Archery World Cup: দুটো সোনা, একটা রূপো ও একটা ব্রোঞ্জ জিতে অভিযান শেষ করল ভারত
রিকার্ভ টিম ইভেন্টে ভারতের সোনার সন্ধান অব্যাহত ছিল কারণ অতনু দাস, ধীরাজ বোম্মাদেবরা এবং তরুণদীপ রাইয়ের পুরুষ দলকে সিজন-উদ্বোধনী আর্চারির ফাইনালে শুট-অফে চিনের কাছে ৪-৫ ফলে হেরে রুপোর পদ জিতে সন্তুষ্ট হতে হয়েছিল। রবিবার আন্টালিয়ায় আর্চারি বিশ্বকাপের প্রথম পর্বের ইভেন্ট। বোম্মাদেভার তাঁর প্রথম বিশ্বকাপে স্বতন্ত্র বিভাগে একটি ব্রোঞ্জ দাবি করার সঙ্গে, ভারত দুটি সোনা, একটি রূপো এবং একটি ব্রোঞ্জ সহ চারটি পদক নিয়ে সফর শেষ করেছে।
ভারতীয় রিকার্ভ তীরন্দাজ দল রবিবার এখানে ফাইনালে চীনের বিরুদ্ধে শ্যুটঅফে অল্পের জন্য হেরে বিশ্বকাপের পর্যায়-১ ফাইনালে রুপোর পদক নিশ্চিত করেছেন। তরুনদীপ রাই, অতনু দাস এবং ধীরাজ বোমাদেভরা ০-৪ পিছিয়ে থাকার পরে ম্যাচটিকে শুট-অফে নিয়ে যাওয়ার পর সমতা ফিরিয়ে আনে ভারতীয় দল, যেটি ১৩ বছরের মধ্যে তার প্রথম বিশ্বকাপ সোনা জেতার জন্য প্রতিদ্বন্দ্বিতায় রয়েছে, সমান হয়ে যায়।
আরও পড়ুন… Archery World Cup: জ্যোতি সুরেখা ভেন্নামের হাত ধরে জোড়া সোনা জিতল ভারত
ভারতীয় ত্রয়ী তখন ৪-৫ (৫৪-৫৫, ৫০-৫৬, ৫৯-৫৮, ৫৬-৫৫, ২৮-২৮) হারিয়ে যায়। লি ঝংগুয়ান, জিয়াংশুও এবং ওয়েই শাওসু চিনা দলের হয়ে নাটকীয়ভাবে জিতেছেন। এরপর, রিকার্ভ ব্যক্তিগত ইভেন্টে, সেনাবাহিনীর তীরন্দাজ ধীরাজ কাজাখস্তানের ইলফাত আব্দুলিনকে ৭-৩ গোলে পরাজিত করে রবিবার ব্রোঞ্জ পদক জিতেছেন।
আরও পড়ুন… ‘১৫টি স্যুটকেস’ নিয়ে নাকি বার্সেলোনাতে এসেছেন মেসি? PSG-র তারকাকে নিয়ে প্রশ্ন করায় বিরক্ত বার্সার কোচ জাভি
ধীরাজ এর আগেও অন্তত একটি রুপোর পদক জেতার সুযোগ পেয়েছিলেন যখন তিনি সেমিফাইনালে মোল্দোভার ডেন ওলারুর বিরুদ্ধে ৪-৬ -এ হেরে যাওয়ার আগে স্থির ৪-০ লিড নিয়েছিলেন। দুটি সোনা, একটি রূপো এবং একটি ব্রোঞ্জ পদক জিতে ভারত তাদের অভিযান শেষ করেছে। ভারত, যারা এখনও পর্যন্ত পুরুষদের রিকার্ভ টিম ইভেন্টে পাঁচটি সোনা জিতেছে, শেষবার ২০১০ সালে সাংহাইতে পুরুষদের রিকার্ভ টিম ইভেন্টে বিশ্বকাপের সোনা জিতেছিল। ম্যাচটিকে শুট-অফে নিয়ে যাওয়ার জন্য ০-৪ পিছিয়ে থাকার পরে ভারতীয় ত্রয়ী দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিল।
(আইপিএলের আরও খবরের জন্য ক্লিক করুন এই লিঙ্কে- https://bangla.hindustantimes.com/sports/ipl)
প্রথম সেট ৫৪-৫৫ এবং দ্বিতীয় সেট ৫০-৫৬ হারে ভারতের জন্য শুরুটা ছিল মন্থর। কিন্তু পরের দুটি ৫৯-৫৮, ৫৬-৫৫ গেমে জিতে স্কোর চার-চার এ সমতায় ফেরান তারা। টাই-ব্রেকে, উভয় পক্ষই ২৮-এ শেষ করেছিল, কিন্তু এক X-এর কারণে শেষ হাসি হেসেছিল চিন। বিশ্বের নং. ২৫৬ বোম্মাদেভারা, যিনি এর আগে মলদোভার অলিম্পিয়ান ড্যান ওলারুর কাছে ৫-৪-এ হেরেছিলেন, ব্রোঞ্জ-পদক প্লে অফ ম্যাচে কাজাখস্তানের ইলফাত আবদলিনকে ৭-৩।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup
For all the latest Sports News Click Here