Asia Cup: কাঁদতে কাঁদতে মাঠ ছাড়ছেন নাসিম, ফুটেজ দেখে উদ্বেল নেটপাড়া- ভিডিয়ো
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকেই মুগ্ধ করেছিলেন পাকিস্তানের নাসিম শাহ। এশিয়া কাপের ম্যাচে ভারতের বিরুদ্ধে দুরন্ত বোলিং করেন তিনি। দল হারলেও আলাদা করে নজর কাড়েন নাসিম শাহ। তবে তিনি যখন মাঠে ছাড়েন, তখন হাপুস নয়নে কাঁদছেন তরুণ পাক ফাস্ট বোলার। যন্ত্রণায় তিনি যে ক্ষতবিক্ষত হচ্ছেন, তা তাঁর বডিল্যাঙ্গোয়েজেই পরিষ্কার ছিল।
কী ঘটেছিল?
এশিয়া কাপের মঞ্চে টি-টোয়েন্টিতে অভিষেক। প্রতিপক্ষ ভারতের মতো শক্তিশালী দেশ। শুরুটা একেবারে স্বপ্নের মতই ছিল ১৯ বছরের তরুণের। ৪ ওভার বল করে ২৭ রান দিয়ে ২ উইকেট নেন তিনি। কেএল রাহুল এবং সূর্যকুমার যাদবের মতো গুরুত্বপূর্ণ ২টি উইকেট নিয়েছেন তিনি। কিন্তু নিজের স্পেলের শেষ ওভার করতে আসার পরেই আচমকা ক্র্যাম্প হয়। ব্যথার চোটে ঠিক করে হাঁটতেই পারছিলেন না নাসিম শাহ। তবুও নিজের পুরো ওভার পূর্ণ করলেন। কিন্তু পারলেন না দলকে জেতাতে, পারলেন না নায়ক হতে। উল্টে চোখের জল ফেলতে ফেলতে বেরিয়ে গেলেন মাঠ থেকে।
আরও পড়ুন: ম্যাচ হেরেছেন, তবে শেষে প্রিয় কোহলির পরামর্শ আর সই নিতে ভুললেন না পাক বোলার-ভিডিয়ো
নেট পড়ায় ভাইরাল নাসিমের কান্নার ভিডিয়ো
ইনস্টাগ্রামে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে, চোট পাওয়ার পর মাঠ ছেড়ে বেরিয়ে যাচ্ছেন নাসিম শাহ। চোখের জল যেন বাঁধ মানছিল না। হাপুস নয়নে কাঁদছিলেন তরুণ তারকা। চোখ মুছতে মুছতেই তিনি মাঠ ছাড়েন। তাঁর দিকে দলের সদস্যরা এগিয়ে গিয়ে সান্ত্বনা দেন, জলের বোতল বাড়িয়ে দেন। কিন্তু সেই বোতলও নেননি নাসিম শাহ। তাঁর কান্না যেন কিছুতেই থামছিল না।
ভারতের বিরুদ্ধে পারফরম্যান্স
ভারতের ইনিংসের শুরুতে কিন্তু প্রথম ধাক্কাটা দিয়েছিলেন নাসিমই। নিজের টি-টোয়েন্টি আন্তর্জাতিক কেরিয়ারের প্রথম ওভারেই তুলে নিয়েছিলেন কে এল রাহুলকে। এর পর সূর্যকুমার যাদবকেও বোল্ড করেন। তিনি ৪ ওভারের স্পেলে ২৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন। প্রসঙ্গত, পাকিস্তানের ১৪৭ রান তাড়া করতে নেমে শেষ ওভারের থ্রিলারে ৫ উইকেটে ম্যাচ জিতে নেয় ভারত।
আরও পড়ুন: হার্দিক দলে মানেই ১২জন প্লেয়ার থাকার সমান-কালিসের সঙ্গে তুলনা প্রাক্তন পাক কোচের
ম্যাচের ফলাফল
রবিবার এশিয়া কাপে নিজেদের প্রথম ম্যাচেই ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছিল। টসে হেরে পাকিস্তান প্রথমে ব্যাট করে ১৯.৫ ওভারে ১৪৭ রানে অল আউট হয়ে যায়। রান তাড়া করতে নেমে ১৯.৪ ওভারে ৫ উইকেট জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। ভারতের বোলাররা এ দিন দুরন্ত ছন্দে ছিলেন। ভুবনেশ্বর কুমার ৪টি উইকেট নেন। হার্দিক পাণ্ডিয়া নিয়েছেন ৩ উইকেট, আর্শদীপ নিয়েছেন ২ উইকেট। ব্যাটিংয়ে বিরাট কোহলি (৩৫), রবীন্দ্র জাদেজা (৩৫) এবং হার্দিক পান্ডিয়া (৩৩) রান পেয়েছেন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্য ম্যাচের পুরস্কার পান হার্দিকই।
For all the latest Sports News Click Here