Ashes 2023: ইতিহাস গড়লেন বেন স্টোকস! পিছনে ফেললেন গিলক্রিস্ট-ভেত্তোরিকে
Ashes 2023 এর দ্বিতীয় টেস্টের পঞ্চম দিনে জনি বেয়ারস্টো আউট হতেই অনেকেই ভেবেছিলেন যে হয়তো বড় ব্যবধানে হারতে চলেছে ইংল্যান্ড। কিন্তু এরপরে ব্যাট হাতে ঝড় তুলেছিলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস। তবে ২১৪ বলে ১৫৫ রান করে আউট হওয়ার পরেই শেষ হয়ে গেল ইংল্যান্ডের লড়াই। জোশ হ্যাজেলউডের বলে অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দিয়ে দলের অধিনায়ক সাজঘরে ফিরতেই তাসের ঘরের মতো ভেঙে পড়ল ইংল্যান্ডের ইনিংস। সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি ৪৩ রানে হারল ইংল্যান্ড।
এই হারের মাঝেই বড় রেকর্ড গড়ে ফেললেন বেন স্টোকস। রান তাড়া করতে নেমে অ্যাডাম গিলক্রিস্ট ও ড্যানিয়েল ভেত্তোরিকে পিছনে ফেলে দিলেন তিনি। ছয় নম্বরে ব্যাট করতে নেমে এদিন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৫৫ রান করলেন তিনি। এর আগে এই রেকর্ডটি ছিল অ্য়াডাম গিলক্রিস্টের নামে। ১৯৯৯ সালে পাকিস্তানের বিরুদ্ধে রা তাড়া করতে নেমে ছয় নম্বরে ব্যাট করতে এসে অপরাজিত ১৪৯ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
গিলক্রিস্টের পরেই ছিল ড্যানিয়েল ভেত্তোরির নাম। ২০০৯ সালে শ্রীলঙ্কার বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ১৪০ রানের ইনিংস খেলেছিলেন তিনি। তালিকার চার নম্বরে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সেমুর নার্স। ১৯৬৯ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৩৭ রান করেছিলেন তিনি। তালিকার পাঁচ নম্বরে রয়েছেন আসাদ সাফিক। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে রান তাড়া করে নেমে ছয় নম্বরে ব্যাট করতে এসে ১৩৭ রানের ইনিংস খেলেছিলেন তিনি।
বেন স্টোকস এদিনের ম্যাচে ২১৪ বলে নয়টি চার ও নয়টি ছক্কার সাহায্যে ১৫৫ রানের দুর্দান্ত ইনিংস খেলে আউট হন। হ্যাজেলউড তাঁকে উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারির হাতে ক্যাচ দেন। এর ফলে অস্ট্রেলিয়ার জয় প্রায় নিশ্চিত। ইংল্যান্ডের তখনও জিততে দরকার ছিল ৭০ রান। তবে স্টোকস যখন উইকেট ছেড়ে যাচ্ছিলেন ততক্ষনে তিনি বড় রেকর্ড গড়ে ফেলেছিলেন।
ম্যাচের কথা বললে অ্যাশেজ টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়া ৪৩ রানে জিতেছে। এই জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যাঙ্গারু দল। এই ম্যাচে অস্ট্রেলিয়া ৪১৬ ও ২৭৯ রান করেছিল। একই সময়ে ইংল্যান্ড ৩২৫ ও ৩২৭ রান করতে সফল হয়। এর ফলে অস্ট্রেলিয়া দল ৪৩ রানে ম্যাচ জিতে নেয়। এই জয়ের ফলে পাঁচ ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে গেল ক্যাঙ্গারু দল। ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস ম্যাচের চতুর্থ ইনিংসে দুর্দান্ত ১৫৫ রান করলেও তাঁর দল ম্যাচ জিততে পারেনি।
For all the latest Sports News Click Here