বাবা-মায়ের ছবি এঁকেছে ভক্ত, আপ্লুত শাহরুখ এগিয়ে এসে দিলেন অটোগ্রাফ, ছবি ভাইরাল
খুব অল্প বয়সে বাবা-মাকে হারিয়েছেন শাহরুখ খান। এখনও বাবা-মাকে প্রচণ্ড মিস করেন তিনি, প্রায়শই নানা মঞ্চে দাঁড়িয়ে একথা বলতে শোনা যায় বলিউড বাদশাকে।
সম্প্রতি নেটদুনিয়ায় শাহরুখের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে দেখা গিয়েছে, এক ভক্ত নিজের হাতে অভিনেতার বাবা-মায়ের ছবি এঁকেছেন। ক্যানভাসে আঁকা শাহরুখের বাবা প্রয়াত তাজ মহম্মদ খান এবং মা লতিফ ফতিমা খানের ছবি। অনুরাগী হাতে পেন নিয়ে ছবির উপর শাহরুখকে একটি অটোগ্রাফ দেওয়ার জন্য আবেদন করেছেন। শাহরুখও হাত এগিয়েছেন অটোগ্রাফ দেওয়ার জন্য। অভিনেতা নিজেও আবেগঘন এই ছবি দেখে। বলিউড বাদশার ফ্য়ান পেজ থেকে শেয়ার করা হয়েছে এই ছবি।
শাহরুখের বাবা তাজ মহম্মদ খান ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান। সেই সময় অভিনেতার বয়স ছিল মাত্র ১৫ বছর। অভিনেতার মা লতিফ ফতিমা খান দীর্ঘ দিন রোগে ভুগে ১৯৯০ সালে মারা যান। সেই সময় শাহরুখের বয়স ছিল ৩০ বছর।
২০১১ সালে হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বাবা-মা সম্পর্কে শাহরুখ বলেছিলেন, ‘আমার মনে হয় সন্তানের জন্য বাবা-মা দুজনেই খুব গুরুত্বপূর্ণ। কারও যদি বাবা-মা দুজনই থাকে, তাহলে সেইটা তাঁর কাছে ভগবানের দেওয়া উপহার বলা যায়। আমি সবসময়ই বাবা-মার সঙ্গে থেকে তাঁদের গুরুত্ব দেওয়ার উপদেশ দিই।’
তিনি আরও বলেছেন, ‘আমার বাবার কঠোর মনোভাব, ভালো আচরণ, শিক্ষা বা তিনি সমস্ত আদর্শ দিয়ে বড় করেছেন। আমি বাবার মধ্যে একজন ভালো বন্ধুকে মিস করি।’
প্রসঙ্গত, ‘পাঠান’ ছবির সঙ্গে দীর্ঘ চার বছর পর রুপোলি পর্দায় কামব্যাক করছেন শাহরুখ। আগামী ২৫শে জানুয়ারি মুক্তি পাবে পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই ছবি। এছাড়াও তাঁর হাতে রয়েছে ডাঙ্কি এবং জওয়ান।
For all the latest entertainment News Click Here