‘প্রজাপতি’ উড়ল না নন্দনে, নেপথ্যে কি রাজনৈতিক কারণ? দেবের পর কী বললেন শ্বেতা
বড়দিনের আগেই মুক্তি পেয়েছে ‘প্রজাপতি’। আর ছেলে বাবার আড্ডা, খুনসুটি, অভিমানের নিখাদ গল্প এই পারিবারিক ছবিতে উঠে এসেছে। তবে কলকাতার বিভিন্ন হলে শো পেলেও এই ছবির জায়গা কিন্তু নন্দনে হয়নি। এই বিষয়ে ইতিমধ্যেই দেব টুইট করেছেন। দেব গতকাল টুইট করে লেখেন তিনি এবার নন্দনকে মিস করবেন। এবার সেই একই বিষয়ে মুখ খুললেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। এই ছবি মাধ্যমেই বড়পর্দায় পা রাখলেন অভিনেত্রী। আর সেই ছবিই কিনা জায়গা পেল না সিনেমাপ্রেমীদের তীর্থক্ষেত্রে? কী জানালেন অভিনেত্রী?
টিভি নাইন বাংলার তরফে দেবের টুইটের বিষয় টেনে যখন প্রশ্ন করা হয় তাঁর এই বিষয় মতামত কী তিনি জানান, ‘ আমি এত যুক্তি তর্কের মধ্যে যেতে চাই না। আমি জানি ছবিটা হিট করে গেছে। সবার থেকেই ভালো প্রতিক্রিয়া আসছে। যাঁরাই এই ছবি দেখেছেন সকলেই এই ছবির প্রশংসা করেছেন। সবার মুখে মুখে ভালো রিভিউ ছড়িয়ে পড়ছে। আমি শুধু এটুকুই ভগবানের কাছে চাইছি ছবিটা যেন হিট করে যায়। নন্দনে আসলে অবশ্যই ভালো লাগত, কিন্তু কেন আসেনি, আসলে কী হতো, কিসের জন্য এল না এত তর্কে আমি যাব না।’
তবে তিনি তর্কে যেতে না চাইলেও তিনি যে দেবের পক্ষে আছেন সেটা জানাতে ভোলেন না। অভিনেত্রী বলেন, ‘দেবদা আমার থেকে অনেকটাই সিনিয়র। উনি এসব অনেক ভালো বোঝেন, যেটা ঠিক মনে করেছেন সেটাই লিখেছেন। আর ওঁর ঠিকটাকে আমরা সবাই সমর্থন করি। কিন্তু। আলাদা করে কিছু বলার নেই।’
দেব তাঁর টুইটে ঠিক কী লিখেছিলেন? দেব তাঁর টুইটে লেখেন, ‘এইবার তোমায় মিস করব নন্দন। কোনও ব্যাপার না। আবার দেখা হবে। এখানেই গল্পের শেষ।’ দেবের এই টুইট ঘিরেও শুরু হয়েছে চাপা গুঞ্জন। তবে কি অস্পষ্ট রাজনৈতিক কারণেই নন্দনে শো পেল না এই ছবি? প্রশ্নটা উঠছেই।
শ্বেতা ভট্টাচার্য ছোটপর্দার জনপ্রিয় মুখ। তাঁকে এখন ‘সোহাগ জল’ ধারাবাহিকে দেখা যাচ্ছে হানি বাফনার সঙ্গে। প্রজাপতি হচ্ছে তাঁর প্রথম ছবি। আর সেটাই দর্শকদের থেকে এতটা ভালো সাড়া পাচ্ছে।
For all the latest entertainment News Click Here