাপ, ‘বহু বছর আগে আমি একটা ভুল করেছিলাম, আপনাকে আটকাইনি। এবার আর সেই ভুল হবে না। এই পৃথিবীতে আরেকটা অসুরের দরকার নেই’।
অনি সেন পরিচালিত অসুরের সিজন ১ মুক্তি (২০২০) পেয়েছিল ওটিটি প্ল্যাটফর্ম VOOT-এ। এই সিরিজের সঙ্গেই ওটিটির দুনিয়ায় আত্মপ্রকাশ করেছিলেন ‘মুন্নাভাই’-এর সার্কিট। বলিউডে একাধিক হিট ছবিতে কাজ করেছেন আরশাদ ওয়ারসি, তবে দর্শক তাঁকে সবচেয়ে বেশি মনে রেখেছে রাজ কুমার হিরানির ‘মুন্নাভাই এমবিবিএস’ এবং ‘লগে রহো মুন্নাভাই’- ছবির সার্কিট চরিত্রের জন্য।
অসুর ২-তে আরশাদ-বরুণ ছাড়াও থাকছেন ঋদ্ধি ডোগরা, অনুপ্রিয়া গোয়েঙ্কা, গৌরব আরোরা, মিয়াং চ্যাং-সহ আরও অনেকে। ১লা জুন জিও সিনেমা-তে স্ট্রিমিং শুরু হবে এই সিরিজের।
For all the latest entertainment News Click Here