খোঁজ মিলেছে ক্যাপ্টেনের! রয়েছে বিদেশি ব্যাটারদের বিকল্প,দেখুন SRH-এর সম্ভাব্য ১১
আইপিএল ২০২৩-র মিনি নিলাম থেকে সব থেকে বেশি ১৩ জন ক্রিকেটারকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। তারা ২৫ জনের স্কোয়াড পূর্ণ করে। স্বাভাবিকভাবেই তাদের হাতে ব্যাটসম্যান, বোলার ও অল-রাউন্ডারদের বেশ কিছু বিকল্প রয়েছে।
সবার আগে হায়দারাবাদ একজন ক্যাপ্টেনের খোঁজে ছিল। নিলাম থেকে মায়াঙ্ক আগরওয়ালকে দলে নিয়ে সানরাইজার্স ইঙ্গিত দিয়ে রেখেছে যে, তাঁর হাতেই উঠতে পারে নেতৃত্বের ব্যাটন। না হলে ভুবনেশ্বর কুমার ছাড়া ধরে রাখে ক্রিকেটারদের মধ্যে ক্যাপ্টেন হওয়ার দাবিদার তেমন কেউ নেই।
মায়াঙ্ক আগরওয়াল সানরাইজার্সের ওপেনার সমস্যা মেটাতে পারেন। অভিষেক শর্মার সঙ্গে নিশ্চিতভাবেই ইনিংসের গোড়াপত্তন করতে দেখা যাবে মায়াঙ্ককে। টপ-মিডল অর্ডারে একাধিক বিদেশি ব্যাটসম্যানের বিকল্প রয়েছে হায়দরাবাদের হাতে। হ্যারি ব্রুককে মোটা অঙ্কে নিলাম থেকে দলে নিয়েছে সানরাইজার্স। সুতরাং, চূড়ান্ত ব্যর্থ না হলে তাঁকে শুরুর দিকে বেশ কিছু ম্যাচে খেলাবে তারা। গ্লেন ফিলিপস ও এডেন মার্করাম ছাড়াও হায়দরাবাদের হাতে এনরিখ ক্লাসেনের বিকল্প রয়েছে। ক্লাসেন উইকেটকিপারের দায়িত্বও পালন করবেন।
আরও পড়ুন:- IPL 2023: মূল স্কোয়াড ধরেই রেখেছিল RCB, নিলাম থেকে ব্যাকআপ খুঁজে নেয় তারা, দেখুন সম্ভাব্য একাদশ
সানরাইজার্সের প্রধান খামতি ছিল একজন বিশেজ্ঞ স্পিনারের। আদিল রশিদকে দলে নিয়ে সেই সমস্যা মেটনোর চেষ্টা করেছে তারা। হায়দরাবাদ ভারতীয় পেসারদের দিয়ে অনায়াসে কাজ চালিয়ে দেবে। কেননা তাদের হাতে রয়েছে ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজনের মতো বোলার। ভারতীয় অল-রাউন্ডার হিসেবে সানরাইজার্সের হাতে রয়েছেন অব্দুল সামাদ, ওয়াশিংটন সুন্দররা। যদিও আদিল রশিদকে দলে নেওয়ার পরে প্রথম একাদশে দু’জন স্পিনার অল-রাউন্ডারের প্রয়োজন নাও অনুভব করতে পারে সানরাইজার্স।
নিলাম থেকে কাদের দলে নেয় হায়দরাবাদ: আইপিএলের মিনি নিলাম থেকে সানরাইজার্স হায়দরাবাদ দলে নিয়েছে হ্যারি ব্রুক, মায়াঙ্ক আগরওয়াল, এনরিখ ক্লাসেন, বিব্রান্ত শর্মা, আদিল রশিদ, মায়াঙ্ক ডাগর, আকিল হোসেন, মায়াঙ্ক মার্কান্ডে, উপেন্দ্র যাদব, সনবীর সিং, আনমোলপ্রীত সিং, সামর্থ ব্যাস ও নিতীশ রেড্ডিকে।
আরও পড়ুন:- আরও পড়ুন:- IPL 2023 Auction: আইপিএল নিলামের ‘চৈত্র সেলে’ সস্তায় বিকলেন কিউয়িরা, ‘ডিসকাউন্ট’ মিলল দেদার
সানরাইজার্স হায়দরাবাদ কাদের ধরে রেখেছে: নিলামের আগে হায়দরাবাদ ধরে রেখেছে আব্দুল সামাদ, এডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, গ্লেন ফিলিপস, অভিষেক শর্মা, মারকো জানসেন, ওয়াশিংটন সুন্দর, ফজলহক ফারুকি, কার্তিক ত্যাগী, ভুবনেশ্বর কুমার, টি নটরাজন ও উমরান মালিককে।
সানরাইজার্স হায়দরাবাদের সম্ভাব্য প্রথম একাদশ: মায়াঙ্ক আগরওয়াল, অভিষেক শর্মা, গ্লেন ফিলিপস/এডেন মার্করাম, রাহুল ত্রিপাঠী, হ্যারি ব্রুক, এনরিখ ক্লাসেন, আদিল রশিদ, আব্দুল সামাদ/ওয়াশিংটন সুন্দর, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক, টি নটরাজন।
For all the latest Sports News Click Here