Aami O Apu: সাদা কালো পর্দায় ফিরছে ‘আমি ও অপু’, ১১ মার্চ সিনেমা হলে ছবি মুক্তি
অপুর কাহিনি বারবারই উঠে এসেছে বড়পর্দায়। সাদা কালো পর্দায় আবার ফিরছে অপু এবং দুর্গা। পরিচালক সুমন মৈত্রের ছবি ‘আমি ও অপু’। ঘোষণা হল ছবি মুক্তির তারিখ। আগামী ১১ মার্চ সিনেমা হলে মুক্তি পেতে চলেছে এই ছবি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ‘পথের পাঁচালী’ অবলম্বনে তৈরি হচ্ছে ‘আমি ও অপু’।
‘দশমী’ ছবি মুক্তির দীর্ঘদিন পর এই ছবি তৈরি করতে চলেছেন সুমন। ‘দশমী’তে অভিনয় করেছিলেন ইন্দ্রনীল সেনগুপ্ত ও কোয়েল মল্লিক। এবার পরিচালক নিয়ে আসছেন এক অন্য স্বাদের গল্প। সত্যজিত রায়ের জন্মশতবর্ষে এই ছবির মধ্যে দিয়ে তাঁকে শ্রদ্ধার্ঘ্য জানাচ্ছেন পরিচালক।
নিশ্চিন্দিপুরের বাসিন্দা অপু ও দুর্গা। দুই ভাইবোনের টক-মিষ্টি সম্পর্ক ফুটে উঠবে এই ছবিতে। সাদা-কালো ফ্রেমে তৈরি হবে এই ছবি। অন্য ছবিগুলিতে যেমন দুর্গা মারা যাওয়ার পরে অপুর জীবন নিয়ে কাহিনি বলা হয়েছে। কিন্তু এই ছবিতে গল্পে ফুটে উঠবে অপু-দুর্গার ছোটবেলার কাহিনি বিস্মৃত ভাবে।
ছবিতে অভিনয় করছেন ইশান রানা, প্রকৃতি পূজারি, আনন্দ এস চৌধুরী, সুশীল শিকারিয়া, ধ্রুব দেবনাথ, সৌমিত্র ঘোষ, অশোক গঙ্গোপাধ্য়ায়, পার্থ মুখোপাধ্যায়, অমৃতা হালদার, প্রদীপ বিশ্বাস, আরাত্রিকা গুহ সহ অন্যান্যরা। প্রযোজনায় পল্লবী চট্টোপাধ্যায়, দেবাশীষ মিত্র, রতন সাহা, শতদীপ সাহা। ছবির গল্প আবর্তিত হয়েছে অপু-দুর্গার সেই ছোটবেলার কাহিনি ঘিরে। আগামী ১১ই মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘আমি ও অপু’।
For all the latest entertainment News Click Here