Asia Cup: ২৩ বছর বয়সে পাকিস্তানের বিরুদ্ধে খেলা ইনিংসটিই জীবন বদলে দিয়েছিল-কোহলি
শুভব্রত মুখার্জি
২০১৯ সাল পর্যন্ত ব্যাট হাতে একেবারে স্বপ্নের ফর্মে ছিলেন বিরাট কোহলি। ক্রিকেটের যে কোন ফর্ম্যাটেই তিনি মাঠে নামলেই দলের স্কোরবোর্ডে গুরুত্বপূর্ণ রান যোগ হত। তবে এর পরবর্তীতে সময়টা একেবারেই ভাল যাচ্ছে না বিরাটের। তবুও ওয়ানডে ক্রিকেটে তাঁর গড় ৫৭.৬৮ রান প্রতি ইনিংস। প্রতিভাবান ক্রিকেটার থেকে বিরাটের কিংবদন্তি হয়ে ওঠার যাত্রা শুরু হয়েছিল এশিয়া কাপের আসর থেকেই। ২০১২ সালের এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ১৮৩ রানের এক মহাকাব্যিক ইনিংস খেলেছিলেন তিনি। এত দিন পর সেই ইনিংসের স্মৃতিচারণ করতে গিয়ে বিরাট জানালেন ২৩ বছর বয়সে ওই ইনিংসটা ছিল তাঁর কাছে বড় প্রাপ্তি।
আরও পড়ুন: পাকিস্তান ম্যাচে মাঠে নামলেই বড় রেকর্ড গড়বেন কোহলি, ভারতের আর কারও এই নজির নেই
বিসিসিআইয়ের তরফে শনিবার একটি ভিডিয়ো প্রকাশ করা হয়েছে, যেখানে বিরাট বলেছেন, ‘এশিয়া কাপ বরাবর আমার কাছে মেমোরেবল হয়ে রয়েছে। ১৮৩ রানের ইনিংসটা আলাদা করে আমার কাছে গুরুত্বপূর্ণ। ওই ইনিংসটা ২৩ বছর বয়সে আমাকে বুঝিয়ে দিয়েছিল আমি ওই পর্যায়ে খেলতে পারি। রবিবার দিন খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল সেটা। একে পাকিস্তান ম্যাচ, তার উপর আমরা বড় রান তাড়া করছিলাম। আমি নিজেই নিজেকে চমকে দিয়েছিলাম ওই ইনিংসটা খেলে। ওই ইনিংসের পর থেকেই আমার আত্মবিশ্বাস আরও বেড়ে গিয়েছিল।’
আরও পড়ুন: ১০ বছরে প্রথম বার এক মাস ব্যাট ছুঁইনি- মানসিক ভাবে বিপর্যস্ত ছিলেন, মানছেন কোহলি
তিনি আরো যোগ করেন, ‘আর একটা ম্যাচ এশিয়া কাপে যেটা আমার কাছে স্পেশ্যাল হয়ে রয়েছে, তা হল বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ। আমি ৪৯ করেছিলাম ম্যাচটায়। পিচটা বেশ কঠিন ছিল। এই ধরনের ম্যাচ স্মৃতিতে সব সময় থেকে যায়।’ উল্লেখ্য পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে প্রথমে ব্যাট করে পাকিস্তান দল ৮৩ রানে অলআউট হয়ে গিয়েছিল। ওই ম্যাচে রান তাড়া করতে গিয়ে মহম্মদ আমিরের বলে ভারত শুরুতেই তিন উইকেট হারিয়েছিল। তার পর যুবরাজকে সঙ্গী করে বিরাট ভারতের ইনিংসে স্থিতিশীলতা আনেন এবং ভারতকে জয় এনে দেন।
For all the latest Sports News Click Here