Ankush: ‘বিয়েটা হবে কিনা জানি না’, অঙ্কুশ-ঐন্দ্রিলার ১৩ বছরের সম্পর্কে ভাঙন?
টলিউডের অন্যতম আদর্শ জুটি তাঁরা। খুনসুটিতেই লুকিয়ে তাঁদের ভালোবাসা। আর পাঁচটা কপলের চেয়ে বরাবরই হটকে অঙ্কুশ-ঐন্দ্রিলা। ঝগড়াতেই লুকিয়ে তাঁদের প্রেম। এক দশকেরও বেশি দীর্ঘ তাঁদের সম্পর্ক। গত কয়েক বছরে বহুবার এই জুটির বিয়ের গুঞ্জন উঠে এসেছে। তবে বিয়েটা হচ্ছে হচ্ছে করেও শেষেমেশ আর হয়ে ওঠেনি। টলিগঞ্জের অন্যতম বহুপ্রতীক্ষিত বিয়ে এটি। কিন্তু অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়েটা নাকি পাকাপাকিভাবে ভেস্তে গেল? প্রেমের বর্ষপূর্তির আগে সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক অঙ্কুশ।
তবে কি অঙ্কুশ-ঐন্দ্রিলার সম্পর্কে ইতি? না, তেমন কথা বললেননি অঙ্কুশ। হেঁয়ালি বজায় রেখে লিখেছেন, ‘কিছু বিশেষ কারণে বিয়েটা হবে কিনা জানি না’। তবে প্রেমেই রয়েছেন দুজনে সেকথাও বলেছেন। কোন সমস্যার জন্য বা কী কারণে আটকে বিয়ে সেই নিয়ে বিস্তারিত কিছু লেখেননি অঙ্কুশ। ঐন্দ্রিলার সঙ্গে একটি রোম্যান্টিক ছবি পোস্ট করেন অভিনেতা। প্রেমিকার ঠোঁটে ঠোঁট রেখে অঙ্কুশ লেখেন, ‘এই ১৪ ফেব্রুয়ারি আমাদের সম্পর্কের ১৩ বছর পূর্ণ হবে। আমার জন্মদিনের এর থেকে বড় উপহার আর কী বা হতে পারে? বাকিটা ব্যক্তিগত।’ হ্যাঁ, ভ্যালেন্টাইন্স ডে-র দিন অঙ্কুশের জন্মদিনও বটে। আর ওইদিনই জুটির প্রেমের বর্ষপূর্তি। প্রত্যেকবার অঙ্কুশের জন্মদিনটা স্পেশ্যাল করে তোলেন ঐন্দ্রিলা। কেরিয়ারের শুরু থেকেই প্রেম দুজনের। সেই প্রেম জাহির করতে কোনওদিন পিছপা হননি তাঁরা। অঙ্কুশ-ঐন্দ্রিলার প্রেম বারবারই খুল্লমখুল্লা, প্রকাশ্যে পরস্পরকে ‘ভালোবাসি’ বলতে কোনওরকম আপত্তি নেই দুজনের।
একদিকে যখন টলিপাড়ায় জোর রটনা মাসখানেকের মধ্যেই অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের সানাই বাজতে চলেছে, তখন অঙ্কুশের এমন পোস্ট দেখে সন্দিহান অনেকেই। কেউ কেউ তো সন্দিহান এটা কোনও প্রচারমূলক কৌশিক কিনা, হয়ত ১৪ই ফেব্রুয়ারি বড় কোনও ধামাকা খবর শেয়ার করেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সেটা ব্যক্তিগত নাকি পেশাগত তা নিয়েও চলছে চর্চা। এ ব্যাপারে অঙ্কুশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও, নায়ককে ফোনে পাওয়া যায়নি।
অঙ্কুশের এই পোস্টে এখনও পর্যন্ত কোনওরকম মন্তব্য করেননি ঐন্দ্রিলা। তবে ফ্যানেদের কপালে চিন্তার ভাঁজ। একজন লেখেন, ‘বিশেষ কারণের গুলি মারো,ভালোবেসে থাকলে বিয়ে করে নাও।’ এক নেটিজেন লেখেন, ‘অনেক সম্পর্ক নষ্ট হতে দেখেছি, চাই না তোমাদের জুটিটা ভেঙে যাক’। অপর এক নেটিজেন লেখেন, ‘অনেকদিন তো হল, এবার তো বিয়েটা করে নিলেই পারো’।
কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে অঙ্কুশের প্রথম ওয়েব সিরিজ ‘শিকারপুর’। রীতিমতো শোরগোল ফেলেছে এই ওয়েব সিরিজ। অভিনয়ের পাশাপাশি এখন প্রযোজনাতেও হাত পাকাচ্ছেন অঙ্কুশ, সেইসব নিয়েও ব্যস্ত তিনি। পাশাপাশি ঐন্দ্রিলাও শীঘ্রই পা রাখছেন ওটিটির জগতে। আগামী ১২ই ফেব্রুয়ারি মুক্তি পাবে নায়িকার প্রথম ওয়েব সিরিজ ‘শ্বেতকালী’। তবে সবকিছুকে ছাপিয়ে প্রেমের সপ্তাহে অঙ্কুশের এমন সোশ্যাল মিডিয়া পোস্ট দেখে বেশ দুশ্চিন্তায় অনুরাগীরা।
For all the latest entertainment News Click Here