Abir Chatterjee: ডেঙ্গিতে আক্রান্ত অভিনেতা আবির চট্টোপাধ্য়ায়! কেমন আছেন?
রাজ্যে ক্রমশও বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। নতুন করে একাধিক ডেঙ্গি আক্রান্তের খোঁজ মিলছে। এবার ডেঙ্গিতে আক্রান্ত টলিউড অভিনেতা আবির চট্টোপাধ্যায়। সোমবার রাতে ডেঙ্গিতে আক্রান্ত হন তিনি। অভিনেতার পরিবারের তরফে এই খবর নিশ্চিত করা হয়েছে।
আবিরের স্ত্রী নন্দিনী চট্টোপাধ্যায় জানিয়েছেন, গায়ে জ্বর ছিল অভিনেতার। এরপরই তাঁরা চিকিৎসকের পরামর্শ নেন। সোমবার রাতে রক্তপরীক্ষার রিপোর্ট হাতে পেলে জানতে পারেন, ডেঙ্গিতে আক্রান্ত অভিনেতা। আপাতত বাড়িতেই আছেন আবির। গায়ে জ্বর থাকলেও চিকিৎসকরা বলেছেন, চিন্তার তেমন কিছু নেই। অভিনেতার শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল। আপাতত এক সপ্তাহ বিশ্রামের প্রয়োজন তাঁর। আরও পড়ুন: ডেঙ্গিতে কমেনি জেল্লা, আয়ুষের বার্থডে পার্টিতে প্রধান আকর্ষণ সলমন
পুজোর ছুটি কাটিয়ে ধারাবাহিক আর ছবির শ্যুটিং শুরু হয়ে গিয়েছে টেলি পাড়ায়। এরপরই একের পর এক অভিনেতা এবং কলাকুশলীদের ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার খবর সামনে এসেছে। আরও পড়ুন: জন্মদিনের রাতে পরিবারের সঙ্গে ডিনারে সোনি রাজদান, আলিয়ারা কোথায়?
প্রসঙ্গত, চলতি বছর বক্স অফিসের রিপোর্ট কার্ড বলছে পুজোয় রিলিজ হওয়া বাংলা ছবির মধ্যে সবচেয়ে এগিয়ে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’। বক্স অফিসে ঝড় তুলেছে এই ছবি। প্রথম তিনদিনে ‘কর্ণসুবর্ণের গুপ্তধন’-এর আয় কমবেশি ২ কোটির কাছাকাছি। পেশায় ইতিহাসের প্রফেসার সুবর্ণ সেন ওরফে সোনাদার চরিত্রে এই ছবিতে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্য়ায়। সোনাদার চরিত্রে আবিরকে শুরু থেকেই আপন করে নিয়েছে দর্শক।
For all the latest entertainment News Click Here