বিশ্বমঞ্চে সমাদৃত RRR, এদিকে রাজামৌলির সিনেমাকে ‘পিছিয়ে পড়া’ বলল রত্না পাঠক শাহ
অস্কারে যাওয়ার জন্য লড়ছে রাজামৌলির আরআরআর। পেয়েছে একাধিক আন্তর্জাতিক সম্মান। তবে এই সিনেমাকেই ‘পিছিয়ে পড়া’ আখ্যা দিলেন বর্ষীয়ান অভিনেত্রী রত্না পাঠক শাহ। প্রসঙ্গত চলতি বছরের মার্চ মাসে মুক্তি পাওয়া এই সিনেমা বিশ্ববাজারে ১২০০ কোটি আয় করেছে।
মুম্বইয়ের এক বইপ্রকাশ অনুষ্ঠানে আরআরআর নিয়ে কথা বললেন রত্না। ফ্রি প্রেস জার্নালের এক প্রতিবেদন অনুসারে, ‘আরআরআর-এর মতো ছবি আজকাল খুব জনপ্রিয়তা পাচ্ছে। কিন্তু এটা একটা পশ্চাদমুখী ছবি। এটা আমাদের পিছন দিকে নিয়ে যায় যেখানে আমাদের উচিত সামনের দিকে এগনো। আসলে আমরা ভাবি আমরা যা করছি সেটাই ঠিক, কারণ আমরা গণতন্ত্রের জননী- ভারতের অঙ্গ।’
এখানেই থেমে থাকেননি রত্না। আরও বলেন, ‘যতক্ষণ না চলচ্চিত্র নির্মাতারা তাদের কাজকে সমালোচনামূলক দৃষ্টিভঙ্গিতে দেখবেন না, ততক্ষণ আমাদের আরআরআর-এর মতো চলচ্চিত্র দেখতে হবে। আসলে আমরা সমালোচনা পছন্দ করি না। আমাদের অহংবোধে আঘাত লাগে। এই পরিবেশটা অনেক বড় বড় মানুষরাই তৈরি করেছেন এবং দুর্ভাগ্যবশত আমরা তা মেনেও নিয়েছি।’
দক্ষিণের দুই স্বাধীনতা সংগ্রামী কোমারাম ভীম এবং আল্লুরি সীতারাম রাজুর লড়াইয়ের কাহিনিকে নাটকীয় কায়দায় সিনেমার পর্দায় ফুটিয়ে তোলা হয়েছে আরআরআরে। এসএস রাজামৌলির এই ছবিতে মুখ্য ভূমিকায় ছিলেন দক্ষিণের দুই সুপারস্টার রামচরণ এবং জুনিয়র এনটিআর। ভীমের চরিত্রে অভিনয় করেছিলেন জুনিয়র এনটিআর। রাজুর চরিত্রে দেখা মিলেছিল রামচরণকে।ছবিতে কেমিও ছিল বলিউডের আলিয়া ভাটেরও। তিনি রামচরণের স্ত্রীয়ের চরিত্রে অভিনয় করেন। রামচরণের বাবার চরিত্রে অভিনয় করেন অজয় দেবগণ।
For all the latest entertainment News Click Here