Aryan-AbRam: ভাই নয়, আরিয়ান খানের ছেলে আব্রাম! গুঞ্জন নিয়ে যা বলেছিলেন শাহরুখ
মাদককাণ্ডে আর্থার রোড জেলে শাহরুখ-গৌরীর বড় ছেলে আরিয়ান খান। গত শুক্রবার ম্যাজিস্ট্রেট কোর্টে খারিজ হয়েছে আরিয়ানের জামিনের আর্জি, সোমবার বিশেষ এনডিপিএস আদালতে পুনরায় আরিয়ানের জামিনের আবেদন জানিয়েছে খান পরিবার, যদিও আগামী বুধবার পর্যন্ত পিছিয়েছে জামিনের আর্জির শুনানি। এদিন বিষয়টি আদালতে উঠলে এনসিবিকে লিখিত জবাব দেওয়ার জন্য বুধবার পর্যন্ত সময় দিয়েছে কোর্ট, ওইদিন মধ্যহ্নভোজের বিরতির পর আরিয়ানের জামিনের আবেদন শুনবে সেশন কোর্ট।
অন্যদিকে আরিয়ানের গ্রেফতারির পর থেকেই শাহরুখ পুত্রকে ঘিরে তৈরি পুরোনো বিতর্কগুলো ফের মাথাচাড়া দিয়ে উঠেছে। শাহরুখ-গৌরীর সন্তানদের দিয়ে বরাবরই আলোচনা-সমালোচনার অভাব নেই। একটা সময় এমন গুজব রটেছিল যে আব্রাম নাকি শাহরুখ-গৌরীর বায়োলজিক্যাল সন্তান নয়, আব্রাম আসলে আরিয়ান খানের পুত্র এমনই যুক্ত খাড়া করবার চেষ্টা করেছেন অনেকে।
২০১৩-র মে মাসে জন্ম হয়েছিল আব্রামের। এই স্টার কিডের জন্ম নিয়ে সোশ্যাল মিডিয়ার বড় অংশের দাবি ছিল নায়কের বড় ছেলে আরিয়ানের ঔরসেই নাকি হয়েছে আরিয়ানের। এক রোমানিয়ান মহিলার সঙ্গে সম্পর্কে জড়ান আরিয়ান। এই সম্পর্কেরই নাকি ‘ফসল’ আব্রাম। এই গুজব নিয়ে ২০১৭ সালের টেড-টকে মুখ খুলেছিলেন বাদশা।
শাহরুখ ‘টেড টক’-এ শাহরুখ বলেন, ‘চার বছর আগে আমি আর গৌরী আমাদের তৃতীয় সন্তানকে পৃথিবীতে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু নেটিজেনদের একটা অংশে নাকি দাবি করছে, আমার প্রথম সন্তান আরিয়ানের ঔরসে জন্ম হয়েছে আব্রামের। তখন আরিয়ানের বয়স ছিল ১৫। …একটা ভুয়ো ভিডিয়োও দেখা যাচ্ছে। যেখানে আরিয়ান নাকি কোনও এক রোমানিয়ান মহিলাকে পাশে বসিয়ে গাড়ি চালাচ্ছে। আমরা সপরিবার এই ঘটনায় খুব বিরক্ত। আরিয়ানের বয়স এখন ১৯, এসব দেখে ওর এতটাই খারাপ অবস্থা, যে ওকে আজকাল কেউ হ্যালো বললে, ও প্রথমেই তাঁকে বলছে, বিশ্বাস করুন আমার কোনও ইউরোপিয়ান ড্রাইভিং লাইসেন্সই নেই।’
বেশ কয়েক বছর ধরে চেষ্টা পরেও সন্তান ধারণ করতে না পারায় সীমা খান (সোহেল খান পত্নী) গৌরীকে IVF-এর মাধ্যমে সন্তানের জন্ম দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। মাত্র ৩৪ সপ্তাহে সারোগেসির মাধ্যমে জন্ম হয়েছিল আব্রামের, তখন তাঁর ওজন ছিল মাত্র ১.৫ কেজি। এরপর দীর্ঘ এক মাস হাসপাতালে ছিল সে। ছেলের জন্মকে ঘিরে তৈরি বিতর্ক কষ্ট দিয়েছে শাহরুখ-গৌরীকে। সে কথা বহুবার জানিয়েছেন বাদশা।
For all the latest entertainment News Click Here