Ashes 2023: ছক্কার ছড়াছড়ি, লর্ডস টেস্টে স্টোকস ছয় মেরেই ভাঙলেন হাফ-ডজন রেকর্ড
অ্যাশেজের লর্ডস টেস্টে ইংল্যান্ডকে জেতাতে পারেননি বটে, তবে ব্যাট হাতে বেন স্টোকসের অধিনায়কোচিত লড়াই প্রশংসা কুড়িয়ে নিয়েছে ক্রিকেট বিশ্বের। এমনকি লর্ডস টেস্টের শেষ ইনিংসে ছক্কার ফুলঝুরি ফুটিয়ে অ্যাশেজের ইতিহাসে একাধিক সর্বকালীন রেকর্ডও গড়ে ফেলেন ব্রিটিশ দলনায়ক। এক্ষেত্রে নিজের গড়া কিছু পুরনো রেকর্ড ভেঙে চুরমার করেন স্টোকস।
অ্যাশেজের একটি ইনিংসে সব থেকে বেশি ছক্কা মারার নতুন রেকর্ড গড়েন স্টোকস। স্বাভাবিকভাবেই রান তাড়া করতে নেমে অ্যাশেজের চতুর্থ ইনিংসে কোনও ব্যাটারের মারা সব থেকে বেশি ছক্কার নতুন রেকর্ডও চলে আসে স্টোকসের দখলে। যদিও চার বছর আগে ২টি রেকর্ডই নিজের নামে করেছিলেন তিনি। স্টোকস সেই রেকর্ডে আরও একটু উন্নতি করলেন মাত্র।
লর্ডসে অস্ট্রেলিয়ার ঝুলিয়ে দেওয়া ৩৭১ রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে ইংল্যান্ড ৩২৭ রানে অল-আউট হয়ে যায়। ৪৩ রান ম্যাচ জেতে অস্ট্রেলিয়া। বেন স্টোকস শেষ ইনিংসে ৯টি চার ও ৯টি ছক্কার সাহায্যে ২১৪ বলে ১৫৫ রান করে আউট হন। এমন ধুমধাড়াক্কা ইনিংস খেলার পথে স্টোকস ছক্কা হাঁকানোর যে নজিরগুলি গড়েন, দেখে নেওয়া যাক একনজরে।
অ্যাসেজের ১টি ইনিংসে সব থেকে বেশি ছক্কা:-
অ্যাসেজের ১টি ইনিংসে সব থেকে বেশি ৯টি ছক্কা মারার সর্বকালীন রেকর্ড গড়েন বেন স্টোকস। আগের রেকর্ড ছিল তাঁর নামেই। তিনি ২০১৯ সালে অ্যাশেজর ১টি ইনিংসে ৮টি ছক্কা হাঁকিয়েছিলেন।
রান তাড়া করতে নেমে অ্যাশেজের একটি ইনিংসে সব থেকে বেশি ছক্কা:-
অ্যাশেজের শেষ ইনিংসে রান তাড়া করতে নেমে একদফায় সব থেকে বেশি ছক্কা মারার নতুন রেকর্ড গড়েন বোন স্টোকস।
ইংল্যান্ডের হয়ে একটি টেস্ট ইনিংসে তৃতীয় সর্বোচ্চ ছক্কা:-
লর্ডসে ইংল্যান্ডের হয়ে ১টি টেস্ট ইনিংসের তৃতীয় সর্বোচ্চ ৯টি ছক্কা মারেন স্টোকস। যদিও সর্বকালীন রেকর্ড রয়েছে তাঁর নামেই। ২০১৬ সালে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তিনি ১১টি ছক্কা মারেন। এই নিরিখে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন ওয়ালি হ্যামন্ড। তিনি ১৯৩৩ সালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ১টি ইনিংসে ১০টি ছক্কা মেরেছিলেন।
দু’বার ছক্কার হ্যাটট্রিক:-
বিশ্বের প্রথম ও একমাত্র ক্রিকেটার হিসেবে দু’বার টেস্টে পরপর ৩টি বলে ৩টি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়েন বেন স্টোকস। তিনি ২০১৭ সালে ওভালে কেশব মহারাজের বলে পরপর ৩টি ছক্কা মেরেছিলেন। এবার লর্ডসে ক্যামেরন গ্রিনকে পরপর ৩টি ছক্কা মারেন স্টোকস।
টেস্টে সব থেকে বেশি ছক্কা:-
টেস্টে সব থেকে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড আগেই স্টোকসের দখলে ছিল। সেই রেকর্ড তিনি আরও একটু পরিণত করেন। টেস্টে সব থেকে বেশি ১১৮টি ছক্কা মারার বিশ্বরেকর্ড রয়েছে স্টোকসের নামে। তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্রেন্ডন ম্যাকালাম মেরেছেন ১০৭টি ছক্কা।
কোনও ক্যাপ্টেনের মারা সব থেকে বেশি ছক্কা:-
টেস্টের একটি ইনিংসে কোনও ব্রিটিশ দলনায়কের মারা সব থেকে বেশি ছক্কার রেকর্ড গড়েন স্টোকস। টেস্টে রান তাড়া করতে নেমে (চতুর্থ ইনিংসে) বিশ্বের আর কোনও ক্যাপ্টেন এক ইনিংসে স্টোকসের থেকে বেশি ছক্কা হাঁকাতে পারেননি।
For all the latest Sports News Click Here