BENG vs UKHND Ranji Trophy Live: উত্তরাখণ্ডকে সস্তায় গুটিয়ে দেওয়াই লক্ষ্য বাংলার
অত্যন্ত ইতিবাচকভাবে চলতি রঞ্জি ট্রফি মরশুম শুরু করেছে বাংলা। ইডেনের প্রথম ম্যাচে তারা শক্তিশালী উত্তরপ্রেদশের বিরুদ্ধে দাপুটে জয় তুলে নেয়। পরে ঘরের মাঠেই দ্বিতীয় ম্যাচে হিমাচলপ্রদেশের বিরুদ্ধেও দাপট দেখায়। যদিও ৩ পয়েন্টেই সন্তুষ্ট থাকতে হয় মনোজ তিওয়ারিদের। তৃতীয় ম্যাচে নাগাল্যান্ডকে তাদের ঘরের মাঠে এক ইনিংসের ব্যবধানে বিধ্বস্ত করে বাংলা। এবার টুর্নামেন্টের চতুর্থ লিগ ম্যাচে মনোজদের প্রতিপক্ষ উত্তরাখণ্ড। অ্যাওয়ে ম্যাচ থেকে ফের পুরো পয়েন্ট তুলে নেওয়ার হাতছানি রয়েছে বাংলা ক্রিকেট দলের সামনে। আপাতত টস হারা সত্ত্বেও ম্যাচে প্রথম দু’দিনে দাপট দেখায় বাংলা। সন্দেহ নেই তৃতীয় দিনেও উত্তরাখণ্ডের উপরে ছড়ি ঘোরাতে বদ্ধপরিকর মনোজরা।
দ্বিতীয় দিনের স্কোর
দ্বিতীয় দিনে বাংলা তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৩৮৭ রানে। তারা ১২০.৫ ওভার ব্যাট করে। অভিমন্যু ঈশ্বরন ১৪টি চার ও ১টি ছক্কার সাহায্যে ২৮৭ বলে ১৬৫ রান করে আউট হন। শাহবাজ আহমেদ অপরাজিত থাকেন ৪০ রান করে। ৬৮ বলের ইনিংসে তিনি ৬টি চার মারেন। মায়াঙ্ক মিশ্র ৯৫ রানে ৬টি উইকেট নেন। পালটা ব্যাট করতে নেমে উত্তরাখণ্ড দ্বিতীয় দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৬ উইকেটের বিনিময়ে ১০৪ রান তোলে। তারা ৪৩ ওভার ব্যাট করে। কুণাল চাণ্ডেলা ১২৪ বলে ৪০ রান করে অপরাজিত থাকেন। তিনি ৫টি চার মেরেছেন। ৭১ বলে ৩২ রান করে নট-আউট থাকেন অখিল রাওয়াত। তিনি ৬টি চার মেরেছেন। বাংলার হয়ে ২টি করে উইকেট নেন শাহবাজ আহমেদ, আকাশ দীপ ও প্রদীপ্ত প্রামানিক।
প্রথম দিনের স্কোর
দেরাদুনে টস হেরে শুরুতে ব্যাট করতে নেমে বাংলা প্রথম দিনের শেষে তাদের প্রথম ইনিংসে ৩ উইকেটের বিনিময়ে ২৬৯ রান তোলে। তারা প্রথম দিনে সাকুল্যে ৮৪.৩ ওভার ব্যাট করে। সায়ন শেখর মণ্ডল ১৮, সুদীপ ঘরামি ৯০ ও অনুষ্টুপ মজুমদার ৩ রান করে আউট হন। অভিমন্যু ঈশ্বরন শতরান করেন। দিনের শেষে তিনি অপরাজিত থাকেন ব্যক্তিগত ১৪১ রানে। প্রথম দিনে উত্তরাখণ্ডের হয়ে ৩টি উইকেটই নেন মায়াঙ্ক মিশ্র।
For all the latest Sports News Click Here