Asha Parekh: সিনেমায় অবদানের স্বীকৃতি,দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন আশা পারেখ
ভারতীয় চলচ্চিত্রের সর্বোচ্চ সম্মান, দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত করা হবে বর্ষীয়ান অভিনেত্রী আশা পারেখকে। ভারতীয় সিনেমার সুবিশাল অবদানের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে এই সম্মান জানানো হবে অভিনেত্রীকে। এদিন সংবাদ সংস্থা এএনআই টুইট করে এই খবর জানিয়েছে।
কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর সংবাদ সংস্থার সঙ্গে এই খবর ভাগ করে নিয়েছেন। ১৯৫২ সালে ‘আসমান’ ছবিতে শিশুশিল্পী হিসাবে অভিনয় সফর শুরু হয়েছিল এই বলিউড সুন্দরীর। এরপর ‘কাটি পতঙ্গ’,’তিসরি মঞ্জিল’, ‘দো বদন’,‘ক্যারাভান’ ‘উপকার’-এর মতো হিট ছবির নায়িকা হিসাবে দেখা মিলেছে তাঁর। হিন্দির পাশাপাশি গুজরাতি, পাঞ্জাবি ভাষার ছবিতেও দাপটের সঙ্গে একটা সময় কাজ করেছেন আশা পারেখ।
গত কয়েক দশকে সেভাবে ছবির জগতে দেখা মেলেনি আশা পারেখের। তবে পঞ্চাশ থেকে সত্তরের দশকের মাঝামাঝি সময় পর্যন্ত হিন্দি সিনেমার লিডিং লেডিদের মধ্যে অন্যতম নাম ছিল আশা পারেখ। আগেই ‘পদ্মশ্রী’ (১৯৯২) সম্মানে ভূষিত হয়েছেন তিনি। সেন্সার বোর্ড বা সিবিএফসি-র প্রথম মহিলা চেয়ারপার্সন ছিলেন আশা পারেখ। শেষবার রুপোলি পর্দায় ‘সার
Besides her impressive filmography, Asha Parekh has also worked as a director as well as a producer. In terms of work, Asha Parekh was last seen in 1999 film Sar Aankhon Par.
২০১৯ সালের দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছিল রজনীকান্ত। যদিও করোনার জেরে সেই সম্মান জানতে দেরি হয়েছিল। গত বছর অক্টোবরেই ‘থালাইভা’র হাতে তুলে দেওয়া হয় দাদাসাহেব ফালকে পুরস্কার।
For all the latest entertainment News Click Here