ARG vs NED, FIFA WC 2022 QF Live: মেসি ফ্যাক্টর- তাঁকে ঘিরেই দু’দলের যাবতীয় অঙ্ক
আর্জেন্তিনা- ২০১৪ সালে জার্মানির কাছে ফাইনালে হেরেছিল লিওনেল মেসির দল। শেষ বার তারা ২০১৮ রাশিয়া বিশ্বকাপে রাউন্ড অফ ১৬ থেকে ছিটকে গিয়েছিল তারা।আর ২০২২ ফিফা কাতার বিশ্বকাপে আর্জেন্তিনা হেরে শুরু করলেও, দ্বিতীয় ম্যাচ থেকে ঘুরে দাঁড়ায়। পরপর দুই ম্যাচ জিতে তারা নকআউটে ওঠে।
নেদারল্যান্ডস- এ দিকে লুই ভ্যান গালের দল এই টুর্নামেন্টে এখনও পর্যন্ত অপরাজিত। রাউন্ড অফ ১৬-তে দুর্দান্ত পারফরম্যান্স করে মার্কিন যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে পরাজিত করে শেষ আটে ওঠে নেদারল্যান্ডস। টানা তৃতীয় বার কোয়ার্টার ফাইনালে উঠল কমলা ব্রিগেড। সেমিফাইনালে যেতে হলে আর্জেন্তিনা বাধা অতিক্রম করতে হবে তাদের।
দুই দলই সাবধানী শুরু করেছে
১০ মিনিট- দুই দল যে দারুণ কিছু করে ফেলেছে ১০ মিনিটে, তেমনটা নয়। তবে আর্জেন্তিনা তুলনামূলক ভাবে কিছুটা বেশি আক্রমণে উঠছে। যে কারণে তাদের গোল করার সম্ভাবনা বেশি দেখাচ্ছে।
খেলা শুরু
বিশ্বকাপের প্রথম কোয়ার্টার ফাইনালে ক্রোয়েশিয়ার কাছে হেরে বিদায় নিয়েছে ব্রাজিল। দ্বিতীয় কোয়ার্টারে মুখোমুখি হয়েছে আর্জেন্তিনা- নেদারল্যান্ডস। ভাই নেইমার না পারলেও, দাদা মেসি কি পারবেন আর্জেন্তিনাকে সেমিতে তুলতে। নাকি বাজিমাত করবে কমলা ব্রিগেড!
পরিসংখ্যানে এগিয়ে নেদারল্যান্ডস
নেদারল্যান্ডসের বিপক্ষে শেষ তিন ম্যাচে গোল করতে ব্যর্থ হয়েছে আর্জেন্তিনা। মোট পাঁচটি ফিফা বিশ্বকাপ ম্যাচে আর্জেন্তিনা এবং নেদারল্যান্ডস একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে। এই পাঁচটি খেলার মধ্যে আর্জেন্তিনা মাত্র এক বারই জিতেছে।নেদারল্যান্ড দু’টি ম্যাচ জিতেছে। দু’টি ম্যাচ ড্র হয়েছে। সব মিলিয়ে এই দুই দল একে অপরের বিপক্ষে ন’টি ম্যাচ খেলেছে। আর্জেন্তিনা তিনটি এবং ডাচরা চারটিতে জিতেছে এবং দু’টি ম্যাচ ড্র হয়েছে।
মেসিকে আটকানোর ভাবনা ক্রোট শিবিরে
