যমজ ছেলেমেয়ে নিয়ে প্রথমবার বাড়ি ফিরল ইশা আম্বানি, ধুমধাম দেখে চোখ উঠবে কপালে!
মা হওয়ার পর প্রথমবার বাড়ি আসবে মেয়ে, তাই ঢেলে সাজানো হল বাড়ি। আম্বানিদের বাড়িতে সকাল থেকেই ছিল সাজো সাজো রব। ১৯ নভেম্বর যমজ সন্তানের জন্ম দিয়েছেন ইশা লস অ্যাঞ্জেলেসের আর ঠিক তার ১ মাস পাঁচ দিনের মাথায় দুই সন্তান ও স্বামী আনন্দ পরিমলকে নিয়ে ফিরলেন মুম্বই। আর এই বিশেষ দিনটাকে আরও সুন্দর করে তুলতে পরিমল ও আম্বানি পরিবার ঘটা করে আয়োজন করেছিল।
ইশা আম্বানিকে দেখা গেল তাঁর পরিবার, মুকেশ আম্বানি, অনন্ত আম্বানি ও আকাশ আম্বানির সঙ্গে। আনন্দ পরিমল ও তাঁদের যমজ সন্তান ছেলে কৃষ্ণা আর মেয়ে আদিয়ার সঙ্গে কাতারের বিশেষ বিমানে করে সোজা উড়ে আসেন মুম্বইতে।
যেই ইশা-পরিমল পা রাখলেন তাঁদের ওরলির বাড়িতে, তখনই প্রথমবার সামনে এলেন কৃষ্ণা আর আদিয়া। এদিনের হইহই ছিল সত্যি চোখে পড়ার মতো। দেখুন ভি়ডিয়োগুলি-
বর্তমানে দেশের অন্যতম ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। মুকেশ আম্বানির মেয়ে ঈশা আম্বানি এবং পিরামল গ্রুপের মালিক অজয় পিরামলের ছেলে আনন্দ পিরামলের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন ২০১৮ সালে। তারকাখচিত সেই বিয়েতে আন্তর্জাতিক তারকা বিয়োন্সে গান গেয়েছিলেন। গানের সঙ্গে নেচেছিলেন বচ্চন পরিবারের সদস্যেরা।
এমনিতে আম্বানি পরিবার বরাবরই নিজেদের ব্যক্তিগত মুহূর্ত মিডিয়ার থেকে দূরে রাখতেই পছন্দ করেন। ইশা মা হওয়ার পর রিলায়েন্স গোষ্ঠীর তরফে অফিসিয়াল বিবৃতি দিয়ে জানানো হয়, এক ছেলে ও এক মেয়ের মা হয়েছেন তাঁদের কন্যা। এবং মা ও দুই সন্তান ভালো আছে। সেই সময়েই বাচ্চাদের নামও সামনে আনা হয়েছিল।
প্রসঙ্গত, চলতি বছরই মেয়ের হাতে রিলায়েন্স রিটেলের দায়িত্বভার তুলে দেন মুকেশ। রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের ৪৫ তম অ্যানুয়াল জেনারেল মিটিংয়ের পরে ইশা আম্বানিকে আনুষ্ঠানিক ভাবে রিলায়েন্স রিটেলের চেয়ারম্যান ঘোষণা করা হয়। আর তারপরই ইশা ঘোষণা করেন, এবার থেকে রিলায়েন্স গ্রসারি গ্রাহকরা হোয়াটসঅ্যাপের মাধ্যমেই নিত্য প্রয়োজনীয় জিনিসের অর্ডার ও পেমেন্ট করতে পারবেন। প্রসঙ্গত মুকেশ-নীতা আম্বানির চার ছেলে আকাশ, অনন্ত, আনমোল, অংশূল এবং এক মেয়ে ইশা।
For all the latest entertainment News Click Here