Asia Cup 2023: UAE তে ম্যাচ আয়োজনের ইঙ্গিত! তাহলে কি পাকিস্তানে যাবে না ভারত?
এশিয়া কাপ নিয়ে চলতি অচলাবস্থার মধ্যেই বড় সিদ্ধান্ত নিতে চলেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যদিও আসন্ন এশিয়া কাপের আয়োজন করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে পাকিস্তান তার মাঝে ভারতকে সংযুক্ত আরব আমির শাহিতে তাদের ম্যাচ খেলার প্রস্তাব দেওয়া হতে পারে বলে শোনা যাচ্ছে। পাকিস্তান ক্রিকেট বোর্ড সূত্র এ তথ্য জানন হয়েছে। এমন পরিস্থিতিতে ভারত ফাইনালে উঠলে ফাইনালও হবে সংযুক্ত আরব আমির শাহিতে।
গত ৪ ফেব্রুয়ারি বাহরাইনে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়ে ছিল। এর আগে, এসিসি তাঁর সময়সূচী প্রকাশ করেছিল যাতে পাকিস্তানকে টুর্নামেন্টের আয়োজক হিসাবে উল্লেখ করা হয়নি। মিডিয়ার সঙ্গে আলাপকালে, পিসিবি প্রধান নাজাম শেঠি বলেছেন যে আগামী মাসে আইসিসির বৈঠকের ফাঁকে এই বিষয়ে আরও আলোচনা হবে কারণ এখনও এই সমস্যার সমাধান হয়নি।
আরও পড়ুন… Rajasthan Royals-এ বড় ধাক্কা! চোটের জন্য IPL 2023 থেকে ছিটকে গেলেন ১০ কোটির বোলার
নাজাম শেঠি বলেন, বৈঠকে কী হয়েছে সে বিষয়ে আমি কী বলব। কোন সমাধান পাওয়া যায়নি। তবে, বিশ্বস্ত সূত্র জানিয়েছে যে পাকিস্তান টুর্নামেন্টের আয়োজক অব্যাহত রাখবে এমন সম্ভাবনা রয়েছে, তবে কিছু ম্যাচ সংযুক্ত আরব আমির শাহিতে অনুষ্ঠিত হবে বলে শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে ভারত তাদের সমস্ত ম্যাচ সংযুক্ত আরব আমির শাহিতেই খেলবে। ভারত ফাইনালে উঠলে ফাইনালও হবে সেখানে। এশিয়া কাপ এই বছরের সেপ্টেম্বরে পাকিস্তানে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও বিসিসিআই সচিব তথা এসিসি প্রধান জয় শাহ গত বছরের অক্টোবরে বলেছিলেন যে ভারতীয় দল পাকিস্তানে এশিয়া কাপ খেলতে যাবে না।
এদিকে ভারতীয় দলকে পাকিস্তানে যেতে না দেওয়ার সিদ্ধান্তে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) সিদ্ধান্ত নিয়ে বিবৃতি দিয়েছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ও নির্বাচক শাহিদ আফ্রিদি। আফ্রিদি বলেছেন, কেউ নিজের পায়ে দাঁড়াতে না পারলে এমন সিদ্ধান্ত নেওয়া সহজ নয়। তাদের অনেক কিছু দেখতে হয়। ভারত যদি এমন কঠোর অবস্থান নেয়, তাহলে তারা নিজেদেরকে এত শক্তিশালী করে তুলেছে, সে কারণেই তারা এভাবে কথা বলতে পারছে। তা না হলে তাদের সাহস হতো না। শেষ পর্যন্ত, নিজেকে শক্তিশালী করা এবং তারপর সিদ্ধান্ত নেওয়া আপনার উপর নির্ভর করে।
আরও পড়ুন… বয়স আর ফিটনেস নিয়ে প্রশ্ন উঠতেই শাহরুখ খানের ‘পাঠান’-কে টানলেন শোয়েব মালিক
আফ্রিদি আরও বলেন, ‘আমি জানি না, ভারত কি এশিয়া কাপের জন্য পাকিস্তান সফর করবে? আমরা কি ভারতের ওয়ানডে বিশ্বকাপ বয়কট করব? কিন্তু আমাদের কোনও না কোনও একটা সিদ্ধান্ত নিতে হবে। এক্ষেত্রে আইসিসির ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, তাদের এগিয়ে আসা উচিত, তবে আমি যদি বলি যে বিসিসিআই-এর সামনে আইসিসিও কিছু করতে পারবে না, তাহলে ভুল হবে না।’
পাকিস্তান এবং ভারত দ্বিপাক্ষিক ক্রিকেট খেলে না এবং দুই দেশের মধ্যে উত্তেজনাপূর্ণ পরিস্থিতির কারণে ২০১৩ সাল থেকে শুধুমাত্র বৈশ্বিক টুর্নামেন্ট বা বহু-দলীয় ইভেন্টে মিলিত হয়েছে। ভারতের শেষ পাকিস্তান সফর গিয়ে ছিল ২০০৮ এশিয়া কাপের সময়ে। যেখানে পাকিস্তানের শেষ ভারত সফর ছিল ২০১৬ আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সময়ে। অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এ উভয় দলই শেষবার একে অপরের সঙ্গে খেলেছিল।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here