Shark Tank: কেবিসির সেটে ‘শার্ক’রা, অমিতাভের নতুন ব্যবসায় বিনিয়োগ করবে ১০০ কোটি
কৌন বনেগা ক্রড়োরপতি-র সেটে হাজির হয়েছিলেন ভারতের ‘শার্ক’রা। ঠিকই ধরেছেন, জলদি আসছে শার্ক ট্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বিতীয় সিজন। আপাতত চলছে কেবিসি-র শেষ সপ্তাহ। সেই জায়গায় শুরু হবে শার্ক ট্যাঙ্ক আগামী সপ্তাহ থেকে। আর এখানেই ৮০ বছরের অভিনেতা সুযোগ পান নিজের বিজনেস আইডিয়া শার্কসদের সামনে তুলে ধরার। আর তা করেই ১০০ কোটির অফার এসে যায় তাঁর হাতে।
সোনির শেয়ার করা সেই প্রোমোতে অমিতাভকে বলতে শোনা যাচ্ছে, ‘মহিলাদের জন্য আমি নিয়ে এসেছি এবি টিস্যু। এই প্রোডাক্টের ফার্স্ট রাউন্ড ট্রায়ালও হয়ে গিয়েছে। তো আপনারা আমার এই প্রোডাক্টে বিনিয়োগ করবেন কি করবেন না?’ অমিতাভের কথার সঙ্গেই জুড়ে দেওয়া হয় একাধিক মহিলার চোখ মুছিয়ে দিচ্ছেন বিগ বি।
শাদি.কম-এর প্রতিষ্ঠাতা অনুপম মিত্তল এরপর বলেন, ‘এবি টিস্যু যদি আপনার নামে বিক্রি হয় দুনিয়াতে তাহলে ১০০ কোটি তো আমরা লাগিয়েই দেব’। এরপর অমিতাভ বলে বসেন, ‘ছোট্ট কথা আছে স্যার, ১০০ কোটি থেকে কি ২৫ শতাংশ সাইনিং অ্যামাউন্ট পাব?’
প্রসঙ্গত, অনুপম মিত্তল ছাড়াও এদিন কেবিসির সেটে হাজির ছিলেন নতুন শার্ক ‘ইন্ডিয়া কার দেখো’-র প্রতিষ্ঠাতা অমিত জৈন, সুগার কসমেটিক্সের সিইও এবং প্রতিষ্ঠাতা বিনীতা সিং, লেনসকার্টের পীয়ুষ বনসাল, এমকিওর ফার্মাসিউটিক্যালস-এর কার্যনির্বাহী পরিচালক নমিতা থাপাররা।
প্রসঙ্গত, ৮০ বছরেও একটানা কাজ করে চলেছেন অমিতাভ। কেবিসির ১৪ নম্বর সিজন সবে শেষ করলেন। অমিতাভই জানিয়েছিলেন প্রতিদিন শ্যুট শেষ করার পরেও সেটে ঘণ্টাখানেক আরও থাকতে হত তাঁকে। যতজন দর্শক এসছে সবার অনুরধ মিটিয়ে ছবি তোলা, অটোগ্রাফ দেওয়ার মতো কাজ করতেন নিয়ম করে। কারণ বিগ বি বরাবরই জানেন, ভক্তমনে কষ্ট দেওয়া, নৈব নৈব চ।
জানুয়ারির প্রথম সপ্তাহ থেকে শুরু হবে শার্ক ট্যাঙ্ক। এবারের সিজনে থাকছেন না ভারত পে-র অশনীর গ্রভার।
For all the latest entertainment News Click Here