Alex Carey: রান পাচ্ছেন না, মন খচখচ করছে অজি কিপার অ্যালেক্স ক্যারির
শুভব্রত মুখার্জি: চলতি বর্ডার-গাভাসকার ট্রফিতে আপাতত ২-১ ফলে এগিয়ে রয়েছে ভারতীয় দল। নাগপুর এবং দিল্লি টেস্টে হারের পর ইন্দোর টেস্টে জিতে সিরিজে ফিরে এসেছে অস্ট্রেলিয়া দল। সিরিজে অজি ব্যাটারদের ভারতের স্পিনের বিরুদ্ধে ব্যর্থতার কারণে ভুগতে হয়েছে তাদের। যাদের মধ্যে অজি কিপার ব্যাটার অ্যালেক্স ক্যারিও ব্যাট হাতে একেবারেই ভালো ফর্মে নেই। বেশ কয়েকবার রিভার্স সুইপ এমনকি সুইপ খেলতে গিয়ে নিজের উইকেট ছুঁড়ে দিয়েছেন তিনি। যে কারণে ঘরে বাইরে সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। তবে এবার ব্যাট হাতেও দলের হয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে বদ্ধপরিকর তিনি। সেকথাই স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন তিনি।
প্রথম দুই টেস্টে ভারতীয় দলের ব্যাটিং গভীরতা পার্থক্য গড়ে দিয়েছিল অস্ট্রেলিয়া দলের সঙ্গে। ক্যারিদের ব্যাটিং ব্যর্থতায় ন্যূনতম লড়াইটুকুও করতে পারেনি অজিরা। অজিদের লোয়ার মিডল অর্ডার কোনও রকম প্রতিরোধ গড়ে তুলতে পারেনি নাগপুর বা দিল্লি টেস্টে। বিষয়টি নিয়ে বলতে গিয়ে অ্যালেক্স ক্যারি জানিয়েছেন, ‘আমরা জানি টেলএন্ডে আমাদের যতটা রান করার কথা ছিল তার ছিটেফোঁটাও আমরা করতে পারিনি। আমরা এটাও বুঝি ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ অত্যন্ত শক্তিশালী। তাদের মিডল এবং লোয়ার মিডল অর্ডার বিশেষ করে শক্তিশালী। বিষয়টি নিয়ে আমরা আলোচনা করেছি। কীভাবে আমরাও দলের হয়ে লোয়ার মিডল অর্ডারে দলের হয়ে গুরুত্বপূর্ণ রান করতে পারি তা নিয়ে আলোচনা হয়েছে। আমি দলের হয়ে গুরুত্বপূর্ণ রান করতে চাই। আরও ১০-১৫ রান দলের হয়ে যোগ করতে চাই।’
ভারতে নিজের কিপিং নিয়ে বলতে গিয়ে ক্যারি জানিয়েছেন, ‘আমি নিয়মিত সবার সঙ্গে কথা বলেছি। অস্ট্রেলিয়ার হয়ে যারা খেলেছেন ভারতের পিচে তাদের সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ রয়েছে। হ্যাডিন (ব্র্যাড), গিলক্রিস্ট (অ্যাডাম) এবং হিলির (ইয়ান) সঙ্গে আমার নিয়মিত কথা হয়েছে। আমি মনে করি আমাদের ট্রেনিং উইকেটগুলোও যথেষ্ট কঠিন। এখানে অনুশীলন করা খুব কঠিন। ট্রেনিং উইকেটে আমাদের বোলারদের বিরুদ্ধে অনুশীলন করাতে আমার অনেক সুবিধা হয়েছে। অস্ট্রেলিয়াতে আমরা অনেক সময়েই এটা করি না। নেটগুলো একটু ছোট হয়। আমরা পিছনে দাঁড়িয়ে অনুশীলন করি।’
For all the latest Sports News Click Here