Amol Palekar: পুনের হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা অমল পালেকর, এখন আছেন কেমন?
মারাঠি এবং হিন্দি সিনেমার বর্ষীয়ান অভিনেতা অমল পালেকরকে ভর্তি করা হল হাসপাতালে। বলিউডের ‘কমন ম্যান’ হিসেবেই পরিচিত তিনি দর্শকদের কাছে। সাত থেকে আটের দশকে সত্তর তথা আশির দশকে ‘রজনীগন্ধা’, ‘ছোট সি বাত’, ‘গোলমাল’, ‘শ্রীমান শ্রীমতি’, ‘রঙ বেরঙ্গি’, ‘ভূমিকা’, ‘আনকাহি’, ‘নরম গরম’,-র মতো একাধিক ছবিতে কাজ করেছেন তিনি।
পুনের দীননাথ হাসপাতালে ভর্তি রয়েছেন অমল পালেকর। তাঁর স্ত্রী সন্ধ্যা গোখলে জানিয়েছেন এখন অবস্থা অনেকটাই স্থিতিশীল তাঁর। বুধবার তাঁকে হাসপাতালে ভর্তি করতে হয়। আপাতত ডাক্তারদের তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তাঁর।
অভিনেতার স্ত্রী জানিয়েছেন, ‘অমল পালেকরের স্বাস্থ্য নিয়ে চিন্তা করার কিছু নেই। ও সেড়ে উঠছে আর শরীরের অবস্থাও আগের থেকে ভালো।’ তাঁর কী হয়েছে জানতে চাওয়া হলে সন্ধ্যা জানান, ‘এটা পুরনো রোগ। ১০ বছর আগেও অতিরিক্ত ধূমপানের জন্য ওকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। এখন ভালোই আছে।’
শুধু অভিনেতা হিসেবে নয়, পরিচালক হিসেবেও নাম করেছেন অমল পালেকর। ২০০১ সালে তাঁর পরিচালিত মারাঠি ভাষায় তৈরি তাঁর ছবি ‘ধ্য়াস পর্ব’ জিতে নিয়েছিল জাতীয় পুরস্কার ৷ তাঁর পরিচালিত ‘কোয়েস্ট’ ছবিও জাতীয় পুরস্কারে সম্মানিত হয়েছে ৷ ১৯৮৬ সাল থেকে তিনি অভিনয় ছেড়ে পরিচালনায় মন দেন। প্রায় ২৫টি-র কাছাকাছি ছবির পরিচালনা করেছেন তিনি।
গত বছর জি ফাইভের ‘হল্লা হো’ সিনেমায় অভিনয় করেছিলেন তিনি। এক দলিত মহিলার গল্প নিয়ে তৈরি হয়েছে সিনেমা সত্যি ঘটনা অবলম্বনে।
For all the latest entertainment News Click Here