AUS vs SA: ‘প্রয়োজন হলে জায়গা ছেড়ে দেব’, কেন এমন বললেন ওয়ার্নার?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে করেছেন ডাবল সেঞ্চুরি। তাঁর বিরুদ্ধে ওঠা সমালোচনার কড়া জবাব দিয়েছেন ব্যাটের মাধ্যমে। সেই ম্যাচে গড়েছেন রেকর্ডও। শততম টেস্ট খেলতে নেমে সেঞ্চুরি করেছেন তিনি। দশম ক্রিকেটার হিসাবে এই নজির গড়েছেন। একই সঙ্গে শততম টেস্টে দ্বিশতরান করা দ্বিতীয় খেলোয়াড়। তিনি আর কেউ নন, ছত্রিশ বছর বয়সী অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার ডেভিড ওয়ার্নার। একটা সময় বল বিকৃতির কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে নির্বাসনে যেতে হয়েছিল অজি ব্যাটারকে। অনেক সমালোচনা, লড়াইয়ের মধ্যে দিয়ে যেতে হয়েছিল তাঁকে। কিন্তু ফিরে এসেই নিজের চেনা ফর্মে দেখা যায়।
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বক্সিং ডে টেস্টে দ্বিশতরান করেছেন তিনি। আগামী বছর ফেব্রুয়ারি মাসেই ভারত সফরে আসবে অস্ট্রেলিয়া দল। ২০২৩ বিশ্বকাপের আগে সেটাই অস্ট্রেলিয়ার শেষ ভারত সফর। তবে সে যাই হোক না কেন, ওয়ার্নার ভারতের মাটিতে বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে রয়েছেন। সম্প্রতি একটি সাক্ষাৎকারে অজি তারকা জানান, ‘আগামী বছর ভারতের মাটিতে বিশ্বকাপ হবে। আমি সেই বিশ্বকাপ খেলার জন্য মুখিয়ে আছি। নিজেকে ফিট রাখার সব রকম চেষ্টা করব। রান করে যাওয়ারও চেষ্টা করব। তবে টিম ম্যানেজমেন্ট যদি বলে অন্যকে সুযোগ করে দেওয়ার জন্য, তাতেও আমি রাজি। অন্যকে সুযোগ করে দেব।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে একতরফাভাবে জিতেছে অজি বাহিনী। ওয়ার্নার ছাড়া অ্যালেক্স ক্যারিও দুর্দান্ত শতরান করেছেন। দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া ১৮২ রানে জিতেছে। এই ম্যাচের সেরা হয়েছেন ডেভিড ওয়ার্নার। ম্যাচের বিষয়ে তাঁকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, ‘আমার নিজের উপর বিশ্বাস ছিল। আর সেই বিশ্বাসকেই কাজে লাগাই। বড় ম্যাচে পারফরম্যান্স করার ক্ষমতা আমার রয়েছে। দলের প্রত্যেকেই অসাধারণ খেলেছে। ক্যামরন গ্রিন ও মিচেল স্টার্ক চোট নিয়েও ওরা খেলে গিয়েছে। এটাই স্পোর্টিং স্পিরিট। তাই এই ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে।’
নতুন বছরে ফেব্রুয়ারি মাসে ভারত সফরে আসবে অস্ট্রেলিয়া। সেই সিরিজে ওয়ার্নার থাকবেন কিনা এখনও অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড সরকারিভাবে কিছু জানায়নি। তবে অজি দলের কোচ অ্যান্ড্রু ম্যাক ডোনাল্ড ইঙ্গিত দিয়েছেন, ভারত সফরে তিনি ওয়ার্নাকে দলে রেখেই গেমপ্ল্যান ছকবেন। তবে এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেনি অজি ক্রিকেট বোর্ড।
For all the latest Sports News Click Here