বিতর্ক এড়িয়ে উড়ছে ‘প্রজাপতি’, বছরের প্রথম দিনই রেকর্ড ব্যবসা দেব-মিঠুনের ছবির
‘মিঠুন চক্রবর্তীকে নিয়ে সিনেমা বানানোয় ফ্লপ হয়েছে প্রজাপতি’, তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষের এই বিতর্কিত মন্তব্য নিয়ে গত কয়েকদিন ধরেই উত্তাল রাজ্য-রাজনীতি। মিঠুন চক্রবর্তীর অভিনয়ের সমালোচনা করেছেন কুণাল ঘোষ- এটা হজম করতে পারেননি অনেকেই। নন্দনে ‘প্রজাপতি’র জায়গা না পাওয়া নিয়েও কমচর্চা হয়নি। কিন্তু এতোকিছুর মাঝে অনেকেরই প্রশ্ন কেমন ব্যবসা করল দেবের এই ছবি?
বছরের শেষলগ্নে একইদিনে মুক্তি পেয়েছে মিঠুন-দেবের ‘প্রজাপতি’, ইন্দ্রনীল সেনগুপ্ত অভিনীত ‘হত্যাপুরী’ এবং পরিচালক জুটি শিবপ্রসাদ-নন্দিতা রায়ের ‘হামি ২’। টাকার অঙ্কের নিরিখে এই তিন ছবির মধ্যে সবচেয়ে বেশি ব্যবসা করেছে ‘প্রজাপতি’। হ্যাঁ, সূত্রের খবর এই ছবি মুক্তির প্রথম সপ্তাহে ২ কোটি ১৭ লক্ষ টাকা আয় করেছে। যা একথায় দুর্দান্ত! প্রথম সপ্তাহে এই ছবির শো সংখ্যা ছিল ১৮৯, দ্বিতীয় সপ্তাহে তা একলাফে বেড়ে দাঁড়িয়েছে ২৮৯-এ! এই পরিসংখ্য়ানই বলে দিচ্ছে দর্শক এই ছবি নিয়ে কতখানি আগ্রহী।
দ্বিতীয় সপ্তাহেও ধামেকেদার শুরু করেছে এই ছবি। বছরের প্রথম দিন কত কোটির ব্যবসা করল এই ছবি? অজন্তা’ সিনেমা হলের কর্ণধার তথা ডিস্টিবিউটর শতদীপ সাহা টুইটারে জানান বছরের প্রথম দিন ১ কোটি টাকার ব্যবসা করেছে ‘প্রজাপতি’। সেই টুইট রি-টুইট করেন ছবির প্রযোজক তথা অভিনেতা দেব। বোঝাই যাচ্ছে এই পরিসংখ্যানে শিলমোহর দিচ্ছেন প্রযোজক নিজে।
বক্স অফিস বিশেষজ্ঞ পঙ্কজ লাডিয়া টুইটারে লেখেন, প্রথম সপ্তাহের তুলনায় দ্বিতীয় সপ্তাহে ‘প্রজাপতি’র কালেকশন ১০০% বেড়েছে। তা প্রশংসনীয়। এই টুইটের জবাবে দেব লেখেন, ‘ধন্যবাদ, (দর্শকের) মনে এবং বক্স অফিসে রাজত্ব করছে প্রজাপতি’।
টলিউডের বক্স অফিসের সর্বাধিক রেকর্ড দেবের দখলেই। ‘প্রজাপতি’র সাফল্য কি প্রমাণ করল সুপারস্টার ম্যাজিক এখনও ফিকে হয়নি? দেব নিজে কিন্তু সেকথা মানতে না-রাজ। তাঁর কথায়, অভিনেতারা শুরুতে দর্শক টানতে সফল হলেও ছবির হিট বা ফ্লপ হওয়াটা নির্ভর করে গল্পের উপর।
নতুন বছরে প্রজাপতির হাত ধরে দুর্দান্ত উড়ান শুরু হল বাংলা ছবির। ক্রিসমাসে মুক্তি পাওয়া অপর দুই বাংলা ছবিও ভালো দর্শক টানছে হলে। তাই সব মিলিয়ে বাংলা ছবি অনেকখানি এগিয়ে গেল ২০২৩-এর গোড়ায়, তা স্পষ্টভাবেই বলা যায়। এখন প্রশ্ন হল, প্রজাপতির কালেকশন জানার পরেও কি এই ছবিকে ‘ফ্লপ’ বলবেন কুণাল ঘোষ? সোশ্যাল মিডিয়ায় দেব-ভক্তরা এই প্রশ্নের জবাব জানতে চাইছেন!
মিঠুনের সঙ্গে ছবি করার প্রসঙ্গে দেব অবশ্য নিজের অবস্থান আগেই স্পষ্ট করেছেন। ‘অযথা বিতর্ক’ তৈরি করতে না-চাইলেও তৃণমূল সাংসদের সাফ কথা, ‘প্রয়োজনে আবার মিঠুনদাকে নেব। মিঠুনদাকে স্ক্রিপ্ট অনুযায়ী প্রয়োজন পরলে আবারও নেব। উনি হ্যাঁ বা না বলতে পারেন ওঁর ইচ্ছা অনুযায়ী।’
প্রসঙ্গত, পরিচালক অভিজিৎ সেনের ‘প্রজাপতি’তে বাবা-ছেলের ভূমিকায় দেখা গিয়েছে মিঠুন ও দেবকে। এই ছবিতে দেখা মিলেছে মমতা শঙ্কর, কণীনিকা বন্দ্যোপাধ্যায়, অম্বরীশ ভট্টাচার্য, শ্বেতা ভট্টাচার্য, কৌশানি মুখোপাধ্যায়েরও।
For all the latest entertainment News Click Here