Alia Bhatt: টানা ৩ মাস এই খাবার খেয়েছেন আলিয়া, বছর শেষে ভক্তদের দিলেন সেরা উপহার
২০২২-এর স্মরণীয় কিছু মুহূর্তের ছবির ভিডিয়ো মন্তাজ শেয়ার করে নিলেন আলিয়া ভাট। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় খুব জনপ্রিয় এই সুন্দরী। এবারের এই পোস্টও ভাইরাল। যেখানে রয়েছে তাঁর বিয়ের অদেখা ছবি, প্রেগন্যান্সির জার্নি, ভ্যাকেশনের, সঙ্গে প্রেগন্যান্সির মাঝের তিন মাস রোজ যেই খাবার খেতেন সেটারও ছবি।
এই পোস্টের ক্যাপশনে আলিয়া লিখলেন, ‘সেই ছবিগুলো যা ২০২২ সালে গ্রামে (ইনস্টাগ্রাম) জায়গা করে নিতে পারেনি।’ পোস্টের শুরুটা ছিল ক্যামেরায় চোখ লাগিয়ে ছবি তুলছেন আলিয়া।
একটা ছবিতে দেখা গেল নিজের বিয়ের পোশাকের ট্রায়াল দিচ্ছেন তিনি। রয়েছে দিদি শাহিনের সঙ্গে লন্ডন ভ্যাকেশনের বেশকিছু ছবিও। সঙ্গে আলিয়ার হলিউড ডেবিউ ‘হার্ট অফ স্টোন’-এর কিছু মুহূর্তও ভাগ করে নিয়েছেন সকলের সঙ্গে। প্রেগন্যান্সির সময়তেই নিজের হলি প্রোজেক্টে কাজ করেছেন আলিয়া। এই ছবিতে তাঁকে দেখা যাবে গাল গ্যাডোটের সঙ্গে।
সঙ্গে আলিয়ার এই পোস্টের আরেক আকর্ষণ হল এক বাটি মুসলি, রণবীর-পত্নী নিজেই জানালেন প্রেগন্যান্সির সেকেন্ড ট্রায়মেস্টারে মাস রোজ তাঁর ডায়েটে থাকত এই খাবার। যোগ করেছেন মেয়ে রাহার জন্মের পর প্রথম যোগায় যাওয়ার দিনের ছবিও।
প্রসঙ্গত, ২০২২ আলিয়ার ঝুলিতে পুরে দিয়েছে অনেক কিছু। তাই বছরের শেষেও কিছু মিষ্টি উপহার দিলেন তিনি অনুরাগীদের। বছরের শুরুতেই বসে পড়েন বিয়ের পিঁড়িতে। রণবীরের বাড়ি ‘বাস্তু’-তেই হাতে গোনা কিছু পরিবারের সদস্য আর বন্ধুদের নিয়ে করে ফেলেন বিয়েটা। তারপর জুনে দেন মা হওয়ার খবর। সেই সময় দেখা গিয়েছিল ইউএসজি করা হচ্ছে তাঁর, পাশে রণবীর। সেইসময় ইউরোপেই ছিলেন আলিয়া ‘হার্ট অফ স্টোন’-এর কাজে। এরপর দেশে ফিরে শুরু করেন ‘কি অ্যান্ড কা’-র শ্যুট। যা শেষ হলেই শুরু করে দেন ‘ব্রহ্মাস্ত্র’র প্রচার। ২০২২ সালের সবচেয়ে বেশি উপার্জিত বলিউড ছবি এটি। নভেম্বরে রণবীর-আলিয়ার কোল আলো করে আসে মেয়ে। নাম রাখেন রাহা।
রাহাকে নিয়ে রণবীর-আলিয়ার নতুন বছরকে স্বাগত জানানোর ছবি দেখার অপেক্ষায় আছেন ‘রালিয়া’ ভক্তরা।
For all the latest entertainment News Click Here