Asia Cup: আমাদের সবাই ম্যাচ উইনার-পাক সমর্থকদের মনোবল বাড়ালেন চোট পাওয়া আফ্রিদি
২০২২ এশিয়া কাপের আগে বড় সমস্যায় পড়ে গিয়েছে পাকিস্তান দল। কারণ তাদের শীর্ষস্থানীয় ফাস্ট বোলার শাহিন শাহ আফ্রিদি চোটের কারণে শেষ পর্যন্ত টুর্নামেন্ট থেকে ছিটকেই গিয়েছেন।ডান হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছিলেন আফ্রিদি। যার জেরে তাঁকে মেডিকেল টিম ৪-৬ সপ্তাহ বিশ্রামের পরামর্শ দেয়।
শ্রীলঙ্কা সফরে গিয়ে প্রথম টেস্টেই ফিল্ডিং করার সময়ে আফ্রিদি চোট পেয়েছিলেন। এর পর থেকে তিনি আর খেলতে পারেননি। জানা গিয়েছে, শাহিন আফ্রিদি এশিয়া কাপের পাশাপাশি ইংল্যান্ডের বিপক্ষে হোম সিরিজও মিস করবেন। তবে অস্ট্রেলিয়ায় আইসিসি পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তিনি দলে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
আফ্রিদি ছিটকে যাওয়া নিঃসন্দেহে বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান। এর আগে ভারতের জসপ্রীত বুমরাহ চোটের জন্য এশিয়া কাপ থেকে ছিটকে গিয়েছেন। এ বার পাকিস্তানের শাহিন আফ্রিদিও ছিটকে গেলেন। তবে পাক বিশেষজ্ঞদের দাবি, ভারতীয় দল প্রতি ম্যাচেই যেহেতু নতুন বোলারদের সুযোগ দেয়, সে ক্ষেত্রে তাদের বিকল্পও অনেক বেশি। যে কারণে টিম ইন্ডিয়া সেই পরিস্থিতিতে নেই যে, সবটা বুমরাহর উপর ছেড়ে দিতে হবে। কিন্তু পাকিস্তানের বড় সমস্যা হবে। কারণ আফ্রিদির পরিবর্ত হিসেবে তাঁর ধারেকাছে পৌঁছতে পারেন, এমন বোলার পাকিস্তান টিমে নেই বলে মনে করেন পাকিস্তানের ক্রিকেট বিশেষজ্ঞরা।
আরও পড়ুন: ভারতীয় টপ অর্ডারের জন্য বড় স্বস্তি-আফ্রিদি চোট নিয়ে কটাক্ষ প্রাক্তন পাক কোচের
তবে আফ্রিদি নিজে পাক সমর্থকদের আশ্বস্ত করেছেন। তিনি টুইটে দাবি করেছেন, দলের পাকিস্তানের প্লেয়িং ইলেভেনের প্রত্যেকেই এক একজন ম্যাচ উইনার। টুইটে আফ্রিদি লিখেছেন, ‘আমাদের প্লেয়িং ইলেভেনের প্রতিটি প্লেয়ারই ম্যাচ উইনার। আসন্ন এশিয়া কাপের জন্য আমার দলের জন্য শুভকামনা। আমার দ্রুত সুস্থতার জন্য ভক্তরা প্রার্থনা করুন। আমি শীঘ্রই ফিরে আসব।’
পিসিবি মেডিকেল অ্যাডভাইজরি কমিটি এবং বাকি বিশেষজ্ঞরা শেষ যে স্ক্যান করেছে, তার রিপোর্ট দেখার পরেই আফ্রিদিকে ৪-৬ সপ্তাহের জন্য বিশ্রামের পরামর্শ দিয়েছেন। যার জেরেই এশিয়া কাপ থেকে বাদ পড়তে হল তাঁকে।
পিসিবি চিফ মেডিকেল অফিসার ডাক্তার নজিবুল্লাহ সুমরো বলেছেন, ‘আমি শাহিনের সঙ্গে কথা বলেছি এবং তিনি এই খবরে বোধহয় বিরক্ত। তবে তিনি একজন সাহসী যুবক, যিনি নিজের দেশ এবং দলের সেবা করার জন্য দৃঢ় ভাবে ফিরে আসার প্রতিশ্রুতি দিয়েছেন।’
তিনি আরও যোগ করেছেন, ‘যদিও রটারডামে তাঁর রিহ্যাবের ফলে তাঁর চোটের কিছুটা উন্নতি হয়েছে। এটা এখন স্পষ্ট যে, তাঁর আরও সময় লাগবে এবং অক্টোবরে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসার সম্ভাবনা তাঁর রয়েছে।’ রিহ্যাব শেষ করে পাকিস্তান স্কোয়াডে থাকবেন শাহিন। তবে এশিয়া কাপের জন্য খুব শীঘ্রই শাহিনের পরিবর্ত ঘোষণা করবে পিসিবি।
For all the latest Sports News Click Here