Ashes 2023: জমাট ওপেনিং জুটিতে অ্যাশেজের শেষ টেস্ট জমিয়ে দিলেন ওয়ার্নার-খোয়াজা
ম্যাঞ্চেস্টারে অ্যাশেজের চতুর্থ টেস্টে ইংল্যান্ডের জয়ের সম্ভাবনা ছিল প্রবল। তবে বৃষ্টিতে শেষ দিনের খেলা ভেস্তে যাওয়ায় স্বপ্নভঙ্গ হয় ব্রিটিশদের। প্রকৃতির বদান্যতায় সে যাত্রায় বেঁচে যায় অস্ট্রেলিয়া এবং তারা অ্যাশেজের খেতাব ধরে রাখে।
এবার ওভালে অ্যাশেজের পঞ্চম টেস্টেও বাধ সাধে বৃষ্টি। এবারও ম্যাচ উত্তেজক মোড়ে দাঁড়িয়ে রয়েছে। চতুর্থ দিনে যে রকম ব্যাট করে অস্ট্রেলিয়া, তাতে অজিদেরই সুবিধাজনক পরিস্থিতিতে দেখায়। তবে বৃষ্টিতে অর্ধেক দিনের খেলা ভেস্তে যায়, যা শাপে বর হয়ে দেখা দিতে পারে ইংল্য়ান্ডের কাছে।
ইংল্যান্ডের ২৮৩ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া তাদের প্রথম ইনিংসে ২৯৫ রান তোলে। ১২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামা ইংল্যান্ড তৃতীয় দিনের খেলা শেষ করে ৯ উইকেটে ৩৮৯ রান তুলে। তার পর থেকে খেলতে নেমে চতুর্থ দিনের সকালেই ইংল্যান্ড তাদের দ্বিতীয় ইনিংসে অল-আউট হয় ৩৯৫ রানে। সুতরাং, প্রথম ইনিংসের লিড বাদ দিয়ে জয়ের জন্য অস্ট্রেলিয়ার সামনে লক্ষ্যমাত্রা দাঁড়ায় ৩৮৪ রানের।
আরও পড়ুন:- Zimbabwe Afro T10: ব্যাটে-বলে একাই মাত করেন হাফিজ, জিম্বাবোয়ের টি-১০ লিগে ভারত ও পাকিস্তানের ক্রিকেটাররা কেমন খেললেন?
ওভালের চতুর্থ দিনের পিচে ব্যাট করা খুব সহজ হবে না বলেই মনে করা গিয়েছিল। বাস্তবে দেখা যায় ভিন্ন ছবি। দুই অজি ওপেনার জমাট ব্য়াটিং করেন শেষ ইনিংসে। ব্যক্তিগত অর্ধশতরানের গণ্ডি টপকে যান ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজা।
ওয়ার্নার ৭টি বাউন্ডারির সাহায্যে ৯০ বলে ৫০ রানের গণ্ডি টপকান। খোয়াজা ৫টি বাউন্ডারির সাহায্যে ১১০ বলে হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন। অস্ট্রেলিয়া ৩৮ ওভারে বিনা উইকেটে ১৩৫ রান তুললে বৃষ্টিতে খেলা বন্ধ হয়ে যায়। ভারি বৃষ্টিতে নতুন করে খেলা শুরু হওয়ার সম্ভাবনা নেই দেখে ম্যাচ অফিসিয়ালরা নির্ধারিত সময়ের বহু আগেই চতুর্থ দিনের খেলার সমাপ্তি ঘোষণা করেন।
আরও পড়ুন:- Root Equals Sachin’s Record: দ্রাবিড়-লারাকে টপকে সচিন তেন্ডুলকরের বিশ্বরেকর্ডে ভাগ বসালেন জো রুট
চতুর্থ দিনের শেষে ডেভিড ওয়ার্নার ব্যক্তিগত ৫৮ রানে অপরাজিত থাকেন। ৯৯ বলের ইনিংসে তিনি ৯টি চার মারেন। উসমান খোয়াজা ৬৯ রান করে নট-আউট থাকেন। ১৩০ বলের ইনিংসে তিনি ৮টি চার মারেন।
সুতরাং, জয়ের জন্য শেষ দিনে অস্ট্রেলিয়ার দরকার আরও ২৪৯ রান। শেষ ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরাতে হলে ওভাল টেস্টের শেষ দিনে ইংল্যান্ডকে তুলে নিতে হবে অস্ট্রেলিয়ার ১০টি উইকেট। সুতরাং, বৃষ্টি বাধা সৃষ্টি না করলে ওভাল টেস্টের শেষ দিনে ব্যাট-বলের ধুন্ধুমার লড়াই দেখা যাবে নিশ্চিত।
For all the latest Sports News Click Here