Ajay Devgn: হিন্দি বিতর্ক? নতুন ‘RRR’-এর ট্রেলার থেকে বাদ অজয় দেবগণের নাম!
‘হিন্দি বিতর্কে’ উত্তাল বলিউড এবং দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রি। এরই মধ্যে সদ্য় মুক্তিপ্রাপ্ত ‘RRR’-এর নতুন ট্রেলারের শিরোনাম থেকে নাম দেওয়া হয়েছে অজয় দেবগণের। তেলুগু, তামিল, কন্নড় এবং মালয়ালম ভাষায় OTT প্ল্যাটফর্ম Zee5-এ আগামী ২০ মে থেকে RRR-এর প্রিমিয়ার হতে চলেছে।
শুক্রবার Zee5-এর ইউটিউবে চারটি ভাষায় প্রিমিয়ারের নতুন ট্রেলার প্রকাশ করেছে। সেখানে বলিউড তারকা অজয় দেবগণ এবং আলিয়া ভাটের নাম তাঁদের শিরোনামে নেই। টলিউড তারকা রামচরণ এবং এনটিআরের নাম রয়েছে। এ দিকে গত বছর ৯ ডিসেম্বর মুক্তিপ্রাপ্ত ‘RRR’-এর তেলুগু, তামিল, কন্নড় এবং মালয়ালম ভাষার ট্রেলারে এনটিআর, রামচরণের পাশাপাশি অজয় দেবগণ এবং আলিয়া ভাটের নাম শিরোনামে ছিল।
‘RRR’-এর নতুন তেলুগু ট্রেলার, বাদ অজয় এবং আলিয়ার নাম-
‘RRR’-এর পুরনো ট্রেলার, যেখানে অজয় এবং আলিয়ার নাম ছিল-
নতুন ট্রেলারের শিরোনাম থেকে আলিয়া ভাটের পাশাপাশি অজয় দেবগণের নাম বাদ দেওয়া সাম্প্রতিক হিন্দি বিতর্কের সঙ্গে যুক্ত করা হচ্ছে।
হিন্দি ভাষা নিয়ে অজয় দেবগণ এবং কিচ্চা সুদীপের মধ্যে টুইট বিতর্ক হয়েছিল-
‘RRR’ এবং ‘KGF 2’ ছবি রিলিজের পর, হিন্দি ভাষা নিয়ে পুরনো বিতর্ক আবার দেখা দেয়। কন্নড় চলচ্চিত্র অভিনেতা কিচ্চা সুদীপ সম্প্রতি একটি সাক্ষাত্কারে বলেছিলেন যে তিনি হিন্দিকে জাতীয় ভাষা হিসাবে বিবেচনা করেন না। এরপর অজয় দেবগণও পালটা মন্তব্য করতে ভোলেননি।
অজয় টুইট করে সুদীপকে জিজ্ঞাসা করেছিলেন, তিনি হিন্দিকে জাতীয় ভাষা হিসাবে বিবেচনা না করলে, তবে নিজের ছবিগুলি হিন্দিতে কেন ডাব করেন? এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। পরে অজয় বিষয়টি শেষ করে বলেন যে কিচ্চা তাঁর বন্ধু এবং অনুবাদের কারণে ভুল বোঝাবুঝি হয়েছে। তিনি সব ভাষাকে সম্মান করেন।
For all the latest entertainment News Click Here