Asia Cup: ৯ ওভারে ৬০ রানও করতে পারল না পাকিস্তান, ফাইনালে ভারত-বাংলাদেশ দ্বৈরথ
বৃষ্টির কারণে এশিয়ান ক্রিকেট কাউন্সিল উইমেন্স ইমার্জিং এশিয়া কাপে ভারত বনাম শ্রীলঙ্কার মধ্যে সেমিফাইনাল ম্যাচটি বাতিল হয়ে গিয়েছে। সোমবার ম্যাচটি ভেস্তে গিয়েছিল বৃষ্টিতে। মঙ্গলবারও বৃষ্টির কারণে রিজার্ভ ডে-তেও একটি বল খেলা হয়নি। না খেলেই ফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। আর দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচেও বৃষ্টি বড় বাধা হয়ে উঠেছিল। তবে শেষ পর্যন্ত ওভার কমিয়ে খেলাটি হয়। ৯ ওভার করে খেলেছে দুই দল। আর সেই ম্যাচে পাকিস্তানকে ৬ রানে হারিয়ে ফাইনালে উঠেছে বাংলাদেশ।
এ দিন টস জিতে বাংলাদেশ প্রথমে ব্যাটিং নিয়েছিল। কিন্তু শুরুতেই তারা ধাক্কা খায়। প্রথম ওভারেই ৩ উইকেট হারিয়ে বসে থাকে তারা। হয় মাত্র ৫ রান। ১৬ রানের মধ্যে বাংলাদেশের ৬ উইকেট পড়ে যায়। সেখান থেকে ৭ উইকেট হারিয়ে তারা করে ৫৯ রান। সর্বোচ্চ রান করেন নাহিদা আক্তার। তিনি আটে ব্যাট করতে নেমে ১৬ বলে ২১ রানের দুরন্ত একটি ইনিংস খেলেন। তাঁর রানে ভর করেই বাংলাদেশ ৫০ রানের গণ্ডি টপকায়। এ ছাড়া ২০ বলে ১০ করে অপরাজিত থাকেন রাবেয়া খান। সুলতানা খাতুন ২ বলে ৬ রান করে অপরাজিত থাকেন। বাকিদের অবস্থা তথৈবচ।
আরও পড়ুন: লোকের সহানুভূতি চাইনি, তাই টুইট করেছিলাম- WTC Final শেষ হতেই বার্তা দেওয়া নিয়ে সাফাই অশ্বিনের
৫৯ রানের মধ্যে শেষ ওভারেই ১৩ রান নেয় বাংলাদেশ। এই ওভারে তারা সর্বোচ্চ রান করে। পাকিস্তানের হয়ে ফতিমা সানা ৩ উইকেট নিয়েছেন। আনোশা নাসির নিয়েছেন ২ উইকেট। ১ উইকেট নিয়েছেন টুবা হাসান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা খারাপ করেনি পাকিস্তান। দ্বিতীয় ওভারেই ১৪ রান নেয় তারা। ৩ ওভারে ২০ রান করে ফেলে তারা। তখন মনে হয়েছিল, সহজেই ম্যাচ জিতে যাবে পাকিস্তান। কিন্তু চতুর্থ ওভারের শেষ বলে ওপেনিং জুটি ভাঙার পর থেকেই চাপে পড়ে পাকিস্তান। ইমন ফতেমা ১৫ বলে ১৮ করে আউট হয়ে যান। এর পর সে ভাবে উইকেট না পড়লেও রানের গতি একেবারে মন্থর হয়ে যায় পাকিস্তানের।
আরও পড়ুন: শেষ চারে লঙ্কার বিরুদ্ধে একটি বলও না খেলে ফাইনালে পৌঁছে গেল ভারত
চতুর্থ ওভারে ১ উইকেটে ২৬ রান ছিল। সেখানে নির্দিষ্ট ৯ ওভারে ৪ উইকেট হারিয়ে পাকিস্তান করে ৫৩ রান। আর এক পাক ওপেনার শাওয়াল জুলফিকর ১৫ বলে ১১ রান করেন। ফতিমা সানা ৮ বলে ১০ করে অপরাজিত থাকেন। তবে শেষ পর্যন্ত দলকে জেতাতে পারেননি তিনি। বাংলাদেশের হয়ে ২ উইকেট নিয়েছেন রাবেয়া খান। এ ছাড়া মারুফা আক্তার এবং নাহিদা আক্তার একটি করে উইকেট নিয়েছেন।
এ দিকে অন্য সেমিফাইনাল ম্যাচটি বৃষ্টিতে ভেস্তে গেলেও, ভারতীয় ‘এ’ মহিলা দল তাদের গ্রুপের শীর্ষে থাকার ফল পেল। শ্রীলঙ্কা ‘এ’ মহিলা দল তাদের গ্রুপে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল। ভারত এবং শ্রীলঙ্কার ২টি করে গ্রুপের ম্যাচও বৃষ্টির কারণে বাতিল হয়েছে। এর খেসারত দিতে হল শ্রীলঙ্কার মেয়েদের। ভারতের মহিলা টিম রানরেটের বিচারে শীর্ষে থাকার কারণে তারাই ফাইনালে উঠল। ২১ জুন ফাইনালে মুখোমুখি ভারত-বাংলাদেশ। ভারতীয় সময় রাত ১১-০০টায় ম্যাচটি হওয়ার কথা।
For all the latest Sports News Click Here