Alia Bhatt: পুত্র সন্তানের মা হবেন আলিয়া? মনের গোপন বাসনা পূরণ হবে রণবীর ঘরণির?
কাপুর খানদানের নতুন সদস্য আসছে। সেই সুখবর সোমবারই সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন কাপুর পরিবারের ‘বহুরানি’ আলিয়া। বিয়ের আড়াই মাসের মাথায় ‘রণলিয়া’ এই সুখবর দেবেন তা কেউ কল্পনাও করেননি। তবে চুপি চুপি এত সব ঘটিয়ে ফেলেছেন ‘মিস্টার অ্যান্ড মিসেস কপূর’। সোমবার সকাল থেকেই জুনিয়র কাপুরের আগমন বার্তা নিয়ে কাটাছেঁড়ায় ডুব দিয়েছে অনুরাগীরা।
২০১৭ সাল থেকে চুটিয়ে প্রেম করছেন ‘রণলিয়া’। পাঁচ বছর ডেট করবার পর দুম করে বিয়েটা সেরে ফেলেন রালিয়া। তবে বিয়ের অনেক আগে থেকেই বাচ্চার প্ল্যানিং শুরু করে ফেলেছিলেন আলিয়া। এর জন্য পিছিয়ে যেতে হবে চার বছর। ২০১৮ সালে দেওয়া এক সাক্ষাৎকারে সন্তানদের নাম ঠিক করে ফেলবার কথা জানিয়েছিলেন আলিয়া। ওই বছরই সোনম কাপুরের রিসেপশনে নিজেদের সম্পর্কে আনুষ্ঠানিক শিলমোহর দেন জুটি।
ফিল্মফেয়ারকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া জানিয়েছিলেন অন্য সকল কুড়ির কোঠার মেয়েদের চেয়ে অনেকটাই আলাদা তিনি। ২৫ পূর্ণ করবার পর থেকেই তাঁর মাথায় বাচ্চাদের নাম ঘুরপাক থেকে শুরু করেছে বলে জানিয়েছিলেন তিনি। অভিনেত্রী বলেন, ‘আমার বাচ্চাদের কী নাম হবে, তা নিয়ে আমি এখনই ভাবতে শুরু করেছি। খুব আকর্ষণীয় নাম রাখব বাচ্চাদের।’
পরের বছর এক ভিডিয়োতে নিজের সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী আকাঙ্খা রঞ্জনের সঙ্গে খোলামেলা আড্ডায় মেতেছিলেন আলিয়া। সেখানেই রণবীর ঘরণি ফাঁস করেন দুই পুত্র সন্তানের মা হওয়ার সুপ্ত বাসনা রয়েছে তাঁর।
আলিয়া মনের কথা বলে ফেলেছিলেন বছর কয়েক আগেই। এত তাড়াতাড়ি নায়িকা সেই স্বপ্নপূরণের দিকে এগিয়ে যাবেন, বোধহয় নিজেও ভাবেননি।
সোমবার ইনস্টাগ্রামে হাসপাতালে বিছানায় শুয়ে থাকা অবস্থার ছবি পোস্ট করেন আলিয়া। সেখানে আলট্রা সোনোগ্রাফির ছবি ভেসে উঠছে কম্পিউটার স্ক্রিনে, সেই দিকেই তাকিয়ে আলিয়া এবং তাঁর পাশে বসে থাকা রণবীর। এই ছবি পোস্ট করে আলিয়া লেখেন, ‘আমাদের বেবি আসছে খুব শীঘ্রই’।
আপতত নিজের ডেবিউ হলিউড ছবির শ্যুটিং-এ লন্ডনে রয়েছেন আলিয়া। কাজ নিয়ে বেজায় ব্যস্ত হবু মা। রণবীরও খুব ব্যস্ত নিজের আসন্ন ছবি ‘শামশেরা’র প্রচারে। হাতে রয়েছে ‘ব্রহ্মাস্ত্র’র প্রমোশ্যানাল ইভেন্টও। আগামী ৯ই সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে রণবীর-আলিয়া জুটির এই ছবি।
For all the latest entertainment News Click Here