Asia Cup 2022 Final Live: প্রথম ওভারেই মেন্ডিসের স্টাম্প ছিটকে দিলেন নাসিম শাহ
লাইভ আপডেটস
Updated: 11 Sep 2022, 07:33 PM IST
- পাকিস্তান দলে ফেরাল শাদব খান ও নাসিম শাহকে। টস জিতে শ্রীলঙ্কাকে শুরুতে ব্যাট করতে পাঠান বাবর আজম।
শুরুতেই আফগানিস্তানের কাছে হার। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে শ্রীলঙ্কা এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেয়। সুপার ফোরে তারা হারায় আফগানিস্তান, ভারত ও পাকিস্তানকে। তার আগে গ্রুপের ম্যাচে বাংলাদেশকে পরাজিত করেন দাসুন শানাকারা। অন্যদিকে পাকিস্তান ভারতের বিরুদ্ধে হার দিয়ে অভিযান শুরু করে। পরে হংকংকে হারিয়ে সুপার ফোরে প্রবেশ করে তারা। সুপার ফোরে ভারত ও আফগানিস্তানকে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেন বাবর আজমরা। এখন দেখার যে খেতাবি লড়াইয়ে কোন দল বাজিমাত করে।
আগ্রাসী শুরু ডি’সিলভার
দ্বিতীয় ওভারে মহম্মদ হাসনাইনের বলে ২টি চার মারেন ডি’সিলভা।
মেন্ডিসের স্টাম্প ছিটকে দিলেন নাসিম
প্রথম ওভারের তৃতীয় বলে কুশল মেন্ডিসের স্টাম্প ছিটকে দেন নাসিম শাহ। গোল্ডেন ডাকে বোল্ড হয়ে মাঠ ছাড়েন মেন্ডিস। শ্রীলঙ্কা ২ রানে ১ উইকেট হারায়। ব্যাট করতে নামেন ধনঞ্জয়া ডি’সিলভা। প্রথম ওভারে ৪ রান ওঠে। ১টি উইকেট হারায় শ্রীলঙ্কা।
মেন্ডিসকে সঙ্গে নিয়ে ওপেনে নিশঙ্কা
কুশল মেন্ডিসকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন পাথুম নিশঙ্কা। বোলিং শুরু করেন নাসিম শাহ। শুরুতেই ওয়াইড বল করেন নাসিম। দ্বিতীয় বলে ১ রান নেন নিশঙ্কা।
শ্রীলঙ্কার প্রথম একাদশ
কুশল মেন্ডিস (উইকেটকিপার), পাথুম নিশঙ্কা, ধনঞ্জয়া ডি’সিলভা, দনুষ্কা গুণতিলকে, দাসুন শানাকা (ক্যাপ্টেন), ভানুকা রাজাপক্ষে, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকসানা, প্রমোদ মদুশান ও দিলশান মদুশঙ্কা।
পাকিস্তানের প্রথম একাদশ
বাবর আজম (ক্যাপ্টেন), মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফখর জামান, ইফতিকার আহমেদ, খুশদিল শাহ, শাদব খান, আসিফ আলি, মহম্মদ নওয়াজ, নাসিম শাহ, হ্য়ারিস রউফ ও মহম্মদ হাসনাইন।
জোড়া বদল পাকিস্তান দলে
আগেই ফাইনালে উঠে যাওয়ায় সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তান নাসিম শাহ ও শাদব খানকে বিশ্রাম দিয়েছিল। তবে খেতাবি লড়াইয়ে তারা দলে ফেরায় দুই তারকাকে। বাদ পড়েন হাসান আলি ও উসমান কাদির। শ্রীলঙ্কা অবশ্য অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামার সিদ্ধান্ত নেয়।
টস জিতলেন বাবর
