Aparajita Apu: মরে গিয়েও বেঁচে উঠল অপু! প্রোমো দেখে ক্ষেপে লাল নেটিজেন
মরে গিয়ে, বেঁচে উঠেছে অপু! ফিরে এসেছে সে! জি বাংলায় অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অপরাজিতা অপু’। ধারাবাহিকের সাম্প্রতি পর্বে এমনটাই দেখানো হচ্ছে। ধারাবাহিকে নায়িকাদের মরে গিয়ে বেঁচে ওঠা থেকে, নতুন রূপে নতুন নামে ফিরে আসার উদাহরণ প্রচুর রয়েছে। অতীতের জবা থেকে যমুনা ঢাকিতেও দেখা গিয়েছে।
এবার একই জিনিস দেখা গিয়েছে জি বাংলার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক ‘অপরাজিতা অপুর’এর চিত্রনাট্যে। ধারাবাহিকের দিন কয়েক আগের পর্বে দেখা গিয়েছে, সানি অপুর বিবাহবার্ষিকী পালনের নাম করে পায়েসে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে। এরপর গুরুতর অসুস্থ অবস্থায় অপুকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
এই পর্ব দেখার পরই, অপুর বেঁচে উঠে ফিরে আসাটা এক প্রকার নিশ্চিত ধরে নিয়েই, দেদার ট্রোলিং শুরু করেছিলেন নেটিজেনরা। তাঁদের দাবিকে সত্যি জানিয়ে, ছদ্মবেশ নিয়ে ফিরে এসেছে অপু। এক খ্রিস্টান মহিলা মিসেস গোমেজের ছদ্মবেশে দেখা মিলেছে তাঁর। ধারাবাহিকের চিত্রনাট্য অনুযায়ী, ছদ্মবেশে অপুকে দেখে সানির চেনা চেনা মনে হলেও, তাকে দীপু সহ বাড়ির অন্যান্য সদস্যরা একেবারেই চিনতে পরাছেন না।
এ দিকে অপুর মেকআপ থেকে কণ্ঠস্বর শুনে দর্শমহলের চিনে উঠতে একটুও অসুবিধে হয়নি। চ্যানেলের তরফে ফেসবুক পেজে নতুন ভিডিয়ো শেয়ার করতেই দেদার ট্রোলিং শুরু নেটিজেনের। কমেন্ট বক্সে এক নেটিজেনের কটাক্ষ করে লিখেছেন, ‘সবার চোখে কি ছানি পড়েছে? চেহারা তো স্পষ্ট বোঝাই যাচ্ছে’, অপর এক নেটিজেন লিখেছেন, ‘আমরা তো কেউ চিনতেই পারিনি, এটা অপু’, কারও মন্তব্য, ‘এই সিরিয়াল গুলো যারা ধৈর্য ধরে দেখে তাদের মঙ্গল গ্রহে থাকা উচিত’।
For all the latest entertainment News Click Here