Abu Dhabi T10: টুর্নামেন্টের সেরা ব্যাটিং ও সেরা বোলিং, একই ম্যাচে জোড়া রেকর্ড
শুভব্রত মুখার্জি
আমীরশাহিতে কার্যত মরুঝড়ের সাক্ষী থাকল ক্রিকেট সমর্থকরা। টম কোহলার-ক্যাডমোরের ব্যাটিং ঝড়ে কার্যত উড়ে গেল বাংলা টাইগার্স। ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং টম কোহলারের দুরন্ত পারফরম্যান্সে ভর করে চলতি টি-১০ লিগে ডেকান গ্ল্যাডিয়েটর্স হারিয়ে দিল বাংলা টাইগার্স দলকে। মাত্র ৩৯ বলে ৯৬ রানের এক মারকাটারি ইনিংস খেলেন টম।
উল্লেখ্য, আবু ধাবি টি-১০ লিগের ইতিহাসে এটি সর্বাধিক ব্যক্তিগত স্কোর। টমের ইনিংসে ভর করে বাংলা টাইগার্স দলের বিরুদ্ধে ৬২ রানের বড় জয় তুলে নিল ডেকান গ্ল্যাডিয়েটর্স দল।
রান তাড়া করতে নামা বাংলার ব্যাটারদের কার্যত বোতলবন্দি করে ফেলেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। তিনি ৫ উইকেট শিকার করেন। ফলে ফ্যাফ ডু’প্লেসির দল মাত্র ৭৮ রানে আটকে যায়। এই জয়ের ফলে তাদের সপ্তম জয়ের সাথে ১৪ পয়েন্ট নিয়ে তারা তালিকায় শীর্ষে পৌঁছে যায়।
প্রথমে ব্যাট করে এদিন ডেকান টমের ইনিংসে ভর করে ১৪০ রান করতে সমর্থ হয়। হজরতউল্লাহ জাজাই টমের ইনিংসের প্রথম দিকে তার সহজ ক্যাচ ফেলে দেন। কোহলারের হাফ-সেঞ্চুরি ছাড়া রাসেল ২৬ ও ওডিন স্মিথ ১২ রান করেন।
রান তাড়ার সময় হাসারাঙ্গার পরপর দুই বলে করিম জানাত এবং জনসন চার্লস আউট হয়ে যাওয়ায় বাংলার স্কোর দাঁড়ায় ২৬/৪। সেখান থেকে তারা আর ঘুরে দাঁড়াতে পারেনি। হাসারাঙ্গা ৮ রানের বিনিময়ে ৫ উইকেট দখল করেন। টুর্নামেন্টের ইতিহাসে এটি সেরা বোলিংয়ের রেকর্ড। হাসারাঙ্গা ভেঙে দেন প্রবীণ তাম্বের নজির। তাম্বে ২০১৮ সালে ১৫ রানের বিনিময়ে ৫ উইকেট নিয়েছিলেন।
For all the latest Sports News Click Here