টস জিতলে ম্যাচ জিত, চলতি এশিয়া কাপে কার্যত এমন ছবিই দেখা গিয়েছে। সেই নিরিখে ফাইনালে পাকিস্তান শুরুতেই মানসিকভাবে এগিয়ে রইল। কেননা বাবর আজম ফাইনালে টস জিতলেন। তিনি প্রত্যাশা মতোই শুরুতে ব্যাট করার আমন্ত্রণ জানান শ্রীলঙ্কাকে। দাসুন শানাকা জানালেন যে, টস জিতলে তিনিও শুরুতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিতেন।
সুপার ফোরে মুখোমুখি লড়াইয়ের ফলাফল
সুপার ফোরের শেষ ম্যাচে পাকিস্তানকে ৫ উইকেটে পরাজিত করে শ্রীলঙ্কা। শুরুতে ব্যাট করে পাকিস্তান ১২১ রানে অল-আউট হয়ে যায়। ৩০ রান করেন বাবর আজম। ৩টি উইকেট নেন হাসারাঙ্গা। পালটা ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৫ উইকেটে ১২৪ রান তুলে ম্যাচ জিতে যায়। ৫৫ রান করেন পাথুম নিশঙ্কা।
এশিয়া কাপে পাকিস্তানের সার্বিক পারফর্ম্যান্স
পাকিস্তান এখনও পর্যন্ত ২ বার এশিয়া কাপের খেতাব হাতে তুলেছে। তারা চ্যাম্পিয়ন হয় ২০০০ ও ২০১২ সালে। এছাড়া পাকিস্তান রানার্স হয় ১৯৮৬ ও ২০১৪ সালে।
এশিয়া কাপে শ্রীলঙ্কার সার্বিক পারফর্ম্যান্স
চলতি মরশুমের আগে পর্যন্ত এশিয়া কাপে শ্রীলঙ্কা মোট ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে। তারা খেতাব জিতেছে ১৯৮৬, ১৯৯৭, ২০০৪, ২০০৮ ও ২০১৪ সালে। এছাড়া তারা রানার্স হয়েছে ১৯৮৪, ১৯৮৮, ১৯৯০-৯১, ১৯৯৫, ২০০০ ও ২০১০ সালে।
কোন পথে ফাইনালে পাকিস্তান
১. গ্রুপের ম্যাচে ভারতের কাছে হেরে যায়।
২. গ্রপের ম্যাচে হংকংয়ে পারিজত করে।
৩. সুপার ফোরের ম্যাচে ভারতকে হারিয়ে দেয়।
৪. সুপার ফোরের ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে জয় তুলে নেয়।
৫. সুপার ফোরের ম্যাচে শ্রীলঙ্কার কাছে পরাজিত হয়।
কোন পথে ফাইনালে শ্রীলঙ্কা
১. গ্রুপের ম্য়াচে আফগানিস্তানের কাছে পরাজিত হয়।
২. গ্রুপের ম্যাচে বাংলাদেশকে হারিয়ে দেয়।
৩. সুপার ফোরের ম্যাচে আফগানিস্তানকে হারায়।
৪. সুপার ফোরের ম্যাচে ভারতকে পরাজিত করে।
৫. সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে জয় তুলে নেয়।
এই নিয়ে চারবার ফাইনালে মুখোমুখি দু’দল
এই নিয়ে মোট চারবার এশিয়া কাপের ফাইনালে মুখোমুখি হচ্ছে শ্রীলঙ্কা ও পাকিস্তান। আগের তিনটি ফাইনালের মধ্যে ২ বার জিতেছে শ্রীলঙ্কা। ১ বার জয় তুলে নিয়েছে পাকিস্তান।
১. ১৯৮৬ সালের ফাইনালে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় শ্রীলঙ্কা।
২. ২০০০ সালে ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে খেতাব জেতে পাকিস্তান।
৩. ২০১৪ সালে ফাইনালে পাকিস্তানকে হারিয়ে ট্রফি হাতে তোলে দ্বীপরাষ্ট্র।
বিস্তারিত পড়ুন: Asia Cup 2022 Final: আগেও তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেছে পাকিস্তান-শ্রীলঙ্কা, দেখে নিন সেই তিনটি ম্যাচের ফলাফল
For all the latest Sports News Click Here