Ask SRK: পাঠান-এ শাহরুখ উড়েছে আকাশে, বাবাকে ওভাবে দেখে কী বলেছে খুদে আব্রাম?
বৃহস্পতিবার টুইটারে ‘Ask SRK’ করেছিলেন ‘পাঠান’ শাহরুখ খান। লিখেছিলেন, ‘১০ মিনিটের একটা ASK SRK সেশন করব। তারপর বাচ্চাদের সঙ্গে পিঠু (লাগোরি) খেলতে যেতে হবে।’ ব্যস আর কী, লেগে যায় প্রশ্নের বন্যা! তার মধ্যে বেশ কিছু প্রশ্নের জবাব দিয়েছেন কিং খান।
এক জনৈক টুইটারে শাহরুখকে প্রশ্ন করেন, ‘পাঠানের ট্রেলার দেখে বাড়ির লোকের প্রতিক্রিয়া?’ আর তাঁর জবাবে অভিনেতা লেখেন, ‘বাড়ির ছোট সদস্যের জেট প্যাক সিকোয়েন্স সবচেয়ে ভালো লেগেছে। ভাবছে আমি আলাদা কোনও দুনিয়ায় চলে যাব।’
শাহরুখের ছোট ছেলে আব্রামকে নিয়ে এই জবাব বেশ মনে ধরেছে নেট-নাগরিকদের। একজন লিখেছেন, ‘ছোটদের দুনিয়াটাই এরকম মজাদার হয়। খুব মনে পড়ে ওই সময়টা।’ অপরজন লিখেছেন, ‘না না বেবি, তোমার বাবা কোথাও যাবে না তোমাকে ছাড়া। কিউট আব্রাম।’ ২০১৩-র মে মাসে জন্ম হয়েছিল আব্রামের। শাহরুখ-গৌরীর অপর দুই সন্তান আরিয়ান আর সুহানা।
প্রসঙ্গত, ট্রেলারে শাহরুখকে এই দৃশ্য দেখিয়ে জমিয়ে হয়েছে ট্রোলিং। অবাস্তবতা নিয়ে প্রশ্নও উঠেছে। তাতে আর কী, আব্রামের কাছে তো বাবা রিয়েল হিরো! সিদ্ধার্থ আনন্দের পরিচালনায় মুক্তি পাবে পাঠান ২৫ জানুয়ারি। মঙ্গলবার মুক্তি পেয়েছে সিনেমার ট্রেলার। এবং ইতিমধ্যেই তা ভালো সাড়া ফেলে দিয়েছে। ছবি নিয়ে আশাবাদী দর্শকরা, বিশেষ করে শাহরুখ-ভক্তরা। এক তো প্রায় পাঁচ বছর পর পরদায় ফিরছেন শারুখ খান। তারওপর ওরকম অ্যাকশন প্যাকড জমজমাটি ট্রেলার।
ট্রেলারে দেখা গিয়েছে সন্ত্রাসবাদী জনের নিশানায় ভারত। ‘রেড ফ্ল্যাগ’ জারি হতেই দেশকে রক্ষা করতে ‘পাঠান’-এর স্মরণাপন্ন ডিম্পল কাপাডিয়া। ‘বনবাস’ কাটিয়ে পাঠান ফিরল নিজ মেজাজে। এই ছবিতে গুপ্তচরের ভূমিকায় রয়েছেন শাহরুখ, যে দেশের জন্য জীবন দিতেও পারে আর নিতেও পারে। শাহরুখকে সাহায্য করছে দীপিকা। ২৫ জানুয়ারি মুক্তি পাবে পাঠান।
For all the latest entertainment News Click Here