Asian championship-এ ভালো ফল করে বিশ্ব মিটের টিকিট পেলেন ভারতীয় অ্যাথলিটরা
শুভব্রত মুখার্জি: থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে শুরু হয়েছে এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আসর। সেই আসর থেকেই ভারতীয় ক্রীড়াপ্রেমীদের জন্য এল সুখবর। বুধবার থেকে শুরু হয়েছে এই টুর্নামেন্ট। পাঁচ দিন ব্যাপী এই টুর্নামেন্টে দুরন্ত ফর্মে রয়েছেন ভারতীয় অ্যাথলিটরা। ইতিমধ্যেই ভারতের ঝুলিতে এসে গিয়েছে পাঁচ পাঁচটি সোনা। শুক্রবার টুর্নামেন্টে নজির গড়েছেন জ্যোতি ইয়াররাজি। শটপাটেও সোনা জিতেছেন তাজিন্দরপাল সিং তুর। সব থেকে তাক লাগানো পারফরম্যান্স করেছেন স্টিপলচেসে পায়েল। ৩০০০ মিটারে সোনা জিতেছেন তিনি। সোনা জয় হোক বা পদক জয় ভারতের ক্রীড়াবিদদের আনন্দ দ্বিগুণ করেছে পদকের পাশাপাশি বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের টিকিট নিশ্চিত হওয়া। জ্যোতি, আবদুল্লা আবুবকর, অজয় এবং তাজিন্দর পালরা সকলেই নিশ্চিত করেছেন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের টিকিট।
মহিলাদের ১০০ মিটার হার্ডেলসে টুর্নামেন্টে ভারতের হয়ে প্রথম সোনা জয় নিশ্চিত করেন জ্যোতি। ভারতীয় অ্যাথলেটিক্সের ইতিহাসে এশিয়ান চ্যাম্পিয়নশিপে প্রথম ভারতীয় হিসেবে ১০০ মিটার হার্ডেলেসে সোনা জয়ের নজির গড়লেন তিনি। এই মুহূর্তে এশিয়ান রেকর্ডের অধিকারীও তিনি। পাশাপাশি ২০০ মিটারেও লড়াই করবেন তিনি। পাশাপাশি পুরুষদের ট্রিপল জাম্পে সোনা জিতেছেন ভারতের আবদুল্লা আবুবকর। এই সোনা জয়ের ফলে তিনিও পেয়ে গিয়েছেন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ফাইনালের টিকিট। অন্যদিকে পুরুষদের ১৫০০ মিটারে সোনা জিতে বিশ্ব অ্যাথলেটিক্সের টিকিট নিশ্চিত করেছেন অজয় কুমার সরোজ।
২০১৮ এশিয়ান গেমস, ২০১৯ এশিয়ান চ্যাম্পিয়নশিপ, ২০২৩ এশিয়ান ইন্ডোর চ্যাম্পিয়নশিপের পর এবার ২০২৩ এশিয়ান চ্যাম্পিয়নশিপেও শটপাটে সোনা জিতলেন তাজিন্দরপাল সিং তুর। অন্যদিকে মহিলাদের ৩০০০ মিটার স্টিপলচেসে প্রথম ভারতীয় মহিলা হিসেবে সোনা জয়ের নজির গড়লেন পায়েল চৌধুরী। এই মরশুমে এটি পায়েল চৌধুরীর দ্বিতীয় সোনা জয়। মে মাসে আমেরিকাতে এনওয়াইসি ট্র্যাক নাইটেও সোনা জিতেছিলেন তিনি। অন্যদিকে মহিলাদের লংজাম্পে এদিন সিনিয়র পর্যায়ে নিজের প্রথম পদক জিতলেন শালিনি সিং। মহিলাদের লংজাম্পে এদিন ৬.৫০ মিটার লাফিয়ে রুপো জেতেন তিনি। তৃতীয় দিনের প্রতিযোগিতা শেষে পদক তালিকায় তিন নম্বরে রয়েছে ভারত। তাদের ঝুলিতে রয়েছে ৫ টি সোনা, একটি রুপো এবং তিনটি ব্রোঞ্জ। ফলে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ৯।
For all the latest Sports News Click Here