Ashes 2023: মোটা চামড়া থাকতে হবে- অধিনায়কত্ব নিয়ে সমালোচনার কড়া জবাব কামিন্সের
প্যাট কামিন্স টেস্ট দলের অধিনায়ক হওয়ার পর থেকে অস্ট্রেলিয়ার সাফল্য বেশ নজর কাড়া। দুই বছর পর ঘরের মাঠে অ্যাশেজে ইংল্যান্ডকে ৪-০ উড়িয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া, ২৪ বছরের মধ্যে পাকিস্তানে প্রথম টেস্ট সিরিজ জিতেছিল, গত মাসেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতেছে এবং এখন আরও একটি অ্যাশেজ ধরে রেখেছে। পঞ্চম টেস্ট জিতলে, অজিরা ৩-১ শিরোপা জিতবে। আপাতত চার টেস্টের পর ২-১ এগিয়ে রয়েছে। ইংল্যান্ডের ব্যাজবল ক্রিকেট যুগেও, অজিদের দাপট অব্যাহত।
পঞ্চম এবং শেষ টেস্টের আগে বুধবার সাংবাদিক সম্মেলনে কামিন্স বলেছেন, ‘যদি আমরা এই টেস্ট জিতে যাই, তবে সেটা দারুণ বিষয় হবে। সে ক্ষেত্রে, এটি সত্যিই একটি অবিশ্বাস্য সফর হবে। পাঁচটি ম্যাচ খেলে, তিনটিতে জয়, এবং একটিতে হার। যদিও ইতিমধ্যেই এটি একটি চমৎকার সফর। তবে জিতে বাড়ি ফেরাটা অসাধারণ হবে।’
আরও পড়ুন: ICC Test Ranking-এ পাক ক্রিকেটাররা নজর কাড়লেন, সেঞ্চুরির পরেও দশে জায়গা পেলেন না কোহলি, বড় লাফ দিলেন সিরাজ, যশস্বী
তিনি যোগ করেছেন, ‘কয়েক জনের কাছে শিরোপা জেতাটা খুবই গুরুত্বপূর্ণ।কারণ তারা আবার এই সুযোগ পাবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে। তাই আমাদের লক্ষ্য এখান থেকে অ্যাশেজ জেতা এবং এটাই আমাদের সামনে বড় সুযোগ।’
যদিও এজবাস্টন এবং লর্ডসে দুরন্ত জয় পাওয়ার পর, লিডসে হারতে হয়েছে। এবং ম্যাঞ্চেস্টার টেস্ট বৃষ্টির কারণ ড্র হয়ে গিয়েছে। তা না হলে সমস্যায় পড়তে হত অস্ট্রেলিয়াকে। এমনিতেই কামিন্সের নেতৃত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। তবে ডানহাতি জোরে বোলার এই নিয়ে একেবারেই মাথা ঘামাচ্ছেন না।
আরও পড়ুন: হরমনের লজ্জাজনক আচরণের খেসারত- এশিয়াডের প্রথম দুই ম্যাচ মিস করবেন ভারত অধিনায়ক
কামিন্স বলেছেন, ‘সত্যি বলতে আমি এই নিয়ে কিছুই পড়িনি। কয়েকটা জিনিস আমার কাছে এসেছে। যা নিয়ে ছেলেরা হাসছে। আমি এই দায়িত্ব দুই বছর ধরে সামলাচ্ছি। এবং খুব দ্রুত শিখছি যে, মোটা চামড়া থাকতে হবে। আমি সবাইকে খুশি করতে পারব না। সবাইকে খুশি করতে চাইছিও না। সবার নিজস্ব মতামত রয়েছে।’
অধিনায়কত্বের বিষয়ে তিনি আরও বলেছেন, ‘আমার মনে হয় প্রতিটি টেস্ট ম্যাচ থেকে আমি অনেক কিছু শিখেছি, প্রতিটি খেলার সঙ্গে আরও অনেক কিছু জানার সুযোগ পেয়েছি। আমি এই দল এবং সতীর্থদের সঙ্গে কাজ করতে ভালোবাসি। এই মুহুর্তে এটি উপভোগ করছি, আমরা দেখতেই পাব ভবিষ্যতে কী অপেক্ষা করছে। আমি মনে করি প্রতিটি খেলার হাত ধরে আমি আরও ভালো হয়ে ওঠার চেষ্টা করছি। এবং আমি মনে করি আমার মধ্যে এখনও আরও কিছু দেওয়ার বাকি আছে।’ প্রসঙ্গত, চূড়ান্ত টেস্টে প্যাট কামিন্সরা জিতলে বা ম্যাচ ড্র হলে, অস্ট্রেলিয়া ২০০১ সালের পর ইংল্যান্ডে গিয়ে তাদের প্রথম টেস্ট সিরিজ জিতবে।
For all the latest Sports News Click Here