ACC-র বৈঠকে প্রস্তাবিত চার দেশীয় সিরিজ নিয়ে সৌরভের দারস্থ হবেন রামিজ
শুভব্রত মুখার্জি
ভারত এবং পাকিস্তান এই দুই প্রতিবেশী দেশের রাজনৈতিক এবং কূটনৈতিক সম্পর্কের অবনতি ঘটেছে দীর্ঘদিন। যার প্রভাব পড়েছে ক্রীড়াক্ষেত্রেও। ফলে প্রায় এক দশকের বেশি সময় ধরে ভারত বনাম পাকিস্তানের ক্রিকেটে দ্বিপাক্ষিক সিরিজ হয় না। সেই জায়গায় দাঁড়িয়ে চলতি বছরের জানুয়ারি মাসে পাকিস্তান ক্রিকেট বোর্ড অর্থাৎ পিসিবির চেয়ারম্যান রামিজ রাজা প্রস্তাব রেখেছিলেন নিরপেক্ষ ভেন্যুতে ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড, এই চার দেশকে নিয়ে আয়োজন করা হোক চার দেশীয় টুর্নামেন্ট।
সেই টুর্নামেন্ট থেকে যা লাভ করা হবে সেই লাভের অঙ্ক ভাগ করে দেওয়া হবে আইসিসির সমস্ত সদস্য দেশকে। এবার সেই প্রস্তাব নিয়েই ফের একবার সরাসরি বিসিসিআইয়ের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে কথা বলবেন বলে জানালেন পিসিবি চেয়ারম্যান রামিজ রাজা। এ মাসের ১৯ তারিখ এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বৈঠক বসতে চলেছে। সেখানেই সৌরভের সঙ্গে চার দেশীয় সিরিজ নিয়ে কথা বলবেন বলে জানালেন রামিজ। উল্লেখ্য আইসিসি এবং এসিসি আয়োজিত যথাক্রমে টি-২০ বিশ্বকাপ ও এশিয়া কাপে ফের দেখা হবে দুই দেশের।
ভারতের তরফে অভিযোগ পাকিস্তান সন্ত্রাসে মদত দেওয়া বন্ধ না করলে ক্রিকেট মাঠে ভারত-পাকিস্তান দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব নয়। এই কথা ভারত সরকারের তরফে অফিসিয়ালি বলা হয়েছিল। ফলে কেন্দ্রীয় সরকার অনুমতি না দিলে পাকিস্তানের বিরুদ্ধে খেলা সম্ভব নয় একথা বিলক্ষণ জানে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ড। করোনা আবহে পাক বোর্ডের আর্থিক অবস্থাও ভাল নয়। ভারতের বিরুদ্ধে সিরিজ এই সমস্যা দূর করতে পারে বলেই মনে করছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান রামিজ রাজা। ফলে ভারতের সঙ্গে যে কোনও মূল্যে খেলতে আগ্রহী তারা। দ্বিপাক্ষিক সিরিজ সম্ভব নয় বুঝে চার দেশীয় সিরিজের ভাবনা ভেবেছেন রামিজ । আর সেই প্রস্তাব নিয়েই এবার অফিসিয়ালি বিসিসিআই সভাপতি সৌরভের দারস্থ হবেন তিনি।
করাচি আন্তর্জাতিক স্টেডিয়ামে সাংবাদিকদের রামিজ বলেন, ‘বিষয়টি নিয়ে আমি সৌরভের সঙ্গে কথা বলব। আমরা দু’জনেই জাতীয় দলের প্রাক্তন ক্রিকেটার ও অধিনায়ক। আমাদের কাছে ক্রিকেট রাজনীতি নয়। ভারত যদি এই প্রস্তাবে রাজি না হয় তাহলে, পাকিস্তান-অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড এই তিন দলকে নিয়েই একটা টুর্নামেন্ট হতে পারে।’ রামিজের আশা ভারতীয় দল পাকিস্তানে যাবে এশিয়া কাপ খেলতে। প্রসঙ্গত, এই চার দেশীয় টুর্নামেন্টের প্রস্তাব আগেই নাকচ করে দিয়েছিল বিসিসিআই। বোর্ড সচিব জয় শাহ জানিয়েছিলেন গোটা বিশ্বে ক্রিকেটের উন্নতির জন্য বোর্ডের একাধিক দীর্ঘমেয়াদী প্রকল্প আছে। স্বল্পমেয়াদী কোনও উদ্যোগে আগ্রহ নেই ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের।
For all the latest Sports News Click Here