পাঠান-টাইগার এক ফ্রেমে, সলমনের জন্মদিনে হাত ধরে দাঁড়ালেন কিং খান, কী বললেন
সলমন খানের জন্মদিন আজ। ৫৭ বছর বয়সে পদার্পণ করলেন অভিনেতা। আর সেই উপলক্ষ্যে পরিবার এবং কাছের বন্ধুদের নিয়ে আনন্দে মেতে উঠলেন তিনি। তাঁর মুম্বইয়ের বাড়িতে এই পার্টির আয়োজন করা হয়েছিল। আর গোটা অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন সলমনের বোন, অর্পিতা খান শর্মা। এদিনের অনুষ্ঠানে একাধিক বলি তারকাকে দেখা গিয়েছে, যাঁদের মধ্যে ছিলেন শাহরুখ খান, কার্তিক আরিয়ান, পূজা হেগড়ে, রীতেশ দেশমুখ, জেনেলিয়া ডিসুজা, পুলকিত সম্রাট, প্রমুখ।
আর বলিউডের দুই খানকে এদিন একসঙ্গে দেখে তাঁদের ভক্তরা রীতিমত পাগল হয়ে গেছেন। স্বাভাবিক দুই পছন্দের অভিনেতাকে এক ফ্রেমে দেখতে কার না ভালো লাগে। তাও আবার ভাইজানের জন্মদিনে তাঁদের একত্রে দেখা গেল, ফলে গোটা বিষয়টাতে আলাদা একটা মাত্র যোগ হয়েছিল।
শাহরুখ খান যখন পার্টিতে ঢুকছিলেন তখন তিনি পাপারাজ্জিদের ছবি তোলার জন্য দাঁড়াতে চাননি। বরং খানিক এড়িয়েই ভিতরে ঢুকে যান। পরে ফেরার সময় সলমনের সঙ্গে বাইরে এসে ছবি তোলেন।
এদিন দুই অভিনেতাকে কালো পোশাক দেখা গিয়েছিল। আর তাঁদের সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় রীতিমত ভাইরাল হয়ে গিয়েছে। এক ব্যক্তি এই পোস্টে লেখেন, ‘ আজকাল ওঁদের একসঙ্গে দেখতে ভীষণ ভালো লাগে।’ আরেকজন লেখেন, ‘ শুভ জন্মদিন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। সুস্থ থাকুন।’ আরেকটি কমেন্টে দেখা যায়, ‘ দুই সুপারস্টার একসঙ্গে।’
আর কিছুদিনের অপেক্ষা তারপরই শাহরুখের নতুন ছবি ‘পাঠান’ মুক্তি পেতে চলেছে। যদিও ছবিটি নিয়ে ইতিমধ্যেই দারুন বিতর্ক তৈরি হয়েছে, তবুও কিং খানের ভক্তদের নজর এখন একদিকেই। ২০১৮ সালে শেষবার তাঁকে ‘জিরো’ ছবিতে দেখা গিয়েছিল। চার বছর পর তিনি আবার বড়পর্দায় ফিরছেন। এই ছবিতে তাঁর সঙ্গে আছেন দীপিকা পাড়ুকোন এবং জন আব্রাহাম। তবে এখানে আছে একটা চমক! এই ছবিতে ক্যামিও চরিত্রে দেখা যাবে ভাইজানকে। অন্যদিকে ভাইজানের ‘টাইগার থ্রি’তে দেখা যেতে চলেছে কিং খানকে। ফলে গোটা বিষয়টা নিয়েই দর্শকদের মধ্যে একটা দারুন উত্তেজনা তৈরি হয়েছে। তার আগেই সলমনের জন্মদিনে এভাবে তাঁদের একত্রে দেখে সকলেই বেশ খুশি।
পার্টিতে ঢোকার সময় ফটোগ্রাফারদের জন্য না দাঁড়ালেও বেরোনোর পথে কিং খান দাঁড়ান। স্বয়ং সলমন তাঁকে ছাড়তে এসেছিলেন। তখনই এই দুই তারকাকে ফ্রেমবন্দি করা হয়। এদিন তাঁদের হ্যান্ডশেক করতে, এমনকী আলিঙ্গন করতেও দেখা যায় ভিডিয়োতে। তাঁরা পাপারাজ্জিদের জন্য একত্রে পোজও দেন। শাহরুখ ভাইজানকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে গাড়িতে ওঠেন।
পাঠান ছবিতে ভাইজানের সঙ্গে কাজ করার অভিজ্ঞতা কেমন সেই প্রশ্ন করা হলে কিং খান ইনস্টাগ্রামে একটি লাইভ সেশনে জানিয়েছিলেন, ‘ সলমনের সঙ্গে কাজ মানে সেটার কাজের অভিজ্ঞতা নয়, ভালোবাসার অভিজ্ঞতা। আমরা একে অন্যের সঙ্গে কাজ করতে ভালোবাসি। বিশেষ করে শেষ কয়েক বছর দারুন যাচ্ছে। আমরা একে অন্যের ছবিতে দেখা দিচ্ছি। জিরো ছবিতে ও আমার সঙ্গে একটি গানে অভিনয় করেছিল। এবার পাঠান ছবিতে আমার সঙ্গে ও থাকবে। ফলে বেশ মজাই হয়।’
For all the latest entertainment News Click Here