কাবাডি টিমের মরশুম জয়, উচ্ছ্বাসে ফেটে পড়লেন, ঐশ্বর্যকে টেনে জাপটে ধরলেন অভিষেক
প্রো কাবাডি লিগে দ্বিতীয়বার চ্যাম্পিয়ন অভিষেক বচ্চনের টিম জয়পুর পিঙ্ক প্যান্থার্স। দ্বিতীয়বার ট্রফি উঠল তাঁদের হাতে। ফাইনালে জয়পুর পিঙ্ক প্যান্থার্স দল পুনেরি পল্টনকে ৩৩-২৯ ব্যবধানে হারিয়ে ট্রফি জিতে নিয়েছে। জয়পুর দলের জন্য এটি দ্বিতীয় পিকেএল জয়। এর আগে পিকেএলের প্রথম মরশুমে ইউ মুম্বা করোকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল জয়পুর।
এ দিন গ্যালারিতে বসে টিমের হয়ে গলা ফাটিয়েছেন অভিষেক বচ্চন, ঐশ্বর্য রাই বচ্চন এবং তাঁদের একমাত্র কন্যা আরাধ্যা। টিম জেতার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাসে ফেটে পড়েন দম্পতি। আনন্দ ধরে রাখতে না পেরে গ্যালারিকে সবার সামনে স্ত্রী ঐশ্বর্য এবং মেয়ে আরাধ্যাকে জড়িয়ে ধরেন অভিষেক। নেটমাধ্যমে হু হু করে ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
আরও পড়ুন: #AskSRK: ‘১৫ মিনিটের খ্যাতি..’, বয়কট রবের মধ্যে ‘পাঠান’কে ‘দেশপ্রেমিক’ বললেন শাহরুখ
এ দিন স্বামী অভিষেক এবং বাকি সকলের মতোই গ্যালারি থেকে টিমের জন্য গলা ফাটিয়েছেন নীল নয়না সুন্দরী। ট্রফি হাতে আরাধ্যার ছবি নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন ঐশ্বর্য। ট্রফি হাতে অভিষেক এবং আরাধ্যার সঙ্গে অপর একটি ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। এ দিন তাঁদেরকে জয়পুর পিঙ্ক প্যান্থার্সের জার্সি জ্যাকেট পরে দেখা মিলেছে।
টিমের দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে ছবি পোস্ট করে ক্যাপশনে ঐশ্বর্য লিখেছেন, ‘জয়পুর পিঙ্ক প্যান্থার্স প্রো কাবাডি সিজন ৯-এর চ্যাম্পিয়ন। মরশুম নিয়ে আশাবাদী ছিলাম। অবিশ্বাস্য প্রতিভাবান, মনোযোগী এবং কঠোর পরিশ্রমী কাবাডি খেলোয়াড়দের দল নিয়ে গর্বিত আমরা। ছেলেদের কাছে কৃতজ্ঞ। ঈশ্বর সর্বদা মঙ্গল করুক। ভালোবাসা, আনন্দ আরও শক্তি এবং উজ্জ্বল করুক।’
শনিবার প্রো কাবাডি লিগ ২০২২-এর ফাইনালে জয়পুর পিঙ্ক প্যান্থার্সের মুখোমুখি হয় পুনেরি পল্টন। এই ম্যাচে জয়পুর পিঙ্ক প্যান্থার্স দুর্দান্ত ফর্মে ছিল। ৩৩-২৯ ব্যবধানে সিজন নাইনের শিরোপা জিতে নেয় টিম।
For all the latest entertainment News Click Here