কাউকোর পরিবর্তে সুয়ারেজের দেশের ফুটবলারকে সই করাল ATK মোহনবাগান
জনি কাউকোর অভাববোধ ভালো ভাবেই বুঝতে পাচ্ছিল এটিকে মোহনবাগান। তাই জনি কাউকোর পরিবর্ত খুঁজে ফেলল সবুজ মেরুন। অনেক দিন ধরেই কাউকোর পরিবর্ত খুঁজছিলেন বাগান কর্তারা। বেশ কয়েক জন ফুটবলার তাদের নজরেও এসেছিল। অবশেষে ট্রান্সফার উইন্ডো খুলতেই নতুন বিদেশি ফুটবলারকে সই করিয়ে নিল এটিকে মোহনবাগানের কর্তারা। উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডার ফেডরিকো গ্যালেগোকে নিজেদের পরিবারে নিল গঙ্গা পাড়ের এই ক্লাব। আপাতত ৬ মাসের জন্য বাগান জার্সিতে দেখা যাবে তাঁকে। এর আগেও ভারতে খেলে গিয়েছেন ফেডরিকো। নর্থ ইস্টের হয়ে খেলেছিলেন তিনি। ফলে ভারতীয় ফুটবলকে নতুন ভাবে বোঝাতে হবে না তাঁকে।
আরও পড়ুন… ভিডিয়ো-বিশ্বমানের ফ্রি-কিকের গোল পেলেকে উৎসর্গ করলেন ইস্টবেঙ্গলের অধিনায়ক ক্লেটন সিলভা
২০১৮ সালে আইএসএলে খেলতে এসেছিলেন ফেডরিকো। বস্টন রিভার থেকে লোনে এসেছিলেন তিনি। পরের মরশুমেই তাঁকে সই করানো হয়। গত মরশুমে সেই ভাবে খেলতে পারেননি তিনি। হাঁটুর চোটের জন্য মাঝ মরশুমেই ছিটকে যেতে হয়েছিল উরুগুয়ের অ্যাটাকিং মিডফিল্ডারকে। আইএসএলে নর্থ ইস্টের হয়ে ৪৭টি ম্যাচ খেলেছেন তিনি। তাঁর ঝুলিতে রয়েছে ৯টি গোল। উরুগুয়ের দ্বিতীয় ডিভিশন ক্লাব সুদ আমেরিকার হয়ে খেলেছেন গ্যালেগো। উরুগুয়ের এই ফুটবলারকে সামনে রেখেই কাউকোর অভাব মেটাতে চান ফেরান্দো।
আরও পড়ুন… উনুনের রান্নার স্বাদই আলাদা- রাজস্থানের খাঁটি খাবার উপভোগ করলেন সচিন তেন্ডুলকর
শুধু গ্যালোগোকে নয়, মিজোরামের তরুণ ফুটবলার লালথাতুঙ্গা খাওরিংকে সাড়ে ৩ বছরের জন্য সই করাল এটিকে মোহনবাগান। গত দেড় বছর কেরালা ব্লাস্টার্সে খেলেছেন তিনি। শুধু আইএসএলের জন্য নয়। আইএফএ শিল্ড সহ ভারতীয় ফুটবলের একাধিক টুর্নামেন্টের জন্য দলের শক্তি বাড়াল এটিকে মোহনবাগান। ভারতের হয়ে অনূর্ধ্ব-২০ এএফসি কাপে খেলা ৬ ফুটবলারকে সই করাল তারা। সৈয়দ জাহিদ (গোলরক্ষক), প্রীতম মিতাই (রাইট ব্যাক), আমনদীপ সিং (লেফট ব্যাক), শিবাজিৎ সিং (মিডফিল্ডার), টাইসন সিং (উইঙ্গার), সুহাল ভাট (ফরোয়ার্ড) সই করাল সবুজ-মেরুন।
১৪ জানুয়ারি মুম্বই সিটি এফসির বিরুদ্ধে হোম ম্যাচ খেলবে এটিকে মোহনবাগান। আপাতত সব ফুটবলাররা ছুটিতে রয়েছেন। ৫ জানুয়ারি থেকে ফের অনুশীলনে নামবে এটিকে মোহনবাগান। এই মুহূর্তে ১২ ম্যাচে ২৩ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের তৃতীয় স্থানে রয়েছে এটিকে মোহনবাগান।
For all the latest Sports News Click Here