হল্যান্ড শিবিরে ঘুরেফিরে আসছে একটাই নাম–মেসি। একই সঙ্গে ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্তিনার কাছে টাইব্রেকারে হারের দুঃস্বপ্নটাও ঘুরে ফিরে আসছে আলোচনায়। কী ভাবে মেসিকে আটকানো যায়, তা নিয়েই চলছে বিস্তর গবেষণা। হল্যান্ড কোচ ভ্যান গালের মাথায় মেসিকে রোখার পরিকল্পনা রয়েছে। তবে সেটা কী তিনি ভাঙেননি। ভ্যান গালের দাবি, ‘মেসিকে খেলতে দিলে বিপদ। ও গোলের গন্ধ পায়। তবে মেসি বল পায়ে না পেলে নিজে থেকে বেশি খেলার চেষ্টা করে না। তাই সাপ্লাই লাইনটা আগে বন্ধ করা দরকার। একই সঙ্গে শুধু মেসি–মেসি না ভেবে, নিজেদের খেলায় ফোকাস করা জরুরি। হল্যান্ডের মাঝমাঠ ও আক্রমণ ভাগ কোনও অংশে খারাপ নয়। হল্যান্ডের মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার ক্ষমতা আছে। তাই সেই মেজাজেই খেলা উচিত, সেমিফাইনালে যেতে।’
ভ্যান গালের প্রশংসায় পঞ্চমুখ স্কালোনি
মেসি ও আর্জেন্তিনা শিবিরের ফুটবলারদের আত্মবিশ্বাস এবং খোলামেলা মেজাজটাই হল্যান্ড ম্যাচের আগে বড় ভরসা জোগাচ্ছে আর্জেন্তিনা কোচ স্কালোনিকে। বয়সে তাঁর থেকে অনেক প্রবীণ এবং অভিজ্ঞ হল্যান্ডের কোচ ৭১ বছরের ভ্যান গালের মুখোমুখি হওয়ার আগে তাই চাপে নেই স্কালোনি। তবে ভ্যান গালকে তিনি প্রশংসায় ভরিয়ে দিয়েছেন। বললেন, ‘বিশ্বকাপের মঞ্চে এমন একজন কোচের মুখোমুখি হওয়াটা ভাগ্যের। এর আগে ক্লাব পর্যায়ে ভ্যান গালের সামনাসামনি হলেও, এটা সম্পূর্ণ ভিন্ন মঞ্চ। হল্যান্ডের খেলার একটা প্যাটার্ন আছে। শুধু আক্রমণ করলেই হবে না, প্রতিপক্ষের আক্রমণের ধার বুঝে ডিফেন্সটাও সমান জমাট রাখা দরকার। ম্যাচটা ৯০ মিনিটেই জিততে চাই। তবে অতিরিক্ত সময় বা টাইব্রেকারে গড়ালে, তার জন্য ফুটবলারদের মানসিক ভাবে প্রস্তুত থাকতে বলেছি।’
ফুরফুরে মেজাজে মেসিরা
রাশিয়া বিশ্বকাপে শুরু থেকেই অভ্যন্তরীণ সমস্যার জেরে মেসি–সহ আর্জেন্তিনা শিবিরের ফোকাসটাই নড়ে গিয়েছিল। তাতেই প্রি–কোয়ার্টারের বাধা টপকানো সম্ভব হয়নি মেসিদের। হেরেছিল ফ্রান্সের কাছে। এ বার কিন্তু সেই সমস্যা উধাও। বরং কাতারে পা দেওয়ার আগে থেকেই আর্জেন্তিনা শিবিরে সংহতির হাওয়া বইছে প্রবল ভাবে। মেসি নিজে ফুটবলারদের এক সুতোয় বাঁধার কাজটা দারুণ ভাবে চালিয়ে যাচ্ছেন টুর্নামেন্টের শুরু থেকে। ইগোর সঙ্ঘাত নেই দলে। তার সুফল মিলছে প্রতি ম্যাচে। তাতেই মেসির সেরা খেলা পাওয়া যাচ্ছে। গোল করছেন, করাচ্ছেন চাপমুক্ত ভাবে। শেষ আটে ওঠার লড়াইয়ে সামনে হল্যান্ড। কঠিন প্রতিপক্ষ। তবু এমন একটা ম্যাচের আগে মেসি রয়েছেন ফুরফুরে মেজাজে।
For all the latest Sports News Click